নয়াদিল্লি, 22 সেপ্টেম্বর: কানাডার নিষিদ্ধ খালিস্তানি সংগঠনের নেতা গুরপতবন্ত সিং পান্নুকে কেন্দ্র করে ফাঁদ আরও শক্ত করল এনআইএ ৷ পঞ্জাবের অমৃতসর এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে নিষিদ্ধ 'শিখস ফর জাস্টিস' (এসএফজে) সংগঠনের জেনারেল কাউন্সেলের একটি বাড়ি এবং জমি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা এনআইএ। শনিবার চণ্ডীগড়ে সংস্থার এক উচ্চপদস্থ কর্তা সংবাদ সংস্থাকে এমনটাই জানিয়েছেন।
মোহালির এনআইএ বিশেষ আদালত কানাডা-সহ বিভিন্ন দেশ থেকে পরিচালিত সন্ত্রাস এবং বিচ্ছিন্নতাবাদী নেটওয়ার্কের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়ার পরই পদক্ষেপ শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা ৷ আদালত বিচ্ছিন্নতাবাদী সেই ব্যক্তিদের সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশের পরেই কার্যত নড়েচড়ে বসেছে এনআইএ।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পান্নুর সম্পত্তি এদিন বাজেয়াপ্ত করেছে ৷ এর মধ্যে রয়েছে অমৃতসর জেলায় পান্নুর পৈতৃক গ্রাম খানকোটে 46 কানল কৃষি জমি। এনআইএ আধিকারিক আরও জানিয়েছেন যে, তারা চণ্ডীগড়ের সেক্টর 15 এলাকায় তার আবাসিক সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে ৷ আধিকারিক জানিয়েছেন, গুরপতবন্ত সিং পান্নু 2019 সাল থেকে এনআইএ'র ব়্যাডারে ছিলেন যখন সন্ত্রাস বিরোধী সংস্থা সন্ত্রাসবাদীর বিরুদ্ধে প্রথম মামলা নথিভুক্ত করা হয়েছিল ৷ যারা সন্ত্রাসী কর্মকাণ্ড ও কার্যকলাপ প্রচার এবং পরিচালনা করে পঞ্জাবে ভীতি, সন্ত্রাস ছড়ানোর ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করছে। একই সঙ্গে, দেশের অন্যত্রও এরা হুমকি ও ভীতি প্রদর্শন করে দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে বলেও অভিযোগ করেছে এনআইএ ৷
2021 সালের 3 ফেব্রুয়ারি এনআইএ বিশেষ আদালত পান্নুর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল ৷ তাকে গত বছরের 29 নভেম্বর 'অপরাধী' হিসাবে ঘোষণা করা হয়েছিল। এনআইএ'র দাবি, তদন্তে জানা গিয়েছে যে, পান্নুর সংগঠন 'শিখস ফর জাস্টিস' সাধারণ নিরীহ যুবকদের উগ্রবাদী কার্যকলাপে যোগ দেওয়ার জন্য এবং তাদের সন্ত্রাসী অপরাধ ও কার্যকলাপে উদ্বুদ্ধ করতে সাইবারস্পেসের অপব্যবহার করছে ৷
এনআইএ জানিয়েছে, পান্নু ছিলেন শিখস ফর জাস্টিস-এর প্রধান নিয়ন্ত্রক ৷ যে সংস্থাকে কেন্দ্রীয় সরকার 2019 সালের 10 জুলাই 'নিষিদ্ধ' হিসাবে ঘোষণা করেছিল। এরপর 2020-এর 1 জুলাই ভারত সরকার ওই ব্যক্তিকেও সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করে ৷ তদন্তকারী সংস্থার দাবি, দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে খালিস্তান স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই করার জন্য সক্রিয়ভাবে পাঞ্জাব-ভিত্তিক গ্যাংস্টার এবং যুবকদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আহ্বান জানিয়ে আসছেন পান্নু। দেশের অখণ্ডতা ও নিরাপত্তার ক্ষেত্রেও যে তা বড় চ্য়ালেঞ্জ তাও স্বীকার করে নিয়েছে এনআইএ।
আরও পড়ুন: ভারত-কানাডার সম্পর্কের উত্তাপে কি ‘পুড়বে’ এই দেশের কৃষিক্ষেত্র ?
সাম্প্রতিক সময়ে, পান্নু পাবলিক ফোরামে সিনিয়র ভারতীয় কূটনীতিক এবং সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার জন্য বারবার খবরের শিরোণামে উঠে এসেছে ৷ তিনি সম্প্রতি কানাডিয়ান হিন্দুদেরও হুমকি দিয়েছিলেন ৷ এমনকী তাদের কানাডা ছেড়ে চলে যেতেও বলেছিলেন ৷ একইসঙ্গে তিনি দাবি করেন, তারা ভারতের পাশে থাকার মাধ্যমে একটি 'জিঙ্গোইস্টিক পদ্ধতি' গ্রহণ করেছে ৷