ETV Bharat / bharat

Night curfew: সাম্বা সীমান্তে 2 মাসের জন্য নাইট কারফিউ জারি হল - আন্তর্জাতিক সীমান্ত

দেশবিরোধী ও সন্ত্রাসবাদী কার্যকলাপ যাতে না হয়, সেই কারণে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা সেক্টরে দু’মাসের জন্য নাইট কারফিউ (Night Curfew) জারি করল প্রশাসন ৷ রাত 9টা থেকে 6টা পর্যন্ত এই রাত্রিকালীন বিধিনিষেধ বলবৎ থাকবে ৷ জানিয়েছেন সাম্বার ডেপুটি কমিশনার অনুরাধা গুপ্তা ৷

International Border
আন্তর্জাতিক সীমান্ত
author img

By

Published : Jan 4, 2023, 2:02 PM IST

সামবা (জম্মু-কাশ্মীর), 4 জানুয়ারি: সীমান্ত সুরক্ষা (Border Security) নিয়ে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা সেক্টরে (Samba Sector) বিশেষ পদক্ষেপ করল স্থানীয় প্রশাসন ৷ আন্তর্জাতিক সীমান্ত (International Border) লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ (Night Curfew) জারি করা হল ৷ রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে ৷ এমনই জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি-র ডেপুটি এসপি ৷ অন্যদিকে একই তথ্য দেওয়ার পাশাপাশি সাম্বার ডেপুটি কমিশনার অনুরাধা গুপ্তা জানিয়েছেন, আগামী দু’মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷

তিনি বলেন, ‘‘সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকের সময় বিএসএফের (BSF) তরফে আমাদের কাছে অনুরোধ এসেছিল ৷ তার ভিত্তিতেই আমরা দু’মাসের জন্য এই নির্দেশ দিয়েছি ৷ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করা থাকবে ৷’’ তাঁর তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানেও ওই বৈঠকের উল্লেখ রয়েছে ৷ জেলা পর্যায়ে সীমান্ত সুরক্ষা নিয়ে ওই বৈঠক হয় ৷

কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হল ? এই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন অনুরাধা গুপ্তা ৷ তাঁর কথায়, যেকোনও ধরনের দেশবিরোধী ও সন্ত্রাসবাদমূলক কাজকর্ম বন্ধ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ এখন যেহেতু কুয়াশা বেশি থাকে, তাই এমন কোনও ঘটনা ঘটা উচিত নয়, যা বিএসএফের নজর এড়িয়ে যায় ৷ অনুপ্রবেশ বা কোনও ধরনের সন্দেহজনক কাজ যাতে না হয়, সেই কারণে এই পদক্ষেপ করা হয়েছে ৷

কিন্তু এতে স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হবে না ? এই নিয়ে তাঁর বক্তব্য, সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি দেখার জন্য বিএসএফ ও নিরাপত্তা বাহিনীর তরফে অনুরোধ করা হয়েছিল ৷ প্রশাসনের তরফেও বিষয়টি দেখা হয়েছে ৷ জরুরি প্রয়োজন পড়লে পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে হবে ৷ এতে কারও কোনও সমস্যা হবে না ৷ তবে পুলিশ ও প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই নির্দেশ যাঁরাই অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: শত্রুপক্ষের ড্রোন ধরবে ভারতীয় সেনার ‘অর্জুন’

সামবা (জম্মু-কাশ্মীর), 4 জানুয়ারি: সীমান্ত সুরক্ষা (Border Security) নিয়ে জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) সাম্বা সেক্টরে (Samba Sector) বিশেষ পদক্ষেপ করল স্থানীয় প্রশাসন ৷ আন্তর্জাতিক সীমান্ত (International Border) লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত্রিকালীন কারফিউ (Night Curfew) জারি করা হল ৷ রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ জারি থাকবে ৷ এমনই জানিয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এসওজি-র ডেপুটি এসপি ৷ অন্যদিকে একই তথ্য দেওয়ার পাশাপাশি সাম্বার ডেপুটি কমিশনার অনুরাধা গুপ্তা জানিয়েছেন, আগামী দু’মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৷

তিনি বলেন, ‘‘সীমান্ত সুরক্ষা সংক্রান্ত বৈঠকের সময় বিএসএফের (BSF) তরফে আমাদের কাছে অনুরোধ এসেছিল ৷ তার ভিত্তিতেই আমরা দু’মাসের জন্য এই নির্দেশ দিয়েছি ৷ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া এক কিলোমিটার পর্যন্ত এলাকায় রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত চলাচলে বিধিনিষেধ আরোপ করা থাকবে ৷’’ তাঁর তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানেও ওই বৈঠকের উল্লেখ রয়েছে ৷ জেলা পর্যায়ে সীমান্ত সুরক্ষা নিয়ে ওই বৈঠক হয় ৷

কিন্তু কেন এই সিদ্ধান্ত নেওয়া হল ? এই প্রশ্নেরও ব্যাখ্যা দিয়েছেন অনুরাধা গুপ্তা ৷ তাঁর কথায়, যেকোনও ধরনের দেশবিরোধী ও সন্ত্রাসবাদমূলক কাজকর্ম বন্ধ করার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ এখন যেহেতু কুয়াশা বেশি থাকে, তাই এমন কোনও ঘটনা ঘটা উচিত নয়, যা বিএসএফের নজর এড়িয়ে যায় ৷ অনুপ্রবেশ বা কোনও ধরনের সন্দেহজনক কাজ যাতে না হয়, সেই কারণে এই পদক্ষেপ করা হয়েছে ৷

কিন্তু এতে স্থানীয় বাসিন্দাদের কোনও সমস্যা হবে না ? এই নিয়ে তাঁর বক্তব্য, সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, সেই বিষয়টি দেখার জন্য বিএসএফ ও নিরাপত্তা বাহিনীর তরফে অনুরোধ করা হয়েছিল ৷ প্রশাসনের তরফেও বিষয়টি দেখা হয়েছে ৷ জরুরি প্রয়োজন পড়লে পরিচয়পত্র দেখিয়ে চলাচল করতে হবে ৷ এতে কারও কোনও সমস্যা হবে না ৷ তবে পুলিশ ও প্রশাসনের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই নির্দেশ যাঁরাই অমান্য করবেন, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ৷

আরও পড়ুন: শত্রুপক্ষের ড্রোন ধরবে ভারতীয় সেনার ‘অর্জুন’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.