ETV Bharat / bharat

LIC Debt Exposure in Adani: আদানিতে ঋণের পরিমাণ কমল এলআইসির, জানালেন নির্মলা

আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে ঋণের পরিমাণ কিছুটা হলেও কমল এলআইসির (LIC Debt Exposure in Adani Group Companies) ৷ সোমবার সংসদের নিম্ন কক্ষে দাঁড়িয়ে এই তথ্য পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷

Nirmala Sitharaman informs LIC Debt Exposure in Adani Group Companies dips marginally
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 13, 2023, 5:33 PM IST

নয়াদিল্লি, 13 মার্চ: আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় এলআইসির ঋণের পরিমাণ (LIC Debt Exposure in Adani Group Companies) সামান্য কমেছে ৷ সোমবার লোকসভার বাজেট অধিবেশনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তাঁর পেশ করা তথ্য বলছে, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণ ছিল 6 হাজার 347 কোটি টাকা ৷ চলতি বছরের (2023) 5 মার্চ তা সামান্য কমে হয় 6 হাজার 183 কোটি টাকা ৷

এই প্রসঙ্গে ওঠা প্রশ্নের এদিন একটি লিখিত জবাব পেশ করেন নির্মলা ৷ তিনি জানান, "ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি জানিয়েছে, আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় তাদের ঋণের পরিমাণ কমেছে ৷ 2022 সালের 31 মার্চ পর্যন্ত তা ছিল 6 হাজার 347 কোটি টাকা ৷ কিন্তু, 2023 সালের 5 মার্চ তা কমে হয় 6 হাজার 183 কোটি টাকা ৷"

সরকারি তথ্য অনুসারে, আদানি গোষ্ঠীর একাধিক সংস্থায় ঋণ রয়েছে এলআইসির ৷ এর পরিমাণ যথাক্রমে- আদানি পোর্টজ অ্য়ান্ড সেজে 5 হাজার 388.60 কোটি টাকা, আদানি পাওয়ারে 266 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেডের প্রথম পর্বে 81.60 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেডের দ্বিতীয় পর্বে 254.87 কোটি টাকা, রায়গড় এনার্জি জেনারেশন লিমিটেডে 45 কোটি টাকা এবং রাইপুর এনার্জেন লিমিটেডে 145.67 কোটি টাকা ৷ এই তথ্য এলআইসির পক্ষ থেকে কেন্দ্রের কাছে পেশ করা হয়েছে ৷

এদিন আদানি ইস্যুতে নির্মলা আরও জানান, "পাবলিক সেক্টর ব্য়াংকগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্ষমতা, সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকির আশঙ্কা এবং যথাযথ নিরাপত্তার উপস্থিতি ও ঋণ শোধের ক্ষমতা যাচাই করার পরই যেকোনও ঋণ প্রদান করা হয় ৷ সংশ্লিষ্ট সংস্থার বাজারে কত সম্পদ রয়েছে, এক্ষেত্রে তা বিবেচনা করা হয় না ৷ বরং যে প্রকল্পের জন্য ঋণ নেওয়া হচ্ছে, তা থেকে কত পরিমাণ মুনাফা নিশ্চিত করা সম্ভব, সেই হিসাব কষেই আবেদনকারী সংস্থাকে ঋণদান করা হয় ৷ "

আরও পড়ুন: আরবিআই আইনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আদানিদের ঋণ পরিমাণ জানাতে অস্বীকার কেন্দ্রের

প্রসঙ্গত, মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত জানুয়ারি মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে ৷ তারপর থেকেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারদরে পতন চলছে ৷ আদানি গোষ্ঠীর বিপুল সম্পদহানিও হয়েছে ৷ এদিকে, আদানি গোষ্ঠীতে মোটা বিনিয়োগ রয়েছে এলআইসির ৷ পাশাপাশি, বহু ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে গৌতম আদানির মালিকানাধীন এই সংস্থা ৷ এই অবস্থায় প্রশ্ন উঠছে এলআইসি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলির আদানিতে বিনিয়োগ করা অর্থের নিরাপত্তা নিয়ে ৷ ঘটনার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদ ৷ তার জেরেই এদিন আদানি ইস্যুতে কিছু প্রশ্নের লিখিত উত্তর পড়ে শোনান নির্মলা ৷

নয়াদিল্লি, 13 মার্চ: আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় এলআইসির ঋণের পরিমাণ (LIC Debt Exposure in Adani Group Companies) সামান্য কমেছে ৷ সোমবার লোকসভার বাজেট অধিবেশনে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) ৷ তাঁর পেশ করা তথ্য বলছে, 2022 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এই পরিমাণ ছিল 6 হাজার 347 কোটি টাকা ৷ চলতি বছরের (2023) 5 মার্চ তা সামান্য কমে হয় 6 হাজার 183 কোটি টাকা ৷

এই প্রসঙ্গে ওঠা প্রশ্নের এদিন একটি লিখিত জবাব পেশ করেন নির্মলা ৷ তিনি জানান, "ভারতীয় জীবন বিমা নিগম বা এলআইসি জানিয়েছে, আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থায় তাদের ঋণের পরিমাণ কমেছে ৷ 2022 সালের 31 মার্চ পর্যন্ত তা ছিল 6 হাজার 347 কোটি টাকা ৷ কিন্তু, 2023 সালের 5 মার্চ তা কমে হয় 6 হাজার 183 কোটি টাকা ৷"

সরকারি তথ্য অনুসারে, আদানি গোষ্ঠীর একাধিক সংস্থায় ঋণ রয়েছে এলআইসির ৷ এর পরিমাণ যথাক্রমে- আদানি পোর্টজ অ্য়ান্ড সেজে 5 হাজার 388.60 কোটি টাকা, আদানি পাওয়ারে 266 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেডের প্রথম পর্বে 81.60 কোটি টাকা, আদানি পাওয়ার মহারাষ্ট্র লিমিটেডের দ্বিতীয় পর্বে 254.87 কোটি টাকা, রায়গড় এনার্জি জেনারেশন লিমিটেডে 45 কোটি টাকা এবং রাইপুর এনার্জেন লিমিটেডে 145.67 কোটি টাকা ৷ এই তথ্য এলআইসির পক্ষ থেকে কেন্দ্রের কাছে পেশ করা হয়েছে ৷

এদিন আদানি ইস্যুতে নির্মলা আরও জানান, "পাবলিক সেক্টর ব্য়াংকগুলির পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের কার্যক্ষমতা, সম্ভাব্য নগদ প্রবাহ, ঝুঁকির আশঙ্কা এবং যথাযথ নিরাপত্তার উপস্থিতি ও ঋণ শোধের ক্ষমতা যাচাই করার পরই যেকোনও ঋণ প্রদান করা হয় ৷ সংশ্লিষ্ট সংস্থার বাজারে কত সম্পদ রয়েছে, এক্ষেত্রে তা বিবেচনা করা হয় না ৷ বরং যে প্রকল্পের জন্য ঋণ নেওয়া হচ্ছে, তা থেকে কত পরিমাণ মুনাফা নিশ্চিত করা সম্ভব, সেই হিসাব কষেই আবেদনকারী সংস্থাকে ঋণদান করা হয় ৷ "

আরও পড়ুন: আরবিআই আইনের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে আদানিদের ঋণ পরিমাণ জানাতে অস্বীকার কেন্দ্রের

প্রসঙ্গত, মার্কিন শর্ট সেলার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ গত জানুয়ারি মাসে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একটি রিপোর্ট প্রকাশ করে ৷ তারপর থেকেই আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার শেয়ারদরে পতন চলছে ৷ আদানি গোষ্ঠীর বিপুল সম্পদহানিও হয়েছে ৷ এদিকে, আদানি গোষ্ঠীতে মোটা বিনিয়োগ রয়েছে এলআইসির ৷ পাশাপাশি, বহু ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছে গৌতম আদানির মালিকানাধীন এই সংস্থা ৷ এই অবস্থায় প্রশ্ন উঠছে এলআইসি ও সংশ্লিষ্ট ব্যাংকগুলির আদানিতে বিনিয়োগ করা অর্থের নিরাপত্তা নিয়ে ৷ ঘটনার জেরে দফায় দফায় উত্তপ্ত হয়েছে সংসদ ৷ তার জেরেই এদিন আদানি ইস্যুতে কিছু প্রশ্নের লিখিত উত্তর পড়ে শোনান নির্মলা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.