ETV Bharat / bharat

TOP NEWS সন্ধে 7টা - TOP NEWS

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

news at a glance
ETV Bharat
author img

By

Published : Aug 26, 2022, 7:01 PM IST

  1. Threat Letter Case হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় গোপন জবানবন্দি দিলেন মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায় (Bappa Chatterjee) ৷

2. Man Arrested With Cocaine কোকেনসহ দমদম বিমানবন্দরে ধৃত ব্রাজিলের যুবক

কোকেন-সহ কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার এক যুবককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (NCB arrests man with cocaine from Kolkata Airport) ।

3. Azad Slams Rahul রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

শুক্রবার কংগ্রেস (Congress) থেকে পদত্যাগ করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) তিনি পাঁচ পাতার একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি কংগ্রেসের দুর্দশার জন্য কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷

4. Narendra Modi ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, ট্রুডোদের

ফের বিশ্বের সেরা রাষ্ট্রেনেতা নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মর্নিং কনসাল্ট (Morning Consult) নামে একটি সংস্থার করা সমীক্ষায় শীর্ষ স্থান দখল করেছেন তিনি ৷

5. TMC Rally অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের সংগঠন ধরে রাখতে মিছিল শতাব্দী রায়ের

কেন্দ্রীয় সরকারের অপশাসন ও জনবিরোধী নীতির প্রতিবাদে শুক্রবার সিউড়িতে একটি মিছিল করে তৃণমূলের বীরভূম জেলা মহিলা সংগঠন (Trinamool Congress Rally at Suri) ।

6. Virtual Partition Museum বাঙালির দেশভাগের যন্ত্রণা গুছিয়ে রাখবে ভার্চুয়াল সংগ্রহশালা

বাঙালির (Bengali) দেশভাগের (Partition of India) যন্ত্রণা সংরক্ষিত করতে রাখতে তৈরি হয়েছে ভার্চুয়াল সংগ্রহশালা (Virtual Partition Museum) ৷ আগামিদিনে বাস্তবেও এমন একটি সংগ্রহশালা তৈরি করা হবে ৷

7. Asia Cup নজরে বিশ্বকাপ, এশিয়া কাপ জিতেই প্রস্তুতি সারতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ৷ ভারত-পাক ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রমশ পারদ চড়ছে ৷ যদিও ক্রিকেটপ্রেমিরা বলছেন, এশিয়া কাপের যেকোনও দল নিজেদের দিনে অপ্রতিরোধ্য (Sub continental giants resume rivalry in Asia Cup) ৷

8. Kalyani University Pro VC Case বিনা যোগ্যতায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে গৌতম পাল, হাইকোর্টে মামলা দায়ের

যোগ্যতা ছাড়াই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদে বসেছেন গৌতম পাল (Gautam Paul) ৷ আর সেই অভিযোগে তাঁকে পদ থেকে বরাখাস্ত করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা (Kalyani University Pro VC Case) করলেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মী ৷

9. Madrasah Service Commission মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তরপত্র ও পেনের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

17 জানুয়ারি 2021 মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasah Service Commission) পরীক্ষা হয় । পরীক্ষার্থী আব্দুল হামিদের অভিযোগ, তাঁর উত্তরপত্রে কারচুপি করে ভুল উত্তরে গোল দাগ দেওয়া হয়েছে ৷

10. Aamir Khan Starrer Mogul Shelved লাল সিং চাড্ডার চূড়ান্ত ব্যর্থতা, স্থগিত হয়ে গেল আমিরের পরের ছবির কাজ

বলি তারকা আমির খানের লাল সিং চাড্ডার চুড়ান্ত ব্যর্থতার প্রভাব পড়ল তাঁর আগামী ছবি মগুলের ওপরেও (Laal Singh Chaddha failure )৷ জানা গিয়েছে এই ছবির কাজও পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য় (Gulshan Kumar biopic Mogul shelved ) ৷

  1. Threat Letter Case হুমকি চিঠি মামলায় গোপন জবানবন্দি অভিযুক্তের, নিজেকে নির্দোষ দাবি বাপ্পার

আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতের (Special CBI Court) বিচারক রাজেশ চক্রবর্তীকে (Justice Rajesh Chakraborty) হুমকি চিঠি (Threat Letter) পাঠানোর ঘটনায় গোপন জবানবন্দি দিলেন মূল অভিযুক্ত বাপ্পা চট্টোপাধ্যায় (Bappa Chatterjee) ৷

2. Man Arrested With Cocaine কোকেনসহ দমদম বিমানবন্দরে ধৃত ব্রাজিলের যুবক

কোকেন-সহ কলকাতা বিমানবন্দর থেকে শুক্রবার এক যুবককে গ্রেফতার করল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) (NCB arrests man with cocaine from Kolkata Airport) ।

3. Azad Slams Rahul রাহুলের শিশুসুলভ আচরণেই কংগ্রেসের দুর্দশা, সোনিয়াকে দেওয়া পদত্যাগপত্রে উল্লেখ আজাদের

শুক্রবার কংগ্রেস (Congress) থেকে পদত্যাগ করেছেন গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad) ৷ কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) তিনি পাঁচ পাতার একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন ৷ সেই চিঠিতে তিনি কংগ্রেসের দুর্দশার জন্য কাঠগড়ায় তুলেছেন রাহুল গান্ধিকে (Rahul Gandhi) ৷

4. Narendra Modi ফের বিশ্বসেরা মোদি, পিছনে ফেললেন বাইডেন, ট্রুডোদের

ফের বিশ্বের সেরা রাষ্ট্রেনেতা নির্বাচিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ৷ মর্নিং কনসাল্ট (Morning Consult) নামে একটি সংস্থার করা সমীক্ষায় শীর্ষ স্থান দখল করেছেন তিনি ৷

5. TMC Rally অনুব্রতহীন বীরভূমে তৃণমূলের সংগঠন ধরে রাখতে মিছিল শতাব্দী রায়ের

কেন্দ্রীয় সরকারের অপশাসন ও জনবিরোধী নীতির প্রতিবাদে শুক্রবার সিউড়িতে একটি মিছিল করে তৃণমূলের বীরভূম জেলা মহিলা সংগঠন (Trinamool Congress Rally at Suri) ।

6. Virtual Partition Museum বাঙালির দেশভাগের যন্ত্রণা গুছিয়ে রাখবে ভার্চুয়াল সংগ্রহশালা

বাঙালির (Bengali) দেশভাগের (Partition of India) যন্ত্রণা সংরক্ষিত করতে রাখতে তৈরি হয়েছে ভার্চুয়াল সংগ্রহশালা (Virtual Partition Museum) ৷ আগামিদিনে বাস্তবেও এমন একটি সংগ্রহশালা তৈরি করা হবে ৷

7. Asia Cup নজরে বিশ্বকাপ, এশিয়া কাপ জিতেই প্রস্তুতি সারতে মরিয়া চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ

রবিবাসরীয় সন্ধ্যায় আরব সাগরের তীরে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ৷ ভারত-পাক ম্যাচ নিয়ে ইতিমধ্যেই ক্রমশ পারদ চড়ছে ৷ যদিও ক্রিকেটপ্রেমিরা বলছেন, এশিয়া কাপের যেকোনও দল নিজেদের দিনে অপ্রতিরোধ্য (Sub continental giants resume rivalry in Asia Cup) ৷

8. Kalyani University Pro VC Case বিনা যোগ্যতায় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য পদে গৌতম পাল, হাইকোর্টে মামলা দায়ের

যোগ্যতা ছাড়াই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহউপাচার্য পদে বসেছেন গৌতম পাল (Gautam Paul) ৷ আর সেই অভিযোগে তাঁকে পদ থেকে বরাখাস্ত করার দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা (Kalyani University Pro VC Case) করলেন বিশ্ববিদ্যালয়ের এক কর্মী ৷

9. Madrasah Service Commission মাদ্রাসায় নিয়োগে দুর্নীতির অভিযোগ, উত্তরপত্র ও পেনের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ হাইকোর্টের

17 জানুয়ারি 2021 মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasah Service Commission) পরীক্ষা হয় । পরীক্ষার্থী আব্দুল হামিদের অভিযোগ, তাঁর উত্তরপত্রে কারচুপি করে ভুল উত্তরে গোল দাগ দেওয়া হয়েছে ৷

10. Aamir Khan Starrer Mogul Shelved লাল সিং চাড্ডার চূড়ান্ত ব্যর্থতা, স্থগিত হয়ে গেল আমিরের পরের ছবির কাজ

বলি তারকা আমির খানের লাল সিং চাড্ডার চুড়ান্ত ব্যর্থতার প্রভাব পড়ল তাঁর আগামী ছবি মগুলের ওপরেও (Laal Singh Chaddha failure )৷ জানা গিয়েছে এই ছবির কাজও পিছিয়ে দেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য় (Gulshan Kumar biopic Mogul shelved ) ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.