নয়াদিল্লি, 28 সেপ্টেম্বর: সন্ত্রাসবাদী কার্যকলাপ বৃদ্ধি করার জন্য ছড়িয়ে দেওয়া হচ্ছে ভারতের জাল টাকা ৷ এনআইএ-র একটি চার্জশিটে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে, জঙ্গি তালিকায় নাম থাকা জাভেদ প্যাটেল ওরফে আঙ্কেল তার সহযোগীদের মাধ্যমে এই কাজ করছে ৷ ভারতের আর্থিক স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে এই কাজ করা হচ্ছে ৷
থানে জাল নোট মামলায় দেওয়া চার্জশিটে এনআইএ এই কথা জানিয়েছে ৷ যদিও এটা মূল চার্জশিট নয় ৷ এটা সাপ্লিমেন্টারি চার্জশিট ৷ মুম্বইয়ের বিশেষ আদালতে এই চার্জশিট আঙ্কেল ওরফে জাভেদ প্যাটেল ওরফে জাভেদ চিকনা-সহ চারজনের বিরুদ্ধে বুধবার জমা দিয়েছে এনআইএ ৷
জাভেদ প্যাটেল ছাড়াও, ভারতীয় দণ্ডবিধি (আইপিসি) এবং বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে এনআইএ যাদের চার্জশিট পেশ করেছে, তাদের নাম হল - রিয়াজ শিকিলকার, মহম্মদ ফায়াজ শিকিলকার এবং নাসির চৌধুরি ৷ প্রত্যেকেই মুম্বইয়ের বাসিন্দা বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে ৷ ফায়াজের বিরুদ্ধে অস্ত্র আইনেও অভিযোগ আনা হয়েছে ।
এর আগে গত বছরের এপ্রিলে থানে পুলিশ এই মামলায় এই তিন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করে ৷ সেখানে রিয়াজ শিকিলকারের কাছ থেকে 2 হাজার টাকার 149টি জাল নোট উদ্ধার করার কথা উল্লেখ করা হয়েছিল ৷ এই মামলার তদন্তভার এনআইএ নেওয়ার পর গত মে মাসে ফায়াজকে গ্রেফতার করে ৷
এনআইএ জানিয়েছে, তদন্ত থেকে আরও জানা গিয়েছে যে আঙ্কেল ওরফে জাভেদ প্যাটেলের সঙ্গে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেছিল ফায়াজ ৷ তারা ভারতে বেআইনি কার্যকলাপ চালানোর ষড়যন্ত্র করে । তার সহযোগী ‘ভাই’-এর মাধ্যমে আঙ্কেলের কাছ থেকে টাকাও পেয়েছিল ফায়াজ ৷
সংবাসংস্থা - এএনআই
আরও পড়ুন: কলকাতায় উদ্ধার 1 লক্ষ টাকার জাল নোট, উত্তরপ্রদেশ যোগের দাবি এসটিএফের