1. Ananta Maharaj: আমি যেটা বলেছি সেটাই ফাইনাল, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ফের সরব অনন্ত মহারাজ
রবিবার রাতে শিলিগুড়ির সেভক রোডে গ্রেটার নেতা অনন্ত মহারাজের (Ananta Maharaj) সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক (Nisith Pramanik), বিজেপি নেতা সুনীল বনসল ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ সেই বৈঠক থেকে বেরিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে অনন্ত মহারাজ দাবি করেন, আমি যেটা বলেছি সেটাই ফাইনাল ৷
2. Suvendu Adhikari: মমতার অনুষ্ঠানের জন্য বিক্ষোভে বাধা কেন ? প্রশ্ন বিজেপির
শহিদ মিনার চত্বরে আয়োজিত হতে চলা সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতির কারণে সোমবার আন্দোলনরত চাকরিপ্রার্থীদের (TET Agitation) মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ধর্নায় না বসার নির্দেশ দিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police) ৷ পুলিশের এই আচরণের বিরোধিতায় সরব হলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ একই সুর শোনা গেল সজল ঘোষের গলাতেও ৷
3. Suspected AQIS member Arrested: হাসি মুখে কথা বলা ছেলেটাই জঙ্গি ! হতবাক মথুরাপুর
নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী আল-কায়দার (Al-Qaeda) সঙ্গে যুক্ত থাকার অভিযোগে 20 বছরের এক মেধাবী ছাত্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশের (Kolkata Police) এসটিএফ (STF) ৷ ধৃতের (Suspected AQIS member Arrested) নাম মনউদ্দিন খান ওরফে মনিরুদ্দিন ৷ বাড়ি দক্ষিণ 24 পরগনার মথুরাপুর (Mathurapur) এলাকায় ৷
4. India G20 Presidency: মঙ্গলে জি20 প্রেসিডেন্সির লোগো-থিম-ওয়েবসাইটের উন্মোচন করবেন মোদি
মঙ্গলবার জি20 প্রেসিডেন্সির (India G20 Presidency) লোগো, থিম ও ওয়েবসাইটের উন্মোচন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হবে এই অনুষ্ঠান (PM Modi to unveil logo)৷
রবীন্দ্র ভারতীর জোড়া সাঁকো ক্যাম্পাসে হেরিটেজ ভবন ভাঙার কাজে (Rabindra Bharati Heritage Case) নজর দেওয়ার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)৷ এই মামলার পরের শুনানি 21 নভেম্বর ৷
6. Padman in Jungle Mahal: রিল লাইফের প্যাডম্যান ধরা দিলেন রিয়েল লাইফে, চিত্র জঙ্গলমহলের
এবার জঙ্গলমহলের এসসি (SC)ও এসটি (ST)এবং আদিবাসী অনগ্রসর অধ্যুষিত মহিলাদের বাড়ি বাড়ি ন্যাপকিন বিনে পয়সায় বিলি করছেন বেশকিছু তরুণ-তরুণী। এই ন্যাপকিন বিনে পয়সায় আগামীতেও দিয়ে আসবেন, এমনটাই জানিয়েছেন তাঁরা। পাশপাশি এলাকার মানুষকে কুসংস্কার থেকে সচেতনতার বার্তাও দিচ্ছেন ৷
7. Saugata Roy: আর্থিক সুবিধা নিতে তৃণমূলে আসা নেতাদের সরে যাওয়া উচিত, মন্তব্য সৌগতর
সম্প্রতি দলের এক অনুষ্ঠান মঞ্চে হাজির হয়েছিলেন দমদমের সাংসদ তৃণমূলের সৌগত রায় (Saugata Roy) ৷ সেখানে তিনি বলেন, আর্থিক সুবিধা নিতে তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) আসা নেতাদের সরে যাওয়া উচিত ৷
রাজ্য়ে ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গি পরিস্থিতি (Dengue Situation in West Bengal) ৷ এই বিষয়ে এবার কেন্দ্রের হস্তক্ষেপ চেয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্য়াণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্যকে (Mansukh Mandaviya) চিঠি পাঠালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷
9. No Voluntary Resignations: সময়সীমা শেষ, 'অযোগ্য' শিক্ষকদের কোনও স্বেচ্ছা ইস্তফা এল না এসএসসি অফিসে
সময়সীমা শেষ সোমবার ৷ তবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) আবেদন মেনে বেআইনিভাবে নিয়োগপ্রাপ্ত (Ineligible teachers) 'অযোগ্য' শিক্ষকদের কোনও স্বেচ্ছা ইস্তফা (No Voluntary Resignations) এল না এসএসসি অফিসে (West Bengal School Service Commission)৷
10. Hemant Soren: ঝাড়খণ্ড হাইকোর্টের নির্দেশ খারিজ, সুপ্রিম কোর্টে স্বস্তি হেমন্তর
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন (Hemant Soren) ৷ তাঁর বিরুদ্ধে খনির লিজ দেওয়া সংক্রান্ত দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট (Supreme Court) হেমন্তর আবেদন গ্রহণ করল ৷