নয়াদিল্লি, 26 অক্টোবর: তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ঘুষ নিয়ে সংসদে প্রশ্ন করার যে অভিযোগ উঠেছে, তার তদন্ত করতে আজ এথিক্স কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হচ্ছে । বিনোদ সোনকরের নেতৃত্বে এথিক্স কমিটির সামনে আজ উপস্থিত হয়েছেন মহুয়ার বিরুদ্ধে অভিযোগ আনা বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই ৷ তাঁরা তৃণমূল সাংসদের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য ও প্রমাণ কমিটির হাতে তুলে দেবেন ।
লোকসভার নীতিশাস্ত্র কমিটি বৃহস্পতিবার বেলা 12টায় আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই এবং 12:30 টায় বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ডাকে । সংবাদসংস্থা আইএএনএস-এর সঙ্গে কথা বলার সময়, কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর ইতিমধ্যেই একটি বিবৃতি দিয়েছেন যে, কমিটি মহুয়া মৈত্রকেও তাঁর পক্ষ উপস্থাপনের সুযোগ দেবে এবং এর জন্য ভবিষ্যতে তাঁকে কমিটির সামনে তাঁর পক্ষ উপস্থাপন করার জন্য ডাকা হবে । বিনোদ সোনকর আরও বলেন যে, কমিটি দর্শন হিরানন্দানির হলফনামাও পেয়েছে । এই অভিযোগকে অত্যন্ত গুরুতর বলে আখ্যায়িত করে তিনি বলেছেন, তদন্ত কমিটি সব তথ্য-প্রমাণ, অভিযোগ, চিঠি ও হলফনামা গভীরভাবে যাচাই করে সিদ্ধান্তে পৌঁছবে ।
আরও পড়ুন: 'সস্তার রাজনীতি হচ্ছে', ছবি ভাইরাল ইস্যুতে মুখ খুললেন থারুর
বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে টাকা ও উপহার নিয়ে তার বিনিময়ে লোকসভায় প্রশ্ন করার অভিযোগ এনেছেন ৷ এই নিয়ে গত কয়েকদিন ধরেই জোর শোরগোল চলছে রাজনৈতিক মহলে ৷ সেই অভিযোগের তদন্তের জন্য বিষয়টি লোকসভার এথিক্স কমিটির কাছে পাঠিয়েছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা ।
এথিক্স কমিটি 26 অক্টোবর মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য বিজেপি সাংসদ নিশিকান্ত দুবেকে ডাকে ৷ তিনিই তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন । একই মামলায় মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ আনা আইনজীবী জয় অনন্ত দেহদ্রাই রায়কেও মৌখিক সাক্ষ্য দেওয়ার জন্য কমিটি 26 অক্টোবর ডেকেছিল ।
উল্লেখ্য, বিজেপি সাংসদ বিনোদ সোনকরের নেতৃত্বে লোকসভার এথিক্স কমিটিতে সদস্য হিসেবে আছেন কংগ্রেস, শিবসেনা, বিএসপি, সিপিএম, ওয়াইএসআর কংগ্রেস এবং জেডিইউ-এর সাংসদরাও ৷