ETV Bharat / bharat

Nirmala Sitharaman : ত্রিপুরায় আদিবাসী উন্নয়নে 1 হাজার 300 কোটির আশ্বাস নির্মলার - ত্রিপুরায় আদিবাসী উন্নয়ন

শুক্রবার আগরতলার মোহনপুরে 11টি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে এই আশ্বাস দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এছাড়া রামপুর, প্রগতি এবং দুকলিতে 3টি ভূগর্ভস্থ জলাধারের উদ্বোধন করেন তিনি ৷

অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
author img

By

Published : Aug 28, 2021, 7:06 AM IST

Updated : Aug 28, 2021, 10:02 AM IST

আগরতলা, 28 অগস্ট : ত্রিপুরায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে অতিরিক্ত সাহায্য প্রকল্পে (Externally Aided Project) 1 হাজার 300 কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ শুক্রবার আগরতলার মোহনপুর এলাকায় 11টি প্রকল্পের উদ্বোধনে এসে এই আশ্বাস দেন তিনি ৷ জানান, আগামী দশদিনের মধ্যেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলবে ৷

সম্প্রতি ত্রিপুরায় দলের প্রচারে মন দিয়েছে তৃণমূল ৷ সে রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্যে বিপ্লব দেবের দেশে ঘন ঘন যাতায়াত করছে তৃণমূল নেতৃ্ত্ব ৷ গত 2 অগস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর করেন ৷ সব মিলিয়ে তৃণমূলের ত্রিপুরা আগমনে বারবার উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে ত্রিপুরায় ৷ এর মধ্যে ত্রিপুরায় আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে বড়সড় অর্থ বরাদ্দের আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

দু'দিনের ত্রিপুরা সফরের প্রথম দিনে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্ত্যোদয়া-র (Antyodaya) উদ্দেশ্য প্রত্যেকে যাতে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, তার ব্যবস্থা করা ৷ তাঁর এই দায়বদ্ধতার অঙ্গ ইএপি (Externally Aided Project) ৷ এই আর্থিক সাহায্য ত্রিপুরার আদিবাসী উন্নয়নের জন্য ৷"

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

শুক্রবার সকালে 21 কোটি টাকার দু'টি অন্য প্রকল্পকে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে বলেও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এতে রাজ্যের জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য সাড়ে 14 কোটি টাকা এবং আগরতলায় অন্য উন্নয়নমূলক কাজে 7 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর ফলে "ত্রিপুরায় কোটি কোটি টাকার বিনিয়োগ আসবে ৷ পরিবহণ ব্যবস্থার উন্নতি হবে ৷ আর্থিক অগ্রগতি হবে বলে আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী ৷

এদিন রামপুর (Rampur), প্রগতি (Pragati) এবং দুকলিতে (Dukli) 3 টি ভূগর্ভস্থ জলাধার (Groundwater Treatment Plant) উদ্বোধন করেন তিনি ৷ এই প্ল্যান্টগুলি উত্তর-পূর্বে আঞ্চলিক নগর উন্নয়ন প্রকল্পের (North East Region Urban Development Project) অধীনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (Asian Development Bank) আর্থিক সাহায্যে করা হয়েছে ৷ প্রকল্পের খরচ 20 কোটি টাকা ৷ এতে আগরতলা পৌরনিগম অঞ্চলে পরিশ্রুত পানীয় জল সরবরাহের সুবিধে হবে, জানিয়েছেন সীতারমন ৷

আগরতলা, 28 অগস্ট : ত্রিপুরায় আদিবাসী সম্প্রদায়ের মানুষের উন্নয়নে অতিরিক্ত সাহায্য প্রকল্পে (Externally Aided Project) 1 হাজার 300 কোটি টাকা বরাদ্দের আশ্বাস দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Finance Minister Nirmala Sitharaman) ৷ শুক্রবার আগরতলার মোহনপুর এলাকায় 11টি প্রকল্পের উদ্বোধনে এসে এই আশ্বাস দেন তিনি ৷ জানান, আগামী দশদিনের মধ্যেই প্রকল্পের চূড়ান্ত অনুমোদন মিলবে ৷

সম্প্রতি ত্রিপুরায় দলের প্রচারে মন দিয়েছে তৃণমূল ৷ সে রাজ্যের ক্ষমতা দখলের লক্ষ্যে বিপ্লব দেবের দেশে ঘন ঘন যাতায়াত করছে তৃণমূল নেতৃ্ত্ব ৷ গত 2 অগস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা সফর করেন ৷ সব মিলিয়ে তৃণমূলের ত্রিপুরা আগমনে বারবার উত্তপ্ত পরিবেশ তৈরি হচ্ছে ত্রিপুরায় ৷ এর মধ্যে ত্রিপুরায় আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নে বড়সড় অর্থ বরাদ্দের আশ্বাস দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷

দু'দিনের ত্রিপুরা সফরের প্রথম দিনে তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অন্ত্যোদয়া-র (Antyodaya) উদ্দেশ্য প্রত্যেকে যাতে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, তার ব্যবস্থা করা ৷ তাঁর এই দায়বদ্ধতার অঙ্গ ইএপি (Externally Aided Project) ৷ এই আর্থিক সাহায্য ত্রিপুরার আদিবাসী উন্নয়নের জন্য ৷"

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

শুক্রবার সকালে 21 কোটি টাকার দু'টি অন্য প্রকল্পকে কেন্দ্র ছাড়পত্র দিয়েছে বলেও ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী ৷ এতে রাজ্যের জাতীয় সড়কের সম্প্রসারণের জন্য সাড়ে 14 কোটি টাকা এবং আগরতলায় অন্য উন্নয়নমূলক কাজে 7 কোটি 40 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এর ফলে "ত্রিপুরায় কোটি কোটি টাকার বিনিয়োগ আসবে ৷ পরিবহণ ব্যবস্থার উন্নতি হবে ৷ আর্থিক অগ্রগতি হবে বলে আশার কথা শুনিয়েছেন অর্থমন্ত্রী ৷

এদিন রামপুর (Rampur), প্রগতি (Pragati) এবং দুকলিতে (Dukli) 3 টি ভূগর্ভস্থ জলাধার (Groundwater Treatment Plant) উদ্বোধন করেন তিনি ৷ এই প্ল্যান্টগুলি উত্তর-পূর্বে আঞ্চলিক নগর উন্নয়ন প্রকল্পের (North East Region Urban Development Project) অধীনে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের (Asian Development Bank) আর্থিক সাহায্যে করা হয়েছে ৷ প্রকল্পের খরচ 20 কোটি টাকা ৷ এতে আগরতলা পৌরনিগম অঞ্চলে পরিশ্রুত পানীয় জল সরবরাহের সুবিধে হবে, জানিয়েছেন সীতারমন ৷

Last Updated : Aug 28, 2021, 10:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.