ETV Bharat / bharat

Shakeel Aide Salim Arrest: মুম্বইয়ে গ্রেফতার ছোটা-শাকিল ঘনিষ্ঠ সেলিম কুরেশি

দাউদ ইব্রাহিমের দলের অন্যতম সক্রিয় সদস্য সে ৷ এছাড়া ডনের আত্মীয় ছোটা শাকিলের কাছের মানুষ 'সেলিম কুরেশি' ৷ তাকেই গ্রেফতার করল এনআইএ (NIA Arrests Salim) ৷

Salim Qureshi alias Salim Fruit Arrest
মুম্বইয়ে গ্রেফতার সেলিম কুরেশি
author img

By

Published : Aug 5, 2022, 7:29 AM IST

মুম্বই, 5 অগস্ট: পুলিশের জালে ধরা পড়ল দাউদ-সঙ্গী ৷ বৃহস্পতিবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সেলিম কুরেশিকে গ্রেফতার করে ৷ দাউদ ইব্রাহিমের দলের অন্যতম সদস্য কুরেশি ওরফো 'সেলিম ফ্রুট' ৷ সে ছোটা শাকিলেরও কাছের লোক, একটি বিবৃতিতে জানিয়েছে এনআইএ (NIA arrests Salim Qureshi of Dawood gang for aiding terrorist activities) ৷

তদন্তকারী সংস্থার দাবি, ছোটা শাকিলের নাম করে কুরেশি বিভিন্ন সম্পত্তির কারবার থেকে এবং ঝামেলা মেটানোয় মধ্যস্থতা করে বিপুল পরিমাণ টাকা তুলেছে ৷ এই টাকা ডি কোম্পানির জঙ্গি কাজকর্মে লাগানো হয়েছে ৷

আরও পড়ুন: এনআইএর হাতে গ্রেফতার ছোটা শাকিলের দুই শাগরেদ

আধিকারিকদের দাবি,'জঙ্গি এবং অপরাধমূলক কাজকর্ম' যেমন পাচার, মাদক চক্রের সঙ্গে জড়িত বেআইনি কাজকারবার, টাকা তছরূপ, জাল নোট ছড়িয়ে দেওয়া, নাশকতামূলক কাজকর্মের জন্য টাকা তোলা এবং লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আল-কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখেছে দাউদ ইব্রাহিম এবং তার সঙ্গীরা ৷ পাকিস্তানে বসে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছে দাউদ, এই অভিযোগের উল্লেখও রয়েছে এফআইআর-এ ৷ 2022-এর 3 ফেব্রুয়ারি দাউদ, ছোটা শাকিল ও তার সঙ্গীদের নামে এফআইআর দায়ের করে এনআইএ ৷ 12 মে দু'জনকে গ্রেফতারও করা হয় ৷ মুম্বই ও থানের 20টিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়ে এনআইএ সেলিম কুরেশির সন্ধান পায় ৷

মুম্বই, 5 অগস্ট: পুলিশের জালে ধরা পড়ল দাউদ-সঙ্গী ৷ বৃহস্পতিবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সেলিম কুরেশিকে গ্রেফতার করে ৷ দাউদ ইব্রাহিমের দলের অন্যতম সদস্য কুরেশি ওরফো 'সেলিম ফ্রুট' ৷ সে ছোটা শাকিলেরও কাছের লোক, একটি বিবৃতিতে জানিয়েছে এনআইএ (NIA arrests Salim Qureshi of Dawood gang for aiding terrorist activities) ৷

তদন্তকারী সংস্থার দাবি, ছোটা শাকিলের নাম করে কুরেশি বিভিন্ন সম্পত্তির কারবার থেকে এবং ঝামেলা মেটানোয় মধ্যস্থতা করে বিপুল পরিমাণ টাকা তুলেছে ৷ এই টাকা ডি কোম্পানির জঙ্গি কাজকর্মে লাগানো হয়েছে ৷

আরও পড়ুন: এনআইএর হাতে গ্রেফতার ছোটা শাকিলের দুই শাগরেদ

আধিকারিকদের দাবি,'জঙ্গি এবং অপরাধমূলক কাজকর্ম' যেমন পাচার, মাদক চক্রের সঙ্গে জড়িত বেআইনি কাজকারবার, টাকা তছরূপ, জাল নোট ছড়িয়ে দেওয়া, নাশকতামূলক কাজকর্মের জন্য টাকা তোলা এবং লস্কর-ই-তইবা, জইশ-ই-মহম্মদ, আল-কায়দার মতো আন্তর্জাতিক জঙ্গি সংগঠনগুলির সঙ্গে সক্রিয় যোগাযোগ রেখেছে দাউদ ইব্রাহিম এবং তার সঙ্গীরা ৷ পাকিস্তানে বসে ভারতে হামলা চালানোর পরিকল্পনা করেছে দাউদ, এই অভিযোগের উল্লেখও রয়েছে এফআইআর-এ ৷ 2022-এর 3 ফেব্রুয়ারি দাউদ, ছোটা শাকিল ও তার সঙ্গীদের নামে এফআইআর দায়ের করে এনআইএ ৷ 12 মে দু'জনকে গ্রেফতারও করা হয় ৷ মুম্বই ও থানের 20টিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়ে এনআইএ সেলিম কুরেশির সন্ধান পায় ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.