ETV Bharat / bharat

TOP NEWS: টপ নিউজ @ সন্ধে 7টা - news at a glance

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

TOP NEWS
টপ নিউজ সন্ধে 7টা
author img

By

Published : Jul 16, 2022, 7:04 PM IST

  1. Suvendu Adhikari: 21 জুলাইয়ের পালটা কর্মসূচিতে 'বাধা', হাইকোর্টে মামলা শুভেন্দুর

আগামী 21 জুলাই তৃণমূলের 'শহিদ দিবস'-এর (TMC 21 July Rally) পালটা 'উলুবেড়িয়া চলো'-এর ডাক দিয়েছে বিরোধী বিজেপি ৷

2. Modi Slams Opposition: ভোটের জন্য বিনামূল্যে পাইয়ে দেওয়ার সংস্কৃতিই দেশের জন্য বিপজ্জনক, দাবি প্রধানমন্ত্রীর

শনিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

3. Optimistic Virat Kohli: ‘দৃষ্টিভঙ্গি'! ব্যাডপ্যাচ কাটাতে সোশ্যাল মিডিয়ায় অর্থবহ পোস্ট বিরাটের

সোশ্যাল মিডিয়ায় মোটিভেশন্যাল পোস্ট বিরাট কোহলির (Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat) ৷ যা এখন চর্চার বিষয়বস্তু বিরাটের অনুরাগী থেকে সমালোচক সকলের মধ্যে ৷ ম্যাঞ্চেস্টারে তৃতীয় ওয়ান ডে-র আগে বিরাটের একটি ছবিকে ঘিরে যত আলোচনা এবং শোরগোল ৷

4. 21 July TMC rally: বাড়ছে করোনা, তৃণমূলের 21 জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

21 জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট 'শহিদ দিবস'-এর অনুষ্ঠান (plea in Calcutta HC Demanding virtual TMC Rally on 21 July) ভার্চুয়ালি করার দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে ৷ ডাক্তার সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন ৷

5. Derek O'Brien: মানুষের স্বার্থের কথা শুনতে নারাজ কেন্দ্র, টুইটে তোপ ডেরেকের

শনিবার বিকেলে সাংসদদের নিয়ে সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) বসবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) ৷ তার কয়েক ঘণ্টা আগেই টুইটে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) ৷

6. Toytrain Derailed: শৈলরানিতে ফের লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কে যাত্রীরা

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই টয় ট্রেনটি লাইনচ্যুত (Toytrain Derailed in Darjeeling) ! ঘটনায় আতঙ্কে যাত্রীরা ৷ দীর্ঘক্ষণ ওই টয় ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷

7. Selfie with Python: অজগরের সঙ্গে সেলফি তোলার নামে অত্যাচার, ভাইরাল ভিডিয়ো

লোকালয়ে অজগর, সেই অজগর হাতে তুলে ছবি তোলার হিড়িক ! এমনকী অজগর হাতে নিয়ে ছবি তোলার সময় সেটির গলাও চেপে ধরা হয় (Selfie with Python at Banarhat) ৷

8. BJP Slams Sonia: আহমেদের মাধ্যমে সোনিয়াই মোদিকে টার্গেট করেছিলেন, দাবি বিজেপির সম্বিতের

গুজরাত দাঙ্গার (Gujarat Riot 2022) পর সেখানকার মোদি সরকারকে ফেলতে কংগ্রেস নেতা প্রয়াত আহমেদ প্যাটেল তিস্তা সেতলওয়াড়কে টাকা দিয়েছিলেন ৷ আদালতে এমনই দাবি সিটের ৷ ফলে এই নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ শনিবার বিজেপি দাবি করেছে, এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi) ৷

9. Firhad Hakim: কলকাতার দূষণ বাড়াচ্ছে চিন্তা, পৌরনিগমের ভূমিকা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ

আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতে পণ্যবাহী গাড়ির দূষণ যে সমস্ত শহরে সর্বাধিক সেই তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে (Kolkata Pollution Condition) ।

10. Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন যশবন্তকেই, জানিয়ে দিল আপ

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে ৷ অন্যদিকে, বিরোধা জোটের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা ৷

  1. Suvendu Adhikari: 21 জুলাইয়ের পালটা কর্মসূচিতে 'বাধা', হাইকোর্টে মামলা শুভেন্দুর

আগামী 21 জুলাই তৃণমূলের 'শহিদ দিবস'-এর (TMC 21 July Rally) পালটা 'উলুবেড়িয়া চলো'-এর ডাক দিয়েছে বিরোধী বিজেপি ৷

2. Modi Slams Opposition: ভোটের জন্য বিনামূল্যে পাইয়ে দেওয়ার সংস্কৃতিই দেশের জন্য বিপজ্জনক, দাবি প্রধানমন্ত্রীর

শনিবার বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের (Bundelkhand Expressway) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Prime Minister Narendra Modi) ৷

3. Optimistic Virat Kohli: ‘দৃষ্টিভঙ্গি'! ব্যাডপ্যাচ কাটাতে সোশ্যাল মিডিয়ায় অর্থবহ পোস্ট বিরাটের

সোশ্যাল মিডিয়ায় মোটিভেশন্যাল পোস্ট বিরাট কোহলির (Optimistic Social Post of Virat Kohli Amidst Prolonged Lean Patch With Bat) ৷ যা এখন চর্চার বিষয়বস্তু বিরাটের অনুরাগী থেকে সমালোচক সকলের মধ্যে ৷ ম্যাঞ্চেস্টারে তৃতীয় ওয়ান ডে-র আগে বিরাটের একটি ছবিকে ঘিরে যত আলোচনা এবং শোরগোল ৷

4. 21 July TMC rally: বাড়ছে করোনা, তৃণমূলের 21 জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা

21 জুলাই তৃণমূল কংগ্রেসের মেগা ইভেন্ট 'শহিদ দিবস'-এর অনুষ্ঠান (plea in Calcutta HC Demanding virtual TMC Rally on 21 July) ভার্চুয়ালি করার দাবিতে জনস্বার্থ মামলা কলকাতা হাইকোর্টে ৷ ডাক্তার সঞ্জীবকুমার মুখোপাধ্যায় নামে এক ব্যক্তি হাইকোর্টে এই মামলা দায়ের করেছেন ৷

5. Derek O'Brien: মানুষের স্বার্থের কথা শুনতে নারাজ কেন্দ্র, টুইটে তোপ ডেরেকের

শনিবার বিকেলে সাংসদদের নিয়ে সর্বদলীয় বৈঠকে (All Party Meeting) বসবেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা (Om Birla) ৷ তার কয়েক ঘণ্টা আগেই টুইটে কেন্দ্রকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েন (Derek O'Brien) ৷

6. Toytrain Derailed: শৈলরানিতে ফের লাইনচ্যুত টয় ট্রেন, আতঙ্কে যাত্রীরা

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে যাত্রী বোঝাই টয় ট্রেনটি লাইনচ্যুত (Toytrain Derailed in Darjeeling) ! ঘটনায় আতঙ্কে যাত্রীরা ৷ দীর্ঘক্ষণ ওই টয় ট্রেনটি লাইনের উপরেই দাঁড়িয়ে থাকে ৷

7. Selfie with Python: অজগরের সঙ্গে সেলফি তোলার নামে অত্যাচার, ভাইরাল ভিডিয়ো

লোকালয়ে অজগর, সেই অজগর হাতে তুলে ছবি তোলার হিড়িক ! এমনকী অজগর হাতে নিয়ে ছবি তোলার সময় সেটির গলাও চেপে ধরা হয় (Selfie with Python at Banarhat) ৷

8. BJP Slams Sonia: আহমেদের মাধ্যমে সোনিয়াই মোদিকে টার্গেট করেছিলেন, দাবি বিজেপির সম্বিতের

গুজরাত দাঙ্গার (Gujarat Riot 2022) পর সেখানকার মোদি সরকারকে ফেলতে কংগ্রেস নেতা প্রয়াত আহমেদ প্যাটেল তিস্তা সেতলওয়াড়কে টাকা দিয়েছিলেন ৷ আদালতে এমনই দাবি সিটের ৷ ফলে এই নিয়ে সরগরম দেশের রাজনীতি ৷ শনিবার বিজেপি দাবি করেছে, এই চক্রান্তের নেপথ্যে রয়েছেন সোনিয়া গান্ধি (Congress Interim President Sonia Gandhi) ৷

9. Firhad Hakim: কলকাতার দূষণ বাড়াচ্ছে চিন্তা, পৌরনিগমের ভূমিকা প্রসঙ্গে মুখ খুললেন ফিরহাদ

আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছে, ভারতে পণ্যবাহী গাড়ির দূষণ যে সমস্ত শহরে সর্বাধিক সেই তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে (Kolkata Pollution Condition) ।

10. Presidential Election 2022: রাষ্ট্রপতি নির্বাচনে সমর্থন যশবন্তকেই, জানিয়ে দিল আপ

সোমবার রাষ্ট্রপতি নির্বাচন (Presidential Election 2022) ৷ এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট প্রার্থী করেছে দ্রৌপদী মুর্মুকে ৷ অন্যদিকে, বিরোধা জোটের প্রার্থী হয়েছেন যশবন্ত সিনহা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.