ETV Bharat / bharat

Top News: টপ নিউজ @ দুপুর 1 টা - Mahua Moitra Kali Controversy

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে (Top News) ।

Top News
টপ নিউজ
author img

By

Published : Jul 6, 2022, 1:13 PM IST

1. Mahua Moitra Kali Controversy: কালী-বিতর্কে টুইটারে তৃণমূলকে আনফলো মহুয়ার, তালিকায় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'কালী' তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক চলছে ৷ মহুয়া খোলাখুলি জানিয়েছিলেন, মা কালী তাঁর কাছে মাংস ও সুরা পান করেন, এমন একজন দেবী ৷ তাঁর এই মত সমর্থন করে না তৃণমূল কংগ্রেস ৷ এবার পালটা জবাব দিলেন সাংসদ-নেত্রী (Mahua Moitra Kali Controversy) ৷

2. Salman Chishti Arrested: নূপুর শর্মাকে নিয়ে বিতর্কিত ভিডিয়ো, আজমের থেকে গ্রেফতার সলমন চিস্তি

প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না ৷ একের পর এক খুন, প্রাণনাশের হুমকি ৷ সব মিলিয়ে তোলপাড় দেশ, এমনকী বিদেশও ৷ এবার তাঁর মাথা কাটার কথা জানিয়ে ভিডিয়ো করেছিল আজমেরের এক বাসিন্দা (Salman Chishti Arrested) ৷

3. LPG Price Hike: আরও দামি রান্নার গ্যাস, 2 মাসে বাড়ল 103 টাকা; দাম কোথায় কত ?

আরও দামি হল গৃহস্থের রান্নার গ্যাস (LPG Price Hike) ৷ সিলিন্ডারপিছু 50 টাকা বাড়ানো হয়েছে ৷ গত 2 মাসে সিলিন্ডারপিছু দাম বাড়ল 103 টাকা (Domestic Cooking gas cylinders costlier) ৷

4. Bangladesh Blogger Murder Case: বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Bangladesh Blogger Murder Case) ৷ তাকে তুলে দেওয়া হবে বাংলাদেশ পুলিশের হাতে (Kolkata police arrests Bangladesh blogger murder accused) ৷

5. Corona Update in India: করোনা সংক্রমণ ফের 16 হাজারের বেশি, ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও

করোনা সংক্রমণ বাড়ছে, কমছে ৷ তবে এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের চেয়ে পরিস্থিতিটা অন্যরকম ৷ হাসপাতালে ভর্তির সংখ্যা অথবা মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে (Corona Update in India) ৷

6. TMC: জোর করে কৃষকদের জমি দখল ! সিঙ্গুরের পথ থেকে কি সরে যাচ্ছে শাসকদল ?

সিঙ্গুরের জমি রক্ষায় ধর্না, আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ তাঁর সরকারের বিরুদ্ধেই ভাঙড়, দেউচা-পাচামির পর এবার ফরাক্কায় পুঁজিপতিদের স্বার্থে কৃষিজমি দখলের অভিযোগ । যদিও এই অভিযোগের পালটা দিয়েছেন অনেক তৃণমূল নেতা (TMC is allegedly occupying Farmers Land) ৷

7. Biman Bose: বামফ্রন্ট চেয়ারম্যান পদে বহাল বিমান বসু ! বিকেলেই ঘোষণা সেলিমের

বামফ্রন্ট চেয়ারম্যান (Left Front Chairman) পদে বহাল বিমান বসুই (Biman Bose) ৷ দাবি সূত্রের ৷ বুধবার বিকেলেই আনুষ্ঠানিক ঘোষণা মহম্মদ সেলিমের ৷

8. Prajapoti Shooting Starts: পর্দায় ফের একসঙ্গে দেব-মিঠুন, কলকাতায় শুটিং শুরু 'প্রজাপতি'-র

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাঁরা অভিনেতা ৷ ছবিই ধ্যানজ্ঞান তাঁদের ৷ বাংলা ছবির উন্নতির জন্য দু'জনেই অন্তপ্রাণ ৷ কথা হচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তীর ৷ সোমবার কলকাতায় তাঁদের আসন্ন ছবি 'প্রজাপতি'-র শুটিং শুরু করলেন দুই অভিনেতা (Dev-Mithun started shooting at Saltlake for their new bengali film Prajapoti) ৷

9. Wimbledon 2022: নোভাকের সেমিফাইনাল যাত্রাতেও উজ্জ্বল সিনার, রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় রাজা কি তিনিই ?

কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে নেমেছিলেন জোকার । প্রথম সেটেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই । শেষ হাসি হাসেন ইতালিয়ান । দ্বিতীয় সেটে জোকারকে কার্যত মাটি ধরান তিনি । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই তৃতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান জোকার (Novak Djokovic beats Jannik Sinner to reach Semifinal of Wimbledon) ।

10. Mumbai Heavy Rainfall: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রে

প্রবল বৃষ্টিতে প্লাবিত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা ৷ দাদর এবং সিওন এলাকায় জল জমেছে ৷ মঙ্গলবার বিকেলেই পাওয়াই লেকের জল উপচে পড়ে ৷ আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করে জানিয়েছে, 5-9 জুলাই, টানা পাঁচদিন অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে ৷

1. Mahua Moitra Kali Controversy: কালী-বিতর্কে টুইটারে তৃণমূলকে আনফলো মহুয়ার, তালিকায় রইলেন মমতা বন্দ্যোপাধ্যায়

'কালী' তথ্যচিত্রের পোস্টার নিয়ে বিতর্ক চলছে ৷ মহুয়া খোলাখুলি জানিয়েছিলেন, মা কালী তাঁর কাছে মাংস ও সুরা পান করেন, এমন একজন দেবী ৷ তাঁর এই মত সমর্থন করে না তৃণমূল কংগ্রেস ৷ এবার পালটা জবাব দিলেন সাংসদ-নেত্রী (Mahua Moitra Kali Controversy) ৷

2. Salman Chishti Arrested: নূপুর শর্মাকে নিয়ে বিতর্কিত ভিডিয়ো, আজমের থেকে গ্রেফতার সলমন চিস্তি

প্রাক্তন বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না ৷ একের পর এক খুন, প্রাণনাশের হুমকি ৷ সব মিলিয়ে তোলপাড় দেশ, এমনকী বিদেশও ৷ এবার তাঁর মাথা কাটার কথা জানিয়ে ভিডিয়ো করেছিল আজমেরের এক বাসিন্দা (Salman Chishti Arrested) ৷

3. LPG Price Hike: আরও দামি রান্নার গ্যাস, 2 মাসে বাড়ল 103 টাকা; দাম কোথায় কত ?

আরও দামি হল গৃহস্থের রান্নার গ্যাস (LPG Price Hike) ৷ সিলিন্ডারপিছু 50 টাকা বাড়ানো হয়েছে ৷ গত 2 মাসে সিলিন্ডারপিছু দাম বাড়ল 103 টাকা (Domestic Cooking gas cylinders costlier) ৷

4. Bangladesh Blogger Murder Case: বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

বাংলাদেশের ব্লগার খুনে অভিযুক্তকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Bangladesh Blogger Murder Case) ৷ তাকে তুলে দেওয়া হবে বাংলাদেশ পুলিশের হাতে (Kolkata police arrests Bangladesh blogger murder accused) ৷

5. Corona Update in India: করোনা সংক্রমণ ফের 16 হাজারের বেশি, ঊর্ধ্বমুখী সক্রিয় রোগীর সংখ্যাও

করোনা সংক্রমণ বাড়ছে, কমছে ৷ তবে এবার প্রথম, দ্বিতীয়, তৃতীয় ঢেউয়ের চেয়ে পরিস্থিতিটা অন্যরকম ৷ হাসপাতালে ভর্তির সংখ্যা অথবা মৃত্যুর সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে (Corona Update in India) ৷

6. TMC: জোর করে কৃষকদের জমি দখল ! সিঙ্গুরের পথ থেকে কি সরে যাচ্ছে শাসকদল ?

সিঙ্গুরের জমি রক্ষায় ধর্না, আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । আর আজ তাঁর সরকারের বিরুদ্ধেই ভাঙড়, দেউচা-পাচামির পর এবার ফরাক্কায় পুঁজিপতিদের স্বার্থে কৃষিজমি দখলের অভিযোগ । যদিও এই অভিযোগের পালটা দিয়েছেন অনেক তৃণমূল নেতা (TMC is allegedly occupying Farmers Land) ৷

7. Biman Bose: বামফ্রন্ট চেয়ারম্যান পদে বহাল বিমান বসু ! বিকেলেই ঘোষণা সেলিমের

বামফ্রন্ট চেয়ারম্যান (Left Front Chairman) পদে বহাল বিমান বসুই (Biman Bose) ৷ দাবি সূত্রের ৷ বুধবার বিকেলেই আনুষ্ঠানিক ঘোষণা মহম্মদ সেলিমের ৷

8. Prajapoti Shooting Starts: পর্দায় ফের একসঙ্গে দেব-মিঠুন, কলকাতায় শুটিং শুরু 'প্রজাপতি'-র

রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তাঁরা অভিনেতা ৷ ছবিই ধ্যানজ্ঞান তাঁদের ৷ বাংলা ছবির উন্নতির জন্য দু'জনেই অন্তপ্রাণ ৷ কথা হচ্ছে দেব এবং মিঠুন চক্রবর্তীর ৷ সোমবার কলকাতায় তাঁদের আসন্ন ছবি 'প্রজাপতি'-র শুটিং শুরু করলেন দুই অভিনেতা (Dev-Mithun started shooting at Saltlake for their new bengali film Prajapoti) ৷

9. Wimbledon 2022: নোভাকের সেমিফাইনাল যাত্রাতেও উজ্জ্বল সিনার, রজার-রাফা-জোকার পরবর্তী জমানায় রাজা কি তিনিই ?

কোয়ার্টার ফাইনালে এদিন সেন্টার কোর্টে ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে নেমেছিলেন জোকার । প্রথম সেটেই শুরু হয় হাড্ডাহাড্ডি লড়াই । শেষ হাসি হাসেন ইতালিয়ান । দ্বিতীয় সেটে জোকারকে কার্যত মাটি ধরান তিনি । যখন তারকা-পতনের মঞ্চ প্রায় তৈরি করে ফেলেছেন নবাগত, তখনই তৃতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান জোকার (Novak Djokovic beats Jannik Sinner to reach Semifinal of Wimbledon) ।

10. Mumbai Heavy Rainfall: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বাণিজ্য নগরী, বন্যা পরিস্থিতি মহারাষ্ট্রে

প্রবল বৃষ্টিতে প্লাবিত মুম্বই-সহ মহারাষ্ট্রের বিভিন্ন জায়গা ৷ দাদর এবং সিওন এলাকায় জল জমেছে ৷ মঙ্গলবার বিকেলেই পাওয়াই লেকের জল উপচে পড়ে ৷ আবহাওয়া দফতর কমলা সতর্কতা জারি করে জানিয়েছে, 5-9 জুলাই, টানা পাঁচদিন অতি ভারী বৃষ্টি হতে পারে মুম্বইয়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.