ETV Bharat / bharat

Top News: দুপুর 1টা - Suvendu Adhikari

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News at 1pm) ৷

Top News
দুপুর 1টা
author img

By

Published : Jan 3, 2023, 1:16 PM IST

1. Suvendu Adhikari: 17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মোট ছ’টি মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ।

2. CM Condolences on Sumitra Sen Demise: অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেলেন, সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee Expressed Grief Over Demise of Sumitra Sen) ৷ সেখানে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

3. Prakash Karat: 'নোটবন্দি ভালো না মন্দ, তা আদালত ঠিক করতে পারে না': বামনেতা প্রকাশ কারাত

সোমবার কেন্দ্রীয় সরকারের নোটবন্দি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দু'রকম রায় দিয়েছেন ৷ তবে রায় কেন্দ্রের পক্ষেই গিয়েছে ৷ এ নিয়ে কী বললেন প্রবীণ বাম নেতা প্রকাশ কারাত (Senior Left Front Leader Prakash Karat over Demonetization) ?

4. Remembering Sumitra Sen: তখন আমায় নাইবা মনে রাখলে ! তারার দেশে সুমিত্রা সেন, অভিভাবকহীন 'ত্রিবেণী'

রবীন্দ্রসঙ্গীতের আকাশ থেকে খসে গেল আরেকটি তারা ৷ প্রয়াত সুমিত্রা সেন ৷ স্বর্নালী এক সুরের জীবনযাত্রা থামল অচিরেই (Sumitra Sen Passes Away) ৷

5. Sumitra Sen Passes Away: বছরের শুরুতেই নক্ষত্রপতন ! প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন

সোমবারই সুমিত্রা সেনকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল । মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা (Eminent Rabindra Sangeet Artist Sumitra Sen) ।

6. Fog in Durgapur: রেকর্ড কুয়াশা ! দুর্গাপুরের যেন অলিখিত কার্ফু

নতুন বছরের শুরুতে ঘন কুয়াশার চাদরে ঢাকল শিল্পশহর দুর্গাপুর ৷ ঘন কুয়াশার জেরে মঙ্গলবার সকাল থেকে প্রাণচঞ্চল এই শহর যেন থমথমে ৷ প্রাতঃভ্রমণকারীদের সংখ্যা কম ৷ প্রবল কুয়াশা ভেদ করে রাস্তায় ধীরগতিতে যেতে দেখা গেল স্কুলের গাড়িগুলিকে ৷ শীতের সকালের এই অনন্য স্বাদ 2023 সালে প্রথম দেখল দুর্গাপুরবাসী ৷ তা সত্ত্বেও চায়ের দোকান থেকে দুধের দোকান- সর্বত্র সাধারণ মানুষকে আসতে হয়েছে কাজের তাগিদে ৷

7. Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা সফল হোক, রাম মন্দিরের পুরোহিত চিঠি দিলেন রাহুলকে

তিনি রামজন্মভূমি মন্দিরের পুরোহিত ৷ কিন্তু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় তাঁর পূর্ণ সমর্থন আছে (Ram Janmabhoomi temple priest writes letter to Rahul Gandhi) ৷

8. Last Rites of Pele: শেষযাত্রায় সম্রাট ! পেলেকে সম্মান জানাতে হাজির কাতারে কাতারে ব্রাজিলিয়ান

সোমবার প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে স্যান্টোসের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) ৷ আজ তাঁর শেষকৃত্য হবে স্যান্টোসে (Last Rites of Pele) ৷ থাকবে সদস্য নির্বাচিত ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ৷

9. Ajay Chakraborty on Sumitra Sen: ভেবেছিলাম সুস্থ হয়ে ফিরবেন ! মাতৃসমা শিল্পীর প্রয়াণে স্মৃতিমেদুর অজয় চক্রবর্তী

চলে গেলেন সুমিত্রা সেন ৷ আর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়লেন পণ্ডিত অজয় চক্রবর্তীও ৷ তিনি জানালেন, তাঁর প্রিয় সুমিত্রাদি যেমন রবীন্দ্র সংগীত গাইতেন তেমনই গাইতেন ভজন এবং আধুনিকও (Pandit Ajay Chakraborty Shares his Thoughts on Sumitra Sen)।

10. Money Recovered: শহরে উদ্ধার লক্ষাধিক টাকা, গ্রেফতার 9

50 লক্ষেরও বেশি বেহিসেবি টাকা পাওয়া গেল রবীন্দ্র সরণি এবং এমজি রোডের একটি গোডাউনে ৷ এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ (Kolkata Police recovered large amount of money) ৷

1. Suvendu Adhikari: 17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দুর রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি হাইকোর্টের

17 জানুয়ারি পর্যন্ত শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধি করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ মোট ছ’টি মামলায় বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ ।

2. CM Condolences on Sumitra Sen Demise: অগণিত গুণমুগ্ধ ছাত্রছাত্রী রেখে গেলেন, সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

বিখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী সুমিত্রা সেনের প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee Expressed Grief Over Demise of Sumitra Sen) ৷ সেখানে তাঁর পরিবার এবং অনুরাগীদের প্রতি সমবেদনা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

3. Prakash Karat: 'নোটবন্দি ভালো না মন্দ, তা আদালত ঠিক করতে পারে না': বামনেতা প্রকাশ কারাত

সোমবার কেন্দ্রীয় সরকারের নোটবন্দি নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ দু'রকম রায় দিয়েছেন ৷ তবে রায় কেন্দ্রের পক্ষেই গিয়েছে ৷ এ নিয়ে কী বললেন প্রবীণ বাম নেতা প্রকাশ কারাত (Senior Left Front Leader Prakash Karat over Demonetization) ?

4. Remembering Sumitra Sen: তখন আমায় নাইবা মনে রাখলে ! তারার দেশে সুমিত্রা সেন, অভিভাবকহীন 'ত্রিবেণী'

রবীন্দ্রসঙ্গীতের আকাশ থেকে খসে গেল আরেকটি তারা ৷ প্রয়াত সুমিত্রা সেন ৷ স্বর্নালী এক সুরের জীবনযাত্রা থামল অচিরেই (Sumitra Sen Passes Away) ৷

5. Sumitra Sen Passes Away: বছরের শুরুতেই নক্ষত্রপতন ! প্রয়াত বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী সুমিত্রা সেন

সোমবারই সুমিত্রা সেনকে হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা হয়েছিল । মঙ্গলবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গায়িকা (Eminent Rabindra Sangeet Artist Sumitra Sen) ।

6. Fog in Durgapur: রেকর্ড কুয়াশা ! দুর্গাপুরের যেন অলিখিত কার্ফু

নতুন বছরের শুরুতে ঘন কুয়াশার চাদরে ঢাকল শিল্পশহর দুর্গাপুর ৷ ঘন কুয়াশার জেরে মঙ্গলবার সকাল থেকে প্রাণচঞ্চল এই শহর যেন থমথমে ৷ প্রাতঃভ্রমণকারীদের সংখ্যা কম ৷ প্রবল কুয়াশা ভেদ করে রাস্তায় ধীরগতিতে যেতে দেখা গেল স্কুলের গাড়িগুলিকে ৷ শীতের সকালের এই অনন্য স্বাদ 2023 সালে প্রথম দেখল দুর্গাপুরবাসী ৷ তা সত্ত্বেও চায়ের দোকান থেকে দুধের দোকান- সর্বত্র সাধারণ মানুষকে আসতে হয়েছে কাজের তাগিদে ৷

7. Bharat Jodo Yatra: ভারত জোড়ো যাত্রা সফল হোক, রাম মন্দিরের পুরোহিত চিঠি দিলেন রাহুলকে

তিনি রামজন্মভূমি মন্দিরের পুরোহিত ৷ কিন্তু রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রায় তাঁর পূর্ণ সমর্থন আছে (Ram Janmabhoomi temple priest writes letter to Rahul Gandhi) ৷

8. Last Rites of Pele: শেষযাত্রায় সম্রাট ! পেলেকে সম্মান জানাতে হাজির কাতারে কাতারে ব্রাজিলিয়ান

সোমবার প্রয়াত ফুটবল সম্রাট পেলেকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে স্যান্টোসের ভিয়া বেলমিরো (Vila Belmiro) স্টেডিয়ামে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ (Fans Mourn Pele) ৷ আজ তাঁর শেষকৃত্য হবে স্যান্টোসে (Last Rites of Pele) ৷ থাকবে সদস্য নির্বাচিত ব্রাজিল প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা ৷

9. Ajay Chakraborty on Sumitra Sen: ভেবেছিলাম সুস্থ হয়ে ফিরবেন ! মাতৃসমা শিল্পীর প্রয়াণে স্মৃতিমেদুর অজয় চক্রবর্তী

চলে গেলেন সুমিত্রা সেন ৷ আর তাঁর স্মৃতিচারণ করতে গিয়ে ভারাক্রান্ত হয়ে পড়লেন পণ্ডিত অজয় চক্রবর্তীও ৷ তিনি জানালেন, তাঁর প্রিয় সুমিত্রাদি যেমন রবীন্দ্র সংগীত গাইতেন তেমনই গাইতেন ভজন এবং আধুনিকও (Pandit Ajay Chakraborty Shares his Thoughts on Sumitra Sen)।

10. Money Recovered: শহরে উদ্ধার লক্ষাধিক টাকা, গ্রেফতার 9

50 লক্ষেরও বেশি বেহিসেবি টাকা পাওয়া গেল রবীন্দ্র সরণি এবং এমজি রোডের একটি গোডাউনে ৷ এই টাকা কোথা থেকে এল, তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ (Kolkata Police recovered large amount of money) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.