ETV Bharat / bharat

Nitin Gadkari gets Threat Calls: ফের নীতীনকে হুমকি ফোন, চাওয়া হল 10 কোটির তোলা !

author img

By

Published : Mar 21, 2023, 7:26 PM IST

আবারও হুমকি ফোন পেলেন নীতীন গডকরি (Nitin Gadkari gets Threat Calls) ৷ ওই ফোনে তাঁর কাছে 10 কোটি টাকা তোলা (Rs 10 Crore Ransom) চাওয়া হয়েছে ৷

Nitin Gadkari gets Threat Calls at his Nagpur office in which caller demands Rs 10 Crore Ransom
ফাইল ছবি

নাগপুর, 21 মার্চ: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরিকে হুমকি ফোন (Nitin Gadkari gets Threat Calls) করে চাওয়া হল 10 কোটি টাকা (Rs 10 Crore Ransom) ! সূত্রের খবর, মন্ত্রীর ব্যক্তিগত মোবাইলে নয়, হুমকি ফোন এসেছিল তাঁর নাগপুরের কার্যালয়ে ৷ নাগপুরের খামলা এলাকায় রয়েছে নীতীনের অফিস ৷ মঙ্গলবার সকালে সেই অফিসেই দু'বার ফোন করেন এক ব্যক্তি ৷ তিনি মন্ত্রীর কাছ থেকে 10 কোটি টাকা তোলা চান ! ওই ব্যক্তি ফোনের অপর প্রান্ত থেকে দাবি করেন, তাঁর নাম জয়েশ কান্ত ওরফে পূজারি ৷

এর আগে গত 14 জানুয়ারিও একাধিক হুমকি ফোন পেয়েছিলেন নীতীন ৷ সেই সময় তাঁর কার্যালয়ের পাশাপাশি বাসভবনেও হুমকি ফোন করা হয়েছিল ৷ এক ব্যক্তি নিজেকে দাউদ ইব্রাহিমের দলের সদস্য বলে দাবি করে হুমকি ফোন করেছিলেন ৷ সেই সময় নীতীনের কাছে 100 কোটি টাকার তোলা চাওয়া হয়েছিল ! লক্ষ্যণীয় বিষয় হল, সেবার যে ব্যক্তি ফোন করেছিলেন, তিনিও নিজের নাম জয়েশ কান্ত ওরফে পূজারি বলে দাবি করেছিলেন ৷

মঙ্গলবারের এই ঘটনার পর নীতীনের দফতরের কর্মীরা নাগপুর পুলিশকে সবটা জানান ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন ৷ কে, কোথা থেকে এই 'কল' দু'টি করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সংশ্লিষ্ট ব্যক্তি ফোনে নিজের নাম ও পরিচয় দিলেও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ ৷ তাদের আশঙ্কা, যে ব্যক্তি হুমকি ফোন করেছেন, তিনি নিজের ভুয়ো পরিচয়ও দিতে থাকতে পারেন ৷

আরও পড়ুন: অমিতাভ-ধর্মেন্দ্রর বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, ফোন পেয়েই শুরু তদন্ত

এই ঘটনার পর নীতীন গড়করির কার্যালয় ও বাসভবনের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ৷ প্রসঙ্গত, এদিন নাগপুরে জি-20 সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে ৷ সন্ধেবেলায় সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে নীতীনের ৷ বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন নীতীন ৷ তিনি লিখেছেন, এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারা প্রত্যেক নাগপুরবাসীর কাছেই গর্বের ৷ এখানকার কৃষ্টি, সংস্কৃত ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাগপুরের মানুষ !

নাগপুর, 21 মার্চ: কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকরিকে হুমকি ফোন (Nitin Gadkari gets Threat Calls) করে চাওয়া হল 10 কোটি টাকা (Rs 10 Crore Ransom) ! সূত্রের খবর, মন্ত্রীর ব্যক্তিগত মোবাইলে নয়, হুমকি ফোন এসেছিল তাঁর নাগপুরের কার্যালয়ে ৷ নাগপুরের খামলা এলাকায় রয়েছে নীতীনের অফিস ৷ মঙ্গলবার সকালে সেই অফিসেই দু'বার ফোন করেন এক ব্যক্তি ৷ তিনি মন্ত্রীর কাছ থেকে 10 কোটি টাকা তোলা চান ! ওই ব্যক্তি ফোনের অপর প্রান্ত থেকে দাবি করেন, তাঁর নাম জয়েশ কান্ত ওরফে পূজারি ৷

এর আগে গত 14 জানুয়ারিও একাধিক হুমকি ফোন পেয়েছিলেন নীতীন ৷ সেই সময় তাঁর কার্যালয়ের পাশাপাশি বাসভবনেও হুমকি ফোন করা হয়েছিল ৷ এক ব্যক্তি নিজেকে দাউদ ইব্রাহিমের দলের সদস্য বলে দাবি করে হুমকি ফোন করেছিলেন ৷ সেই সময় নীতীনের কাছে 100 কোটি টাকার তোলা চাওয়া হয়েছিল ! লক্ষ্যণীয় বিষয় হল, সেবার যে ব্যক্তি ফোন করেছিলেন, তিনিও নিজের নাম জয়েশ কান্ত ওরফে পূজারি বলে দাবি করেছিলেন ৷

মঙ্গলবারের এই ঘটনার পর নীতীনের দফতরের কর্মীরা নাগপুর পুলিশকে সবটা জানান ৷ পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, তাঁরা ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করে দিয়েছেন ৷ কে, কোথা থেকে এই 'কল' দু'টি করেছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে ৷ সংশ্লিষ্ট ব্যক্তি ফোনে নিজের নাম ও পরিচয় দিলেও এই বিষয়ে এখনও পর্যন্ত নিশ্চিত নয় পুলিশ ৷ তাদের আশঙ্কা, যে ব্যক্তি হুমকি ফোন করেছেন, তিনি নিজের ভুয়ো পরিচয়ও দিতে থাকতে পারেন ৷

আরও পড়ুন: অমিতাভ-ধর্মেন্দ্রর বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, ফোন পেয়েই শুরু তদন্ত

এই ঘটনার পর নীতীন গড়করির কার্যালয় ও বাসভবনের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ৷ প্রসঙ্গত, এদিন নাগপুরে জি-20 সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠান হবে ৷ সন্ধেবেলায় সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে নীতীনের ৷ বিষয়টি নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেছেন নীতীন ৷ তিনি লিখেছেন, এই ধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করতে পারা প্রত্যেক নাগপুরবাসীর কাছেই গর্বের ৷ এখানকার কৃষ্টি, সংস্কৃত ও ঐতিহ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন নাগপুরের মানুষ !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.