ETV Bharat / bharat

উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় নিহত 9

author img

By

Published : Mar 11, 2021, 3:28 PM IST

উত্তরপ্রদেশের এতমাদপুরে গাড়ি দুর্ঘটনায় 9 জনের মৃত্যু ৷ বৃহস্পতিবার ভোরে এতমাদপুরে জাতীয় সড়কের উপরে দুর্ঘটনাটি ঘটে ৷ একটি স্করপিও গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে ৷ তারপর উল্টো দিকের লেনে গিয়ে একটি কন্টেনারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই গাড়িটির ৷

nine-killed-in-truck-car-collision-in-agra
উত্তরপ্রদেশে গাড়ি দুর্ঘটনায় নিহত 9

আগরা, 11 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ স্করপিও গাড়ির ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এতমাদপুরে ৷ ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে পাশের একটি জমিতে গিয়ে পড়ে যায় ৷ ট্রাকটিও ওই জমিতেই উল্টে যায় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয় ৷ পরে হাসপাতালে আরও একজন মারা যান ৷ ঘটনায় আরও 3 আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঝাড়খণ্ডের বলে জানা গিয়েছে ৷ তবে, নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি ৷

আজ ভোর 5টা 15 মিনিট নাগাদ এতমাদপুরের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ সেই সময় আশেপাশে বেশ কয়েকজন ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ তাঁদের মধ্যেই কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জাতীয় সড়ক দিয়ে স্করপিও গাড়িটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সেটি ৷ ডিভাইডার ভেঙে গাড়িটি উল্টো দিকের রাস্তা দিয়ে আসা একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি ৷ সেখানে উপস্থিত প্রাতঃভ্রমণকারীরা অ্যাম্বুলেন্স ডেকে আহতদের হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন : শেওড়াফুলিতে গাড়ি দুর্ঘটনার কবলে প্রাক্তন ফুটবলার রহিম নবি

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে দুর্ঘটনায় আহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ তবে, তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে নিহত আহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এডিজি রাজীব কৃষ্ণা জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার সময় স্করপিওর চালকের সম্ভবত চোখ বুজে যায় ৷ আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷’’

আগরা, 11 মার্চ : নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ স্করপিও গাড়ির ৷ বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের এতমাদপুরে ৷ ঘটনায় 9 জনের মৃত্যু হয়েছে ৷ দুর্ঘটনার পর গাড়িটি রাস্তা থেকে পাশের একটি জমিতে গিয়ে পড়ে যায় ৷ ট্রাকটিও ওই জমিতেই উল্টে যায় ৷ পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনাস্থলেই 8 জনের মৃত্যু হয় ৷ পরে হাসপাতালে আরও একজন মারা যান ৷ ঘটনায় আরও 3 আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন ৷ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঝাড়খণ্ডের বলে জানা গিয়েছে ৷ তবে, নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি ৷

আজ ভোর 5টা 15 মিনিট নাগাদ এতমাদপুরের জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে ৷ সেই সময় আশেপাশে বেশ কয়েকজন ব্যক্তি প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ তাঁদের মধ্যেই কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, জাতীয় সড়ক দিয়ে স্করপিও গাড়িটি যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে সেটি ৷ ডিভাইডার ভেঙে গাড়িটি উল্টো দিকের রাস্তা দিয়ে আসা একটি ট্রাকে ধাক্কা মারে গাড়িটি ৷ সেখানে উপস্থিত প্রাতঃভ্রমণকারীরা অ্যাম্বুলেন্স ডেকে আহতদের হাসপাতালে পাঠায় ৷

আরও পড়ুন : শেওড়াফুলিতে গাড়ি দুর্ঘটনার কবলে প্রাক্তন ফুটবলার রহিম নবি

পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে ৷ জানা গিয়েছে দুর্ঘটনায় আহতরা সবাই ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ তবে, তাঁদের পরিচয় এখনও জানা যায়নি ৷ দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথি খতিয়ে দেখে নিহত আহতদের পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এডিজি রাজীব কৃষ্ণা জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার সময় স্করপিওর চালকের সম্ভবত চোখ বুজে যায় ৷ আর সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে ৷ নিহতদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.