ETV Bharat / bharat

TOP NEWS: রাত 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ৷

ETV Bharat
news at a glance
author img

By

Published : Oct 29, 2022, 9:00 PM IST

1. Suvendu Slams Mamata on Dengue: ডেঙ্গিতে মৃত্যু আটকাতে কবে তৎপর হবেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন শুভেন্দু

বাংলায় রোজই বাড়ছে ডেঙ্গির (Dengue) সংখ্য়া ৷ এই ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ প্রশ্ন তুললেন, ডেঙ্গিতে মৃত্যু আটকাতে কবে তৎপর হবেন মুখ্যমন্ত্রী ?

2. Sheikh Hasina Government: সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় হাসিনা সরকার বদ্ধপরিকর, দাবি মন্ত্রীর

বাংলাদেশের (Bangladesh) হিন্দু ও অন্য় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে শেখ হাসিনা সরকার (Sheikh Hasina Government) বদ্ধপরিকর ৷ শনিবার কলকাতায় এসে একথা বললেন সেদেশের তথ্য মন্ত্রী মহম্মদ হাসান মেহমুদ (Muhammad Hasan Mahmud) ৷

3. Hernia Surgery: 50 টাকায় হার্নিয়ার অস্ত্রোপচার ! দুস্থদের পাশে পিআরসি

80 বছর পূর্তিতে পিপলস রিলিফ কমিটি (People's Relief Committee) বা পিআরসি (PRC)-এর অভিনব আয়োজন ৷ মাত্র 50 টাকায় করা হবে হার্নিয়ার অস্ত্রোপচার (Hernia Surgery) ৷ বছরভর বিনামূল্যে পাওয়া যাবে মোট 80 রকমের পরিষেবা ৷

4. Anubrata Mondal: পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না, আদালতে বসেই অনুগামীদের পরামর্শ কেষ্টর

শনিবার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করা হয় ৷ আদালতে সুযোগ মিলতেই অনুগামীদের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) নিয়ে পরামর্শ দেন অনুব্রত মণ্ডল ৷ বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না ৷’’

5. Medicine Crisis: সরকারি মেডিক্যাল কলেজে অমিল ওষুধ ! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

কলকাতার একাধিক সরকারি মেডিক্যাল কলেজে (Government Medical Colleges) বহু ওষুধ না-মেলার অভিযোগ (Medicine Crisis) ৷ ভাইরাল নোটিশের পোস্ট ৷ ঘটনা ঘিরে শুরু নয়া বিতর্ক ৷

6. Sister Nivedita: ব্রিটেনের সমাধিক্ষেত্রে পালিত হল নিবেদিতার জন্মজয়ন্তী

ব্রিটেনের ডিভনশায়ারের গ্রেট টোরিংটনের (Great Torrington) সমাধিক্ষেত্রে পালিত হল ভগিনী নিবেদিতার (Sister Nivedita) 155তম জন্মজয়ন্তী (155th Birth Anniversary) ৷

7. Sourav on Rahul: রাহুল রানে ফিরবে শীঘ্রই, নিশ্চিত সৌরভ

নতুন কমিটি চেয়ারে বসার আগে ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে (Sourav Ganguly praises new executive committee of CAB)। শনিবার দুপুরে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে কৃতীদের হাতে তুলে দেন বাংলার মহারাজ (Sourav Ganguly attends CAB annual award ceremony programme)।

8. Jagadhatri Puja 2022: আদি থেকে আধুনিক, কলকাতার চালচিত্র চন্দননগর বড়বাজারে

চন্দননগর বড়বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি (Chandannagar Barabazar Sarbajanin) এবারে সিটি অফ জয়-এর থিমে সাজিয়ে তুলেছে মণ্ডপ ৷ বিভিন্ন শিল্পীর হাত ধরে এবারে থিম (Jagadhatri Puja 2022) ফুটে উঠেছে তাদের।

9. Sayantan Basu: নাড্ডাকে চিঠি সায়ন্তনের, কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার

রাজ্য়ের দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu writes letter to JP Nadda) ৷ এই বিষয়েই মুখ খুলেছেন রাহুল সিনহা (Rahul Sinha) ৷

10. Google: জুম-সহ একাধিক প্ল্যাটফর্মে মিট চালাবে গুগল

কোম্পানি একটি ব্লগ পোষ্টে বলেছে, গুগল এই বছরের শেষের দিকে জুম-সহ একাধিক প্ল্যাটফর্মে মিট চালানো হবে (Google) ৷

1. Suvendu Slams Mamata on Dengue: ডেঙ্গিতে মৃত্যু আটকাতে কবে তৎপর হবেন মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুললেন শুভেন্দু

বাংলায় রোজই বাড়ছে ডেঙ্গির (Dengue) সংখ্য়া ৷ এই ইস্যুতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ প্রশ্ন তুললেন, ডেঙ্গিতে মৃত্যু আটকাতে কবে তৎপর হবেন মুখ্যমন্ত্রী ?

2. Sheikh Hasina Government: সংখ্যালঘুদের স্বার্থরক্ষায় হাসিনা সরকার বদ্ধপরিকর, দাবি মন্ত্রীর

বাংলাদেশের (Bangladesh) হিন্দু ও অন্য় সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে শেখ হাসিনা সরকার (Sheikh Hasina Government) বদ্ধপরিকর ৷ শনিবার কলকাতায় এসে একথা বললেন সেদেশের তথ্য মন্ত্রী মহম্মদ হাসান মেহমুদ (Muhammad Hasan Mahmud) ৷

3. Hernia Surgery: 50 টাকায় হার্নিয়ার অস্ত্রোপচার ! দুস্থদের পাশে পিআরসি

80 বছর পূর্তিতে পিপলস রিলিফ কমিটি (People's Relief Committee) বা পিআরসি (PRC)-এর অভিনব আয়োজন ৷ মাত্র 50 টাকায় করা হবে হার্নিয়ার অস্ত্রোপচার (Hernia Surgery) ৷ বছরভর বিনামূল্যে পাওয়া যাবে মোট 80 রকমের পরিষেবা ৷

4. Anubrata Mondal: পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না, আদালতে বসেই অনুগামীদের পরামর্শ কেষ্টর

শনিবার বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আদালতে পেশ করা হয় ৷ আদালতে সুযোগ মিলতেই অনুগামীদের পঞ্চায়েত নির্বাচন (Panchayat Elections 2023) নিয়ে পরামর্শ দেন অনুব্রত মণ্ডল ৷ বলেন, ‘‘পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না ৷’’

5. Medicine Crisis: সরকারি মেডিক্যাল কলেজে অমিল ওষুধ ! ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক

কলকাতার একাধিক সরকারি মেডিক্যাল কলেজে (Government Medical Colleges) বহু ওষুধ না-মেলার অভিযোগ (Medicine Crisis) ৷ ভাইরাল নোটিশের পোস্ট ৷ ঘটনা ঘিরে শুরু নয়া বিতর্ক ৷

6. Sister Nivedita: ব্রিটেনের সমাধিক্ষেত্রে পালিত হল নিবেদিতার জন্মজয়ন্তী

ব্রিটেনের ডিভনশায়ারের গ্রেট টোরিংটনের (Great Torrington) সমাধিক্ষেত্রে পালিত হল ভগিনী নিবেদিতার (Sister Nivedita) 155তম জন্মজয়ন্তী (155th Birth Anniversary) ৷

7. Sourav on Rahul: রাহুল রানে ফিরবে শীঘ্রই, নিশ্চিত সৌরভ

নতুন কমিটি চেয়ারে বসার আগে ভূয়সী প্রশংসা শোনা গেল প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে (Sourav Ganguly praises new executive committee of CAB)। শনিবার দুপুরে সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসেছিলেন মহারাজ। সেখানে কৃতীদের হাতে তুলে দেন বাংলার মহারাজ (Sourav Ganguly attends CAB annual award ceremony programme)।

8. Jagadhatri Puja 2022: আদি থেকে আধুনিক, কলকাতার চালচিত্র চন্দননগর বড়বাজারে

চন্দননগর বড়বাজার জগদ্ধাত্রী পুজো কমিটি (Chandannagar Barabazar Sarbajanin) এবারে সিটি অফ জয়-এর থিমে সাজিয়ে তুলেছে মণ্ডপ ৷ বিভিন্ন শিল্পীর হাত ধরে এবারে থিম (Jagadhatri Puja 2022) ফুটে উঠেছে তাদের।

9. Sayantan Basu: নাড্ডাকে চিঠি সায়ন্তনের, কড়া প্রতিক্রিয়া রাহুল সিনহার

রাজ্য়ের দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করে জেপি নাড্ডাকে চিঠি দিয়েছেন বঙ্গ বিজেপি'র প্রাক্তন সাধারণ সম্পাদক সায়ন্তন বসু (Sayantan Basu writes letter to JP Nadda) ৷ এই বিষয়েই মুখ খুলেছেন রাহুল সিনহা (Rahul Sinha) ৷

10. Google: জুম-সহ একাধিক প্ল্যাটফর্মে মিট চালাবে গুগল

কোম্পানি একটি ব্লগ পোষ্টে বলেছে, গুগল এই বছরের শেষের দিকে জুম-সহ একাধিক প্ল্যাটফর্মে মিট চালানো হবে (Google) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.