ETV Bharat / bharat

TOP NEWS: বিকেল 5টা - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
ETV Bharat
author img

By

Published : Sep 12, 2022, 5:01 PM IST

1. TMC Brings Motion: কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা ! বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল

কেন্দ্রীয় সংস্থার 'অতি সক্রিয়তা' (Central agency hyperactive approach) নিয়ে এ বার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস ৷

2. Maneka Gambhir: ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মেনকা গম্ভীরের

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইডি (ED) কী করে লুকআউট নোটিশ জারি করে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন মেনকা গম্ভীর (Maneka Gambhir sought contempt of court proceedings against ED) ৷

3. Gyanvapi Shringar Gauri Case: জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলার শুনানিতে সম্মতি বারাণসী জেলা আদালতের

পাঁচ মহিলা মামলা করেছিলেন বারাণসী জেলা আদালতে (Varanasi District Court) ৷ তাঁরা জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) দেওয়ালের বাইরের অংশে যে দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজোর অনুমতি চেয়েছিলেন ৷ সেই মামলার শুনানিতে সোমবার সম্মতি দিল আদালত ৷

4. Mamata on Agency Raj: কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক, দেশজুড়ে এজেন্সিরাজ চলছে: মমতা

কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক ৷ ওরা উন্নয়ন চায় না ৷ দেশজুড়ে চলছে এজেন্সিরাজ চলছে (Mamata on Agency Raj)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

5. Dengue: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বিজেপি কাউন্সিলর, পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার নিচ্ছে ৷ আক্রান্ত হয়েছেন বিজেপি (BJP) কাউন্সিলর ৷

6. Mamata Banerjee: 'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা

বাংলা সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ৷ আগামী 23 মার্চ বার্লিনে এই পুরস্কার দেওয়া হবে ৷ নিজে হাতে সেই পুরস্কার হয়তো নিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷ তিনি এ দিন বলেন, বাংলা বিশ্বসেরা হবে (Bengal will become world best)৷

7. Calcutta High Court: তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ মামলায় এনআইএ-কে পার্টি করার নির্দেশ আদালতের

গত 23 ফেব্রুয়ারি হাওড়ার (Howrah) আমতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোমা বিস্ফোরণ (Amta TMC Party Office Blast) হয় ৷ সেই ঘটনায় জখম হয়ে প্রাণ যায় মহরম আলি নামে এক ব্যক্তির ৷

8. General Manoj Pande: রসদের জোগান ও সরবরাহ যুদ্ধে সবথেকে জরুরি, বার্তা সেনাপ্রধানের

যে কোনও যুদ্ধেই জয়-পরাজয় অনেকাংশে নির্ভর করে বাহিনীর রসদের (Military Logistics) সরবরাহ ও জোগানের উপর ৷ সোমবার সেনাবাহিনীর রসদ সংক্রান্ত সম্মেলনে (Army Logistics Conference) এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Indian Army Chief General Manoj Pande) ৷

9. HC on Fake Cannabis Case: হাওড়া জুড়ে ভুয়ো গাঁজা মামলায় গ্রেফতার কেন, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

মিথ্যে গাঁজা মামলায় গ্রেফতারি বেশি রয়েছে হাওড়া জেলায়(HC on Fake Cannabis Case)৷ এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় হাইকোর্ট এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল ৷

10. Maneka Gambhir: কয়লাপাচার কাণ্ডের তদন্তে ইডি অফিসে হাজিরা মেনকা গম্ভীরের

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর ৷

1. TMC Brings Motion: কেন্দ্রীয় সংস্থার অতি সক্রিয়তা ! বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল

কেন্দ্রীয় সংস্থার 'অতি সক্রিয়তা' (Central agency hyperactive approach) নিয়ে এ বার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনছে তৃণমূল কংগ্রেস ৷

2. Maneka Gambhir: ইডি'র বিরুদ্ধে আদালত অবমাননার মামলা মেনকা গম্ভীরের

হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও ইডি (ED) কী করে লুকআউট নোটিশ জারি করে, এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে ইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করলেন মেনকা গম্ভীর (Maneka Gambhir sought contempt of court proceedings against ED) ৷

3. Gyanvapi Shringar Gauri Case: জ্ঞানবাপী শ্রিঙ্গার গৌরী মামলার শুনানিতে সম্মতি বারাণসী জেলা আদালতের

পাঁচ মহিলা মামলা করেছিলেন বারাণসী জেলা আদালতে (Varanasi District Court) ৷ তাঁরা জ্ঞানবাপী মসজিদের (Gyanvapi Mosque) দেওয়ালের বাইরের অংশে যে দেবদেবীর মূর্তি রয়েছে, সেখানে পুজোর অনুমতি চেয়েছিলেন ৷ সেই মামলার শুনানিতে সোমবার সম্মতি দিল আদালত ৷

4. Mamata on Agency Raj: কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক, দেশজুড়ে এজেন্সিরাজ চলছে: মমতা

কেন্দ্রের শাসকদল চায় না চাকরি হোক ৷ ওরা উন্নয়ন চায় না ৷ দেশজুড়ে চলছে এজেন্সিরাজ চলছে (Mamata on Agency Raj)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ভাষাতেই কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷

5. Dengue: শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্ত বিজেপি কাউন্সিলর, পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব

শিলিগুড়ি পৌরনিগম (Siliguri Municipal Corporation) এলাকায় ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ ভয়ানক আকার নিচ্ছে ৷ আক্রান্ত হয়েছেন বিজেপি (BJP) কাউন্সিলর ৷

6. Mamata Banerjee: 'বাংলা বিশ্বসেরা হবে', নিজে হাতে বার্লিনে পর্যটন পুরস্কার নিতে ইচ্ছুক মমতা

বাংলা সাংস্কৃতিক পর্যটনের কেন্দ্র হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে ৷ আগামী 23 মার্চ বার্লিনে এই পুরস্কার দেওয়া হবে ৷ নিজে হাতে সেই পুরস্কার হয়তো নিতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এই ইচ্ছেপ্রকাশ করলেন তিনি ৷ তিনি এ দিন বলেন, বাংলা বিশ্বসেরা হবে (Bengal will become world best)৷

7. Calcutta High Court: তৃণমূল কার্যালয়ে বিস্ফোরণ মামলায় এনআইএ-কে পার্টি করার নির্দেশ আদালতের

গত 23 ফেব্রুয়ারি হাওড়ার (Howrah) আমতায় তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে বোমা বিস্ফোরণ (Amta TMC Party Office Blast) হয় ৷ সেই ঘটনায় জখম হয়ে প্রাণ যায় মহরম আলি নামে এক ব্যক্তির ৷

8. General Manoj Pande: রসদের জোগান ও সরবরাহ যুদ্ধে সবথেকে জরুরি, বার্তা সেনাপ্রধানের

যে কোনও যুদ্ধেই জয়-পরাজয় অনেকাংশে নির্ভর করে বাহিনীর রসদের (Military Logistics) সরবরাহ ও জোগানের উপর ৷ সোমবার সেনাবাহিনীর রসদ সংক্রান্ত সম্মেলনে (Army Logistics Conference) এই বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন ভারতের বর্তমান সেনাপ্রধান জেনারেল মনোজ পাণ্ডে (Indian Army Chief General Manoj Pande) ৷

9. HC on Fake Cannabis Case: হাওড়া জুড়ে ভুয়ো গাঁজা মামলায় গ্রেফতার কেন, রাজ্যের রিপোর্ট তলব হাইকোর্টের

মিথ্যে গাঁজা মামলায় গ্রেফতারি বেশি রয়েছে হাওড়া জেলায়(HC on Fake Cannabis Case)৷ এই বিষয়ে জনস্বার্থ মামলা দায়ের হওয়ায় হাইকোর্ট এই বিষয়ে রাজ্যকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিল ৷

10. Maneka Gambhir: কয়লাপাচার কাণ্ডের তদন্তে ইডি অফিসে হাজিরা মেনকা গম্ভীরের

তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (Abhishek Banerjee) শ্যালিকা মেনকা গম্ভীর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.