ETV Bharat / bharat

Maharashtra Sangli Death Case : মহারাষ্ট্রের সাংলিতে একই পরিবারের 9 সদস্য আত্মঘাতী, ঘনাচ্ছে রহস্য - মহারাষ্ট্রের সাংলি

মহারাষ্ট্রের সাংলির মিরাজ তালুকা এলাকায় একই পরিবারের 9 জন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন (nine members of a family died by suicide in Sangli Maharashtra) ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Maharashtra Sangli Death
সাঙ্গলিতে একই পরিবারের 9 সদস্য আত্মঘাতী
author img

By

Published : Jun 20, 2022, 4:21 PM IST

Updated : Jun 20, 2022, 11:01 PM IST

সাংলি (মহারাষ্ট্র), 20 জুন : এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের সাংলি ৷ এখানকার মিরাজ তালুকা এলাকায় একই পরিবারের 9 জন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন (nine members of a family died by suicide in Sangli Maharashtra) ৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিরাজের সরকারি হাসপাতালে পাঠিয়েছে ৷

ঠিক কী কারণে একই পরিবারের 9 সদস্য আত্মহননের পথ বেছে নিলেন, তা এখনও জানা যায়নি ৷ জানা গিয়েছে, একই বাড়ির দুটি ঘর থেকে এই 9 জনের দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতদের মধ্যে যে ক'জনের নাম জানা গিয়েছে তাঁরা হলেন, মানিক ইয়াল্লাপা ভানামোরে, পোপাট ইয়াল্লাপা ভানামোরে ৷ মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে ৷

আরও পড়ুন : হিমাচলে রোপওয়ে বিপত্তি, কেবলকারে আটকে একাধিক পর্যটক

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ এই খবরে শোকে ভেঙে পড়েছেন পরিবারটির আত্মীয়-পরিজনেরা ৷ প্রতিবেশীরাও ভেবে পাচ্ছেন না কেন এই পথ বেছে নিলেন ভানামোরে পরিবারের সদস্যরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই মৃত্যুর পিছনে আর্থিক কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

সাংলি (মহারাষ্ট্র), 20 জুন : এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের সাংলি ৷ এখানকার মিরাজ তালুকা এলাকায় একই পরিবারের 9 জন বিষ খেয়ে আত্মহত্যা করেছেন (nine members of a family died by suicide in Sangli Maharashtra) ৷ পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিরাজের সরকারি হাসপাতালে পাঠিয়েছে ৷

ঠিক কী কারণে একই পরিবারের 9 সদস্য আত্মহননের পথ বেছে নিলেন, তা এখনও জানা যায়নি ৷ জানা গিয়েছে, একই বাড়ির দুটি ঘর থেকে এই 9 জনের দেহ উদ্ধার হয়েছে ৷ মৃতদের মধ্যে যে ক'জনের নাম জানা গিয়েছে তাঁরা হলেন, মানিক ইয়াল্লাপা ভানামোরে, পোপাট ইয়াল্লাপা ভানামোরে ৷ মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও রয়েছে ৷

আরও পড়ুন : হিমাচলে রোপওয়ে বিপত্তি, কেবলকারে আটকে একাধিক পর্যটক

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ এই খবরে শোকে ভেঙে পড়েছেন পরিবারটির আত্মীয়-পরিজনেরা ৷ প্রতিবেশীরাও ভেবে পাচ্ছেন না কেন এই পথ বেছে নিলেন ভানামোরে পরিবারের সদস্যরা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ এই মৃত্যুর পিছনে আর্থিক কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Last Updated : Jun 20, 2022, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.