ETV Bharat / bharat

2024-র মধ্যে 60 হাজার কিমি জাতীয় সড়ক নির্মাণের ঘোষণা গড়করির - রোড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া

দেশের অর্থনৈতিক উন্নয়নে জাতীয় সড়কের ভূমিকা উল্লেখযোগ্য ৷ তাই 2024-এর মধ্যে দেশজুড়ে 60 হাজার কিমি জাতীয় সড়ক তৈরির কথা জানালেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী ৷

কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি
কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি
author img

By

Published : Jul 10, 2021, 11:43 AM IST

নয়াদিল্লি, 10 জুলাই : বিশ্বমানের 60 হাজার কিলোমিটার জাতীয় সড়ক (National Highway) তৈরি হবে ভারতে, 2024-র মধ্যে ৷ সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে প্রতিদিন 40 কিলোমিটার করে রাস্তার কাজ হবে, ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী (The Road Transport and Highways Ministry) নীতিন গড়করি ৷

আরও পড়ুন : রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও

শুক্রবার "রোড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া"-র (Road Development of India) 16তম বার্ষিক সম্মেলনে তিনি বলেন, "আমার লক্ষ্য 2024-র মধ্যে বিশ্বমানের 60 হাজার কিলোমিটার জাতীয় সড়ক (National Highway) তৈরি করব, প্রতিদিন 40 কিমি হারে ৷" ভারতে 63 লক্ষ কিলোমিটার সংযোগকারী রাস্তা (road network) রয়েছে, যা বিশ্বে দ্বিতীয়-বৃহত্তম ৷ ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়ক পরিকাঠামোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি ৷

সড়ক নির্মাণ ও উন্নয়নের সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, "সরকার 1.4 ট্রিলিয়ন ডলার বা 111 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন (NIP)-র উন্নয়নে ৷ সরকার বছরের পর বছর ধরে পরিকাঠামো মূলধনের (Infrustructure Capex) পরিমাণ 34 শতাংশ বাড়িয়ে এ বছরে 5.54 লক্ষ কোটি টাকা করেছে ৷"

নয়াদিল্লি, 10 জুলাই : বিশ্বমানের 60 হাজার কিলোমিটার জাতীয় সড়ক (National Highway) তৈরি হবে ভারতে, 2024-র মধ্যে ৷ সময়ের মধ্যে কাজ সম্পূর্ণ করতে প্রতিদিন 40 কিলোমিটার করে রাস্তার কাজ হবে, ঘোষণা করলেন পরিবহণ মন্ত্রী (The Road Transport and Highways Ministry) নীতিন গড়করি ৷

আরও পড়ুন : রথের দড়ি টানতে করোনা টিকার দু'টি ডোজ় বাধ্যতামূলক, লাগবে আরটিপিসিআর রিপোর্টও

শুক্রবার "রোড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়া"-র (Road Development of India) 16তম বার্ষিক সম্মেলনে তিনি বলেন, "আমার লক্ষ্য 2024-র মধ্যে বিশ্বমানের 60 হাজার কিলোমিটার জাতীয় সড়ক (National Highway) তৈরি করব, প্রতিদিন 40 কিমি হারে ৷" ভারতে 63 লক্ষ কিলোমিটার সংযোগকারী রাস্তা (road network) রয়েছে, যা বিশ্বে দ্বিতীয়-বৃহত্তম ৷ ভারতের অর্থনৈতিক উন্নয়নে সড়ক পরিকাঠামোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান তিনি ৷

সড়ক নির্মাণ ও উন্নয়নের সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, "সরকার 1.4 ট্রিলিয়ন ডলার বা 111 লক্ষ কোটি টাকা বিনিয়োগ করছে ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইন (NIP)-র উন্নয়নে ৷ সরকার বছরের পর বছর ধরে পরিকাঠামো মূলধনের (Infrustructure Capex) পরিমাণ 34 শতাংশ বাড়িয়ে এ বছরে 5.54 লক্ষ কোটি টাকা করেছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.