ETV Bharat / bharat

Top News: দুপুর 3টে

author img

By

Published : Oct 21, 2022, 3:01 PM IST

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

Top News at 3 pm
টপ নিউজ দুপুর 3টে

1.TET Agitation: এসএফআই- ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে তুলকালাম করুণাময়ীতে

এসএফআই (SFI) এবং ডিওয়াইএফআইয়ের (DYFI) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি করুণাময়ীতে। ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব-সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। গতকাল রাতে 2014 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরকে (TET Agitation) রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে আটক করে নিয়ে যায় পুলিশ। এরই প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে শুক্রবার প্রতিবাদ মিছিল করা হয়। সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা ।

2.Special Alert for Farmers: দুর্যোগের আশংকা ! দক্ষিণবঙ্গে জারি কৃষি সতর্কতা

কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই দক্ষিণবঙ্গের কৃষকদের উদ্দেশে নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা (Depression Alert for South Bengal) জারি করা হয়েছে ৷

3.T20 World Cup 2022: টি20 বিশ্বকাপে অঘটন, মূলপর্বে উঠতে পারল না 2 বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ায় আয়োজিত টি20 বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে 9 উইকেটে ম্যাচ হেরে মূলপর্বে যাওয়া হল না ক্যারিবিয়ানদের (West Indies Not Qualify for Super Twelve Round) ৷

4.Army Helicopter Crashes: অরুণাচলের মিগিংয়ে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

ফের দুর্ঘটনার কবলে সামরিক হেলিকপ্টার ৷ ঘটনাস্থল অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh Helicopter Crash) ৷

5.Deepawali in New York: দীপাবলিতে নিউ ইর্য়কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা

বিশ্বের কয়েক কোটি মানুষ দীপাবলি উৎসবে মেতে ওঠেন ৷ অথচ এদিন ছুটি নেই স্কুলে ! আগামী বছর থেকে নিউ ইয়র্ক সিটিতে স্কুল বন্ধ থাকবে বলে জানালেন মেয়র (Deepawali public school holiday) ৷

6.Hemtabad Suicide: বিয়ের দাবিতে ধরনায় বসা প্রেমিকাকে থানায় নিয়ে গেলে আত্মহত্যা, বিক্ষোভের আগুন হেমতাবাদে

বিয়ের দাবিতে নাবালক প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসা কিশোরীকে পুলিশ থানায় নিয়ে গেলে, সেখানেই আত্মহত্যা করল সে ৷ এই ঘটনায় বিক্ষোভের আগুন ছড়িয়েছে হেমতাবাদে (Hemtabad Suicide)৷

7.North Bengal IG Injured: জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে গাড়ি, জখম উত্তরবঙ্গের আইজি

জলপাইগুড়িতে (Jalpaiguri Accident) মাল ব্লকের ডামডিমে দুর্ঘটনার কবলে পড়ল (Car accident) উত্তরবঙ্গের আইজি ডি পি সিং-এর গাড়ি (North Bengal IG Injured)৷ এই ঘটনায় তিনি ও তাঁর গাড়ির চালক আহত হয়েছেন (D P Singh injured)৷

8.TET Plea in HC: অবস্থানে 144 ধারাকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আপিল টেট চাকরিপ্রার্থীদের

সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণদের আন্দোলন চলছিল ৷ সেখনে 144 ধারা জারির নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন আন্দোলনকারীরা (TET Candidates challenge section 144) ৷

9.TET Agitation: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর

বৃহস্পতিবার রাতে করুণাময়ীর ধরনা মঞ্চ থেকে টেট আন্দোলনকারীদের (TET Agitation) সরিয়ে দেয় পুলিশ ৷ তখন থেকেই 'নিখোঁজ' ছিলেন তিন আন্দোলনকারী ৷ শুক্রবার সকালে অবশেষে তাঁদের খোঁজ পাওয়া গেল ৷

10.Firecracker Workers Jobless: বাজি নিষিদ্ধ হওয়ায় তামিলনাড়ুতে দীপাবলির মুখে বেকার 1.5 লাখ কর্মী

বাজি নিষিদ্ধ (Ban on firecrackers) হওয়ায় তামিলনাড়ুর (Tamil Nadu) শিবকাশীতে দীপাবলির (Diwali 2022) মুখে বেকার হয়ে পড়লেন 1.5 লাখ কর্মী ৷ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, সেই আর্জি জানিয়েছেন কর্মীরা (Firecracker Workers Jobless)৷

1.TET Agitation: এসএফআই- ডিওয়াইএফআইয়ের মিছিল ঘিরে তুলকালাম করুণাময়ীতে

এসএফআই (SFI) এবং ডিওয়াইএফআইয়ের (DYFI) মিছিল ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি করুণাময়ীতে। ইতিমধ্যেই প্রাক্তন মন্ত্রী গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব-সহ বেশ কয়েকজনকে আটক করে নিয়ে গিয়েছে পুলিশ। গতকাল রাতে 2014 টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদেরকে (TET Agitation) রীতিমতো জোর করে টেনে হিঁচড়ে আটক করে নিয়ে যায় পুলিশ। এরই প্রতিবাদে বামফ্রন্টের পক্ষ থেকে শুক্রবার প্রতিবাদ মিছিল করা হয়। সেখানেই পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধে জড়িয়ে পড়েন বাম কর্মী-সমর্থকরা ।

2.Special Alert for Farmers: দুর্যোগের আশংকা ! দক্ষিণবঙ্গে জারি কৃষি সতর্কতা

কালীপুজোর (Kali Puja 2022) সময়েই রাজ্যে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় সিতরাং (Cyclone Sitrang) ৷ সেই আশংকাতেই দক্ষিণবঙ্গের কৃষকদের উদ্দেশে নিম্নচাপ সংক্রান্ত সতর্কবার্তা (Depression Alert for South Bengal) জারি করা হয়েছে ৷

3.T20 World Cup 2022: টি20 বিশ্বকাপে অঘটন, মূলপর্বে উঠতে পারল না 2 বারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ

অস্ট্রেলিয়ায় আয়োজিত টি20 বিশ্বকাপ (T20 World Cup 2022) থেকে ছিটকে গেল ওয়েস্ট ইন্ডিজ ৷ আজ আয়ারল্যান্ডের বিরুদ্ধে 9 উইকেটে ম্যাচ হেরে মূলপর্বে যাওয়া হল না ক্যারিবিয়ানদের (West Indies Not Qualify for Super Twelve Round) ৷

4.Army Helicopter Crashes: অরুণাচলের মিগিংয়ে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার

ফের দুর্ঘটনার কবলে সামরিক হেলিকপ্টার ৷ ঘটনাস্থল অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh Helicopter Crash) ৷

5.Deepawali in New York: দীপাবলিতে নিউ ইর্য়কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা

বিশ্বের কয়েক কোটি মানুষ দীপাবলি উৎসবে মেতে ওঠেন ৷ অথচ এদিন ছুটি নেই স্কুলে ! আগামী বছর থেকে নিউ ইয়র্ক সিটিতে স্কুল বন্ধ থাকবে বলে জানালেন মেয়র (Deepawali public school holiday) ৷

6.Hemtabad Suicide: বিয়ের দাবিতে ধরনায় বসা প্রেমিকাকে থানায় নিয়ে গেলে আত্মহত্যা, বিক্ষোভের আগুন হেমতাবাদে

বিয়ের দাবিতে নাবালক প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসা কিশোরীকে পুলিশ থানায় নিয়ে গেলে, সেখানেই আত্মহত্যা করল সে ৷ এই ঘটনায় বিক্ষোভের আগুন ছড়িয়েছে হেমতাবাদে (Hemtabad Suicide)৷

7.North Bengal IG Injured: জলপাইগুড়িতে দুর্ঘটনার কবলে গাড়ি, জখম উত্তরবঙ্গের আইজি

জলপাইগুড়িতে (Jalpaiguri Accident) মাল ব্লকের ডামডিমে দুর্ঘটনার কবলে পড়ল (Car accident) উত্তরবঙ্গের আইজি ডি পি সিং-এর গাড়ি (North Bengal IG Injured)৷ এই ঘটনায় তিনি ও তাঁর গাড়ির চালক আহত হয়েছেন (D P Singh injured)৷

8.TET Plea in HC: অবস্থানে 144 ধারাকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে আপিল টেট চাকরিপ্রার্থীদের

সল্টলেকের করুণাময়ীতে টেট উত্তীর্ণদের আন্দোলন চলছিল ৷ সেখনে 144 ধারা জারির নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ ৷ এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেলেন আন্দোলনকারীরা (TET Candidates challenge section 144) ৷

9.TET Agitation: রাতভর 'নিখোঁজ' থাকার পর সন্ধান মিলল তিন চাকরিপ্রার্থীর

বৃহস্পতিবার রাতে করুণাময়ীর ধরনা মঞ্চ থেকে টেট আন্দোলনকারীদের (TET Agitation) সরিয়ে দেয় পুলিশ ৷ তখন থেকেই 'নিখোঁজ' ছিলেন তিন আন্দোলনকারী ৷ শুক্রবার সকালে অবশেষে তাঁদের খোঁজ পাওয়া গেল ৷

10.Firecracker Workers Jobless: বাজি নিষিদ্ধ হওয়ায় তামিলনাড়ুতে দীপাবলির মুখে বেকার 1.5 লাখ কর্মী

বাজি নিষিদ্ধ (Ban on firecrackers) হওয়ায় তামিলনাড়ুর (Tamil Nadu) শিবকাশীতে দীপাবলির (Diwali 2022) মুখে বেকার হয়ে পড়লেন 1.5 লাখ কর্মী ৷ বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন, সেই আর্জি জানিয়েছেন কর্মীরা (Firecracker Workers Jobless)৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.