পুনে, 29 জুন: অবিজেপি বিরোধী ঐক্যের পরবর্তী বৈঠক কবে হবে এবং কোথায় হবে সেই জল্পনার মাঝে ফের নয়া স্থানের ইঙ্গিত দিলেন জাতীয়তাবাদী কংগ্রেস পার্টি (এনসিপি) সুপ্রিমো শরদ পাওয়ার ৷ বৃহস্পতিবার তিনি স্পষ্টতই জানান, সিমলা নয়, বরং দক্ষিণের রাজ্য কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। তবে তারিখ নিয়ে যে এখনও কোনও সর্বসম্মত সিদ্ধান্ত যে হয়নি, তা শরদ পাওয়ারের মন্তব্য থেকে স্পষ্ট ৷ তিনি জানিয়েছেন, আগামী 13 বা 14 জুলাই এই বৈঠক অনুষ্ঠিত হবে ৷
গত 23 জুন পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের বাসভবনে অবিজেপি 17টি বিরোধী দলের নেতারা প্রথম বৈঠক করেন। বৈঠক শেষে অবশ্য প্রতিটি বিরোধী দলই 2024-এর লোকসভা নির্বাচনে একসঙ্গে লড়াই করার প্রতিশ্রুতিও দিয়েছিল ৷ একই সঙ্গে, নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন বর্তমান কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণও করতে দেখা গিয়েছিল বিরোধী নেতাদের। এর আগে অবশ্য সেই বৈঠকের পরই কংগ্রেস সরবভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, যে বিরোধী দলগুলির পরবর্তী বৈঠক হিমাচল প্রদেশের সিমলায় অনুষ্ঠিত হবে। তবে উত্তরের সেই রাজ্যে যে বিরোধীদের বৈঠক হচ্ছে না, তা এদিন সাফ করে দিয়েছেন পাওয়ার ৷ তিনি বলেন, "বিরোধী দলগুলির পরবর্তী সভা বেঙ্গালুরুতে 13 থেকে 14 জুলাই অনুষ্ঠিত হবে ৷" উল্লেখযোগ্যভাবে, কর্ণাটক এই মুহূর্তে কংগ্রেস শাসিত রাজ্য ৷
রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালুপ্রসাদ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধি এবং দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, এনসিপির শরদ পাওয়ার, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, শিবসেনা (উদ্ধব বালাসাহেব ঠাকরে) সভাপতি উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেম্বুবা মুফতি (পিডিপি), ওমর আবদুল্লাহ (ন্যাশনাল কনফারেন্স), সিপিআই নেতা ডি রাজা, সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং ডিএমকে নেতা এমকে স্ট্যালিন পটনায় বিরোধী দলগুলির বৈঠকে অংশ নিয়েছিলেন।
আরও পড়ুন: 'স্বৈরাচারী পদক্ষেপ', মণিপুরে রাহুলের কনভয় আটকানোয় কেন্দ্রকে তুলোধোনা কংগ্রেসের
পটনার এই বৈঠক ডেকেছিলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পটনার বৈঠকের পরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পটনায় যা শুরু হয় তা জনগণের আন্দোলনে পরিণত হয়। তিনটি বিষয়ে আমরা সকলে ঐক্যমত্যে পৌঁছেছি ৷ আমরা ঐক্যবদ্ধ, আমরা একসঙ্গে লড়াই করব এবং দেশের জন্য লড়াই করব।"