ETV Bharat / bharat

Top News রাত 9টা

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (TOP NEWS)।

top news at 9 pm
টপ নিউজ রাত 9টা
author img

By

Published : Aug 26, 2022, 9:02 PM IST

1.ED Interrogates Partha জেলে গিয়ে পার্থকে জেরা ইডির, শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল বিধায়ক

নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এখন তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ শুক্রবার তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে (Presidency Correctional Home) যান গোয়েন্দারা ৷ সূত্রের খবর, ইডিকে শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

2.Himanta Slams Rahul রাহুল বিজেপির জন্য আশীর্বাদ, কটাক্ষ হিমন্তর

শুক্রবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ এই নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ তাঁর কটাক্ষ, রাহুল বিজেপির জন্য আশীর্বাদ ৷

3.Anubrata Mondal কৌশিকী অমাবস্যায় ডিম ছুঁলেন না অনুব্রত, খেলেন নিরামিষ

শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) ৷ তাই জেলে (Asansol Jail) খাবারে দেওয়া ডিম খেলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ নিরামিষ ডাল আর সবজি দিয়েই মেখে খেলেন দুপুরের ভাত ৷ রাতের মেনু রুটি আর সবজি ৷

4.Coal Smuggling Case দুর্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি

গরু, কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতি, বঙ্গ রাজনীতি এখন এই নিয়ে সরগরম ৷ আপাতত কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা ৷ দুর্নীতিতে পুলিশ আধিকারিকরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ৷

5.Sourav Ganguly আমাদেরও বুমরা নেই, আফ্রিদির অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ মহারাজ

তামাম ক্রিকেটবিশ্ব ভারতকে এগিয়ে রাখলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট (Sourav Ganguly) ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, বুমরার অনুপস্থিতিও মাথায় রাখতে হবে (Sourav on Asia Cup) ৷

6.Ganesh Idol Stolen চুরি গেল এক কোটির গণেশ মূর্তি, হাত বাঁধা অবস্থায় পুরোহিতকে উদ্ধার করল গ্রামবাসীরা

মন্দিরের পুরোহিত মহেশ কেওয়াতকে বন্দি করে চুরি করে দুষ্কৃতীরা (Ganesh Idol Stolen) । স্থানীয়দের মতে, এই প্রতিমার দাম এক কোটি টাকা । শুধু তাই নয়, মন্দির এবং বিগ্রহ অত্যন্ত জাগ্রত (Priceless Bhanwar Ganesh Idol Stolen from Temple) ।

7.Sharath Kamal Achanta কমনওয়েলথে সোনার কমল ফুটিয়ে শরথের চোখ প্যারিসে

বার্মিংহ্যাম গেমস থেকে একার হাতে এনেছেন তিনটি সোনা, একটি রুপো ৷ টেবল টেনিসের সোনার ছেলের এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক (Sharath eyes Paris Olympics) ৷ ইটিভি ভারতকে ভবিষ্যৎ পরিকল্পনা শোনালেন শরথ কমল ৷

8.Wife Searching Missing Husband টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

স্বামীকে খুঁজছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রতিমা রুইদাস (Wife Searching Missing Husband) ৷ তাঁর দাবি, ছ’মাস আগে তাঁর স্বামী টানা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছেন ৷ এখন স্বামীকে খুঁজে পেতে মরিয়া ওই মহিলা ৷

9.Threat Letter Case হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় গোপন জবানবন্দি দিলেন মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায় (Bappa Chatterjee) ৷ শুক্রবার আসানসোল ফৌজদারি আদালতে গোপন জবানবন্দি দেন তিনি ৷ তাঁর দাবি, তিনি নির্দোষ ৷

10.Tiruvannamalai স্ত্রীর সমাধির পাশে নিজের হাতে খোঁড়া কবরেই অন্তিম শয্যায় বৃদ্ধ

নিজের হাতে খোঁড়া কবরেই এক বৃদ্ধকে সমাধিস্থ করা হল ৷ তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভান্নামালাই (Tiruvannamalai) জেলার ভান্নানকুলাম (Vannankulam) গ্রামের ঘটনা ৷ জেনে নিন, কীভাবে ঘটল এই ঘটনা ৷

1.ED Interrogates Partha জেলে গিয়ে পার্থকে জেরা ইডির, শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিলেন তৃণমূল বিধায়ক

নিয়োগ দুর্নীতিতে (Bengal Recruitment Scam) পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate) ৷ এখন তিনি জেল হেফাজতে রয়েছেন ৷ শুক্রবার তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে (Presidency Correctional Home) যান গোয়েন্দারা ৷ সূত্রের খবর, ইডিকে শান্ত মেজাজেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায় ৷

2.Himanta Slams Rahul রাহুল বিজেপির জন্য আশীর্বাদ, কটাক্ষ হিমন্তর

শুক্রবার কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন জম্মু ও কাশ্মীরের নেতা গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ এই নিয়ে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিকে (Rahul Gandhi) কটাক্ষ করলেন অসমের মুখ্যমন্ত্রী বিজেপির হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma) ৷ তাঁর কটাক্ষ, রাহুল বিজেপির জন্য আশীর্বাদ ৷

3.Anubrata Mondal কৌশিকী অমাবস্যায় ডিম ছুঁলেন না অনুব্রত, খেলেন নিরামিষ

শুক্রবার ছিল কৌশিকী অমাবস্যা (Kaushiki Amavasya) ৷ তাই জেলে (Asansol Jail) খাবারে দেওয়া ডিম খেলেন না অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) ৷ নিরামিষ ডাল আর সবজি দিয়েই মেখে খেলেন দুপুরের ভাত ৷ রাতের মেনু রুটি আর সবজি ৷

4.Coal Smuggling Case দুর্নীতির তদন্তে একাধিক পুলিশ আধিকারিকের সম্পত্তির হিসেব খতিয়ে দেখছে ইডি

গরু, কয়লা পাচার থেকে নিয়োগ দুর্নীতি, বঙ্গ রাজনীতি এখন এই নিয়ে সরগরম ৷ আপাতত কাঠগড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) একাধিক নেতা ৷ দুর্নীতিতে পুলিশ আধিকারিকরাও জড়িত থাকতে পারেন বলে সন্দেহ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) ৷

5.Sourav Ganguly আমাদেরও বুমরা নেই, আফ্রিদির অনুপস্থিতিতে ভারতকে এগিয়ে রাখতে নারাজ মহারাজ

তামাম ক্রিকেটবিশ্ব ভারতকে এগিয়ে রাখলেও আত্মতুষ্টিতে ভুগতে রাজি নন বিসিসিআই প্রেসিডেন্ট (Sourav Ganguly) ৷ সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিলেন, বুমরার অনুপস্থিতিও মাথায় রাখতে হবে (Sourav on Asia Cup) ৷

6.Ganesh Idol Stolen চুরি গেল এক কোটির গণেশ মূর্তি, হাত বাঁধা অবস্থায় পুরোহিতকে উদ্ধার করল গ্রামবাসীরা

মন্দিরের পুরোহিত মহেশ কেওয়াতকে বন্দি করে চুরি করে দুষ্কৃতীরা (Ganesh Idol Stolen) । স্থানীয়দের মতে, এই প্রতিমার দাম এক কোটি টাকা । শুধু তাই নয়, মন্দির এবং বিগ্রহ অত্যন্ত জাগ্রত (Priceless Bhanwar Ganesh Idol Stolen from Temple) ।

7.Sharath Kamal Achanta কমনওয়েলথে সোনার কমল ফুটিয়ে শরথের চোখ প্যারিসে

বার্মিংহ্যাম গেমস থেকে একার হাতে এনেছেন তিনটি সোনা, একটি রুপো ৷ টেবল টেনিসের সোনার ছেলের এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক (Sharath eyes Paris Olympics) ৷ ইটিভি ভারতকে ভবিষ্যৎ পরিকল্পনা শোনালেন শরথ কমল ৷

8.Wife Searching Missing Husband টাকা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে নিখোঁজ স্বামী, 6 মাস ধরে খুঁজছেন স্ত্রী

স্বামীকে খুঁজছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার প্রতিমা রুইদাস (Wife Searching Missing Husband) ৷ তাঁর দাবি, ছ’মাস আগে তাঁর স্বামী টানা ও সোনা নিয়ে অন্য মহিলার সঙ্গে পালিয়ে গিয়েছেন ৷ এখন স্বামীকে খুঁজে পেতে মরিয়া ওই মহিলা ৷

9.Threat Letter Case হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় গোপন জবানবন্দি দিলেন মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায় (Bappa Chatterjee) ৷ শুক্রবার আসানসোল ফৌজদারি আদালতে গোপন জবানবন্দি দেন তিনি ৷ তাঁর দাবি, তিনি নির্দোষ ৷

10.Tiruvannamalai স্ত্রীর সমাধির পাশে নিজের হাতে খোঁড়া কবরেই অন্তিম শয্যায় বৃদ্ধ

নিজের হাতে খোঁড়া কবরেই এক বৃদ্ধকে সমাধিস্থ করা হল ৷ তামিলনাড়ুর (Tamil Nadu) তিরুভান্নামালাই (Tiruvannamalai) জেলার ভান্নানকুলাম (Vannankulam) গ্রামের ঘটনা ৷ জেনে নিন, কীভাবে ঘটল এই ঘটনা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.