ETV Bharat / bharat

Chandrapur Road Accident : ডিজেল ভর্তি ট্যাঙ্কারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, মহারাষ্ট্রে দগ্ধ হয়ে মৃত 9 - Nine people charred to death in tanker truck collision in Chandrapur

ডিজেল ট্যাঙ্কার এবং কাঠ-বোঝাই ট্রাকের সংঘর্ষের পর দু'টিতেই আগুন ধরে যায় ৷ সেই আগুনের অভিঘাত এতটাই ছিল যে, দুর্ঘটনাস্থলেই ঝলসেই প্রাণ হারান প্রত্যেকে ৷ পুলিশ আধিকারিকদের সূত্রে খবর তেমনটাই (Nine people charred to death in tanker-truck collision in Chandrapur) ৷

Chandrapur Road Accident
ট্যাঙ্কার-ট্রাকের সংঘর্ষে মহারাষ্ট্রে দগ্ধ হয়ে মৃত 9
author img

By

Published : May 20, 2022, 4:11 PM IST

চন্দ্রপুর, 20 মে : মহারাষ্ট্রে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হল 9 জনের ৷ বৃহস্পতিবার রাত সাড়ে 10টা নাগাদ চন্দ্রপুর শহরের নিকটে একটি ডিজেল ট্যাঙ্কার এবং কাঠ-বোঝাই ট্রাকের সংঘর্ষের পর দু'টিতেই আগুন ধরে যায় ৷ সেই আগুনের অভিঘাত এতটাই ছিল যে, দুর্ঘটনাস্থলেই ঝলসেই প্রাণ হারান প্রত্যেকে ৷ পুলিশ আধিকারিকদের সূত্রে খবর তেমনটাই (Nine people charred to death in tanker-truck collision in Chandrapur) ৷

মৃতদের মধ্যে ড্রাইভার-সহ কাঠবোঝাই ট্যাঙ্কের 7 জন সওয়ারি রয়েছেন বলে জানা গিয়েছে ৷ বাকি দুই ডিজেল ট্যাঙ্কারের চালক এবং খালাসি ৷ চন্দ্রপুর-মূল রোডে মর্মান্তিক এই দুর্ঘটনায় 9 জনের ঝলসে মৃত্যুর ঘটনা স্বীকার করেছে চন্দ্রপুর সাব ডিভিশনের পুলিশ অফিসার সুধীর নন্দনওয়ার ৷ রিপোর্টে প্রকাশ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকল ৷ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের গ্রাস থেকে নিহতদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত 30, দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো

ঝলসে যাওয়া দেহগুলি পরবর্তীতে স্থানীয় চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিহত সকলকেই সনাক্ত করা সম্ভব হয়েছে ৷ নিহতরা হলেন - সুধাকর ডোংরে (30), প্রশান্ত মনোহর নাগারালে (33), মঙ্গেশ প্রহ্লাদ টিপলে (30), মহীপাল পারচাকে (25), বালকৃষ্ণ টুকারাম তেলাং (46), সাইনাথ বাপুজি কোরাপে (40), সন্দীপ রবীন্দ্র আত্রাম (22), হানিফ খান (35) এবং অজয় পাতিল (35) ৷ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

চন্দ্রপুর, 20 মে : মহারাষ্ট্রে মর্মান্তিক পথ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু হল 9 জনের ৷ বৃহস্পতিবার রাত সাড়ে 10টা নাগাদ চন্দ্রপুর শহরের নিকটে একটি ডিজেল ট্যাঙ্কার এবং কাঠ-বোঝাই ট্রাকের সংঘর্ষের পর দু'টিতেই আগুন ধরে যায় ৷ সেই আগুনের অভিঘাত এতটাই ছিল যে, দুর্ঘটনাস্থলেই ঝলসেই প্রাণ হারান প্রত্যেকে ৷ পুলিশ আধিকারিকদের সূত্রে খবর তেমনটাই (Nine people charred to death in tanker-truck collision in Chandrapur) ৷

মৃতদের মধ্যে ড্রাইভার-সহ কাঠবোঝাই ট্যাঙ্কের 7 জন সওয়ারি রয়েছেন বলে জানা গিয়েছে ৷ বাকি দুই ডিজেল ট্যাঙ্কারের চালক এবং খালাসি ৷ চন্দ্রপুর-মূল রোডে মর্মান্তিক এই দুর্ঘটনায় 9 জনের ঝলসে মৃত্যুর ঘটনা স্বীকার করেছে চন্দ্রপুর সাব ডিভিশনের পুলিশ অফিসার সুধীর নন্দনওয়ার ৷ রিপোর্টে প্রকাশ, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর দুর্ঘটনাস্থলে পৌঁছয় দমকল ৷ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও আগুনের গ্রাস থেকে নিহতদের কাউকে বাঁচানো সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : দু'টি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত 30, দেখুন দুর্ঘটনার মুহূর্তের ভিডিয়ো

ঝলসে যাওয়া দেহগুলি পরবর্তীতে স্থানীয় চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে নিহত সকলকেই সনাক্ত করা সম্ভব হয়েছে ৷ নিহতরা হলেন - সুধাকর ডোংরে (30), প্রশান্ত মনোহর নাগারালে (33), মঙ্গেশ প্রহ্লাদ টিপলে (30), মহীপাল পারচাকে (25), বালকৃষ্ণ টুকারাম তেলাং (46), সাইনাথ বাপুজি কোরাপে (40), সন্দীপ রবীন্দ্র আত্রাম (22), হানিফ খান (35) এবং অজয় পাতিল (35) ৷ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.