নয়াদিল্লি, 7 অগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ বসেছে নীতি আয়োগের সপ্তম গভর্নিং কাউন্সিলের বৈঠক (Niti Aayog Meet)৷ 2019 সালের জুলাই মাসের পর এই প্রথম সশরীরে উপস্থিত থেকে বসেছে কাউন্সিলের বৈঠক ৷ বৈঠকে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান-সহ অন্যান্যরা ৷
তবে এই বৈঠকে যোগ দিচ্ছেন না বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)৷ নীতি আয়োগের এই বৈঠক বয়কটের কথা আগেই ঘোষণা করেছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ রাজ্যের প্রতি কেন্দ্রের বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ জানাতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন কেসিআর (KCR Boycotts Niti Aayog meet)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ বিষয়ে কড়া ভাষায় একটি চিঠিও লিখেছেন তিনি ৷ তবে তাঁর এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছে নীতি আয়োগ ৷ তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, "7 অগস্ট নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও ৷ এই সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক ৷"
আরও পড়ুন: মোদির সঙ্গে বৈঠকে বকেয়া জিএসটি মেটানোর দাবি মমতার
রাষ্ট্রপতি ভবনের কালচারাল সেন্টারে আয়োজিত এই বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলি হল, শস্য বৈচিত্র্য, তৈলবীজ, ডাল এবং কৃষিক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, জাতীয় শিক্ষা নীতির বাস্তবায়ন এবং নগর প্রশাসন ৷ বৈঠকে রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে আর কী কী করা যায়, সে বিষয়েও আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷