ETV Bharat / bharat

Nishikant Dubey: 'রমেশের মন্তব্য নিন্দনীয়, তবে দানিশের আচরণও শাস্তিযোগ্য', বিধুরীকেই সমর্থন নিশিকান্তের - বিএসপি সাংসদ দানিশ আলি

লোকসভায় বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে অসংসদীয় মন্তব্য করেছেন বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ এ নিয়ে দেশের রাজনীতি সরগরম ৷ বিরোধীরা তাঁর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ দাবি করেছে ৷ এদিকে তাঁর পাশে দাঁড়ালেন আরেক বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷

ETV Bharat
বিজেপি সাংসদ রমেশ বিধুরীর পাশে দাঁড়িয়েছেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2023, 12:06 PM IST

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: বিজেপি সাংসদ রমেশ বিধুরীর সমালোচনা করলেন আরেক বিজেপি সাংসদ ৷ একই সঙ্গে বিতর্কিত সাংসদের পাশেও দাঁড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বৃহস্পতিবার রাতে লোকসভায় বক্তৃতা দিচ্ছিলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ সেই সময় তিনি বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে অসংসদীয় মন্তব্য করেন ৷

বিজেপি সাংসদের এই মন্তব্যকে ইতিমধ্যে 'হেট স্পিচ' আখ্যা দিয়েছেন বিএসপি সাংসদ দানিশ ৷ রমেশ বিধুরীর বিরুদ্ধ কঠিন পদক্ষেপের দাবি তুলেছেন আলি ৷ সাংসদ রমেশ বীধুরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংসদের কোনও অধিবেশনে অংশ না-নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি ৷

  • रमेश विधुडी जी के लोकसभा में दिए बयान को कोई भी सभ्य समाज ठीक नहीं कह सकता,इसकी जितनी निंदा की जाए कम है लेकिन @loksabhaspeaker जी को सांसद दानिश अली के भी अमर्यादित शब्दों व आचरण की जॉंच करनी चाहिए ।लोकसभा की नियम प्रक्रियाओं के तहत किसी सांसद के निर्धारित समय के बीच टोकना,बैठे…

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরই মধ্যে সতীর্থ সাংসদকে বাঁচাতে অবতীর্ণ হলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) তিনি লেখেন, "লোকসভায় রমেশ বিধুরী যে মন্তব্য করেছেন, তাকে কোনও সভ্য সমাজই ঠিক বলবে না ৷ যতই নিন্দা করা হোক না কেন, তা কম পড়বে ৷"

এরপরই তিনি রমেশ বিধুরীর পক্ষ নিয়ে লেখেন, "তবে সাংসদ দানিশ আলিও এমন শব্দ ব্যবহার করেছেন, যা অমর্যাদাকর ৷ তাঁর আচরণ নিয়েও তদন্ত হোক ৷ লোকসভার নিয়ম অনুযায়ী, একটা নির্ধারিত সময়ের মধ্যে কোনও সাংসদকে কথা বলতে বাধা দেওয়া, বসে বসে কথা বলা, একটানা কথা বলে যাওয়াটাও শাস্তিযোগ্য ৷"

বৃহস্পতিবার রাতে লোকসভায় মিশন চন্দ্রযান-3 নিয়ে আলোচনা হচ্ছিল ৷ এ বিষয়ে বলছিলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ তাঁর ভাষণের সময় লোকসভা কক্ষে হইচই শুরু হয় ৷ বিএসপি সাংসদ দানিশ আলিও বিজেপি সাংসদের বক্তৃতার মাঝে কথা বলছিলেন ৷ তখন সংখ্যালঘু সম্প্রদায়ের জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে রমেশ বিধুরী কিছু মন্তব্য করেন, যা অসংসদীয় এবং বিতর্কিত ৷

এরপরই উত্তাল হয়ে ওঠে সভা ৷ দানিশ আলি লোকসভা অধ্যক্ষকে চিঠি লিখে রমেশ বিধুরীর বিরুদ্ধে কঠিন সাজার দাবি তোলেন ৷ নতুবা তিনি নিজের সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ দানিশ আলির পাশে দাঁড়িয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বিএসপি সাংসদ দানিশ আলির সঙ্গে দেখা করেন ৷ এই ঘটনাটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি তুলে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং আরও অনেকে ৷

আরও পড়ুন: বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, না হলে সংসদ ত্যাগের হুঁশিয়ারি 'ইন্ডিয়া'র

নয়াদিল্লি, 23 সেপ্টেম্বর: বিজেপি সাংসদ রমেশ বিধুরীর সমালোচনা করলেন আরেক বিজেপি সাংসদ ৷ একই সঙ্গে বিতর্কিত সাংসদের পাশেও দাঁড়ালেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ বৃহস্পতিবার রাতে লোকসভায় বক্তৃতা দিচ্ছিলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ সেই সময় তিনি বিএসপি সাংসদ দানিশ আলিকে উদ্দেশ্য করে অসংসদীয় মন্তব্য করেন ৷

বিজেপি সাংসদের এই মন্তব্যকে ইতিমধ্যে 'হেট স্পিচ' আখ্যা দিয়েছেন বিএসপি সাংসদ দানিশ ৷ রমেশ বিধুরীর বিরুদ্ধ কঠিন পদক্ষেপের দাবি তুলেছেন আলি ৷ সাংসদ রমেশ বীধুরের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংসদের কোনও অধিবেশনে অংশ না-নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে 'ইন্ডিয়া' জোটের সদস্য দলগুলি ৷

  • रमेश विधुडी जी के लोकसभा में दिए बयान को कोई भी सभ्य समाज ठीक नहीं कह सकता,इसकी जितनी निंदा की जाए कम है लेकिन @loksabhaspeaker जी को सांसद दानिश अली के भी अमर्यादित शब्दों व आचरण की जॉंच करनी चाहिए ।लोकसभा की नियम प्रक्रियाओं के तहत किसी सांसद के निर्धारित समय के बीच टोकना,बैठे…

    — Dr Nishikant Dubey (@nishikant_dubey) September 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এরই মধ্যে সতীর্থ সাংসদকে বাঁচাতে অবতীর্ণ হলেন ঝাড়খণ্ডের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে ৷ সামাজিক মাধ্যম এক্সে (টুইটার) তিনি লেখেন, "লোকসভায় রমেশ বিধুরী যে মন্তব্য করেছেন, তাকে কোনও সভ্য সমাজই ঠিক বলবে না ৷ যতই নিন্দা করা হোক না কেন, তা কম পড়বে ৷"

এরপরই তিনি রমেশ বিধুরীর পক্ষ নিয়ে লেখেন, "তবে সাংসদ দানিশ আলিও এমন শব্দ ব্যবহার করেছেন, যা অমর্যাদাকর ৷ তাঁর আচরণ নিয়েও তদন্ত হোক ৷ লোকসভার নিয়ম অনুযায়ী, একটা নির্ধারিত সময়ের মধ্যে কোনও সাংসদকে কথা বলতে বাধা দেওয়া, বসে বসে কথা বলা, একটানা কথা বলে যাওয়াটাও শাস্তিযোগ্য ৷"

বৃহস্পতিবার রাতে লোকসভায় মিশন চন্দ্রযান-3 নিয়ে আলোচনা হচ্ছিল ৷ এ বিষয়ে বলছিলেন দক্ষিণ দিল্লির বিজেপি সাংসদ রমেশ বিধুরী ৷ তাঁর ভাষণের সময় লোকসভা কক্ষে হইচই শুরু হয় ৷ বিএসপি সাংসদ দানিশ আলিও বিজেপি সাংসদের বক্তৃতার মাঝে কথা বলছিলেন ৷ তখন সংখ্যালঘু সম্প্রদায়ের জনপ্রতিনিধিকে উদ্দেশ্য করে রমেশ বিধুরী কিছু মন্তব্য করেন, যা অসংসদীয় এবং বিতর্কিত ৷

এরপরই উত্তাল হয়ে ওঠে সভা ৷ দানিশ আলি লোকসভা অধ্যক্ষকে চিঠি লিখে রমেশ বিধুরীর বিরুদ্ধে কঠিন সাজার দাবি তোলেন ৷ নতুবা তিনি নিজের সাংসদ পদ ছেড়ে দেবেন ৷ দানিশ আলির পাশে দাঁড়িয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি, দলের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল বিএসপি সাংসদ দানিশ আলির সঙ্গে দেখা করেন ৷ এই ঘটনাটি প্রিভিলেজ কমিটির কাছে পাঠানোর দাবি তুলে চিঠি দিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী, এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে এবং আরও অনেকে ৷

আরও পড়ুন: বিধুরীর বিরুদ্ধে পদক্ষেপ হোক, না হলে সংসদ ত্যাগের হুঁশিয়ারি 'ইন্ডিয়া'র

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.