ETV Bharat / bharat

TOP NEWS : টপ নিউজ @ দুপুর 3 টে

রাজ্য, দেশ, বিদেশ, খেলাধুলো ও বিনোদন জগতের বাছাই করা সেরা দশটি খবর দেখে নিন একনজরে ।

author img

By

Published : Jun 17, 2022, 3:07 PM IST

TOP NEWS
টপ নিউজ @ দুপুর 3 টে

1. WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, ব়্যাংক পেয়েছে 98.5%

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Result 2022)। ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷

2. Agnipath Scheme: অগ্নিপথবিরোধী আন্দোলনের আঁচে উত্তাল বাংলা ! অবরোধ, বিক্ষোভে নাকাল আমজনতাI

কেন্দ্রের নয়া 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর প্রতিবাদে আগেই বিক্ষোভ, আন্দোলন শুরু হয়েছে বিহার, উত্তরপ্রদেশে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল পশ্চিমবঙ্গের নামও ৷ রাজ্য়ের নানা প্রান্তে চলছে অবরোধ, বিক্ষোভ ৷

3. Agnipath Scheme: বিক্ষোভের আগুন নেভাতে আসরে হেভিওয়েট মন্ত্রীরা, পরপর টুইট শাহ-রাজনাথ-সীতারমনদের

'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর সমর্থনে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীদের ৷ এই প্রকল্প যুবসমাজের জন্য এক 'সুবর্ণ সুযোগ', দাবি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) ৷ প্রকল্পের সমর্থনে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) অমিত শাহ (Amit Shah) এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনেরও (Finance Minister Nirmala Sitharaman) ৷

4. Agnipath Scheme Protest : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 8

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তেলেঙ্গানা পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 8 জনকে (One person killed and several injured) ।

5. Agnipath Scheme Protest: হাওড়া ব্রিজেও ‘অগ্নিপথ’ বিক্ষোভ, পুলিশি তৎপরতায় এড়াল যানজট

অগ্নিপথ (Agnipath Scheme Protest) প্রকল্পের প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখালেন সেনায় ভর্তির পরীক্ষা দেওয়া অসংখ্য যুবক (Howrah Bridge Block by Protestors) ৷ পাশাপাশি, 3 বছর আগে যাঁরা আবেদন করেছিলেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের গুরুত্ব দেওয়ার দাবিও জানানো হয় ৷

6. Suvendu Adhikari: এক বছরে 3 বার, শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল বিধানসভায় (Suvendu Adhikari)৷ এই নিয়ে এক বছরে 3 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে (Privilege Motion against Suvendu Adhikari)৷

7. Agnipath Scheme Protest : অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে

অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ করলেন বিক্ষোভকারীরা (Agnipath Scheme Protest)৷ তাঁদের দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে চেয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা (Rail blocked in Thakurnagar station)৷

8. HS Result 2022 : উচ্চমাধ্যমিকে সাফল্যের চূড়ায় স্নেহা, চিত্রশিল্পী হওয়ার স্বপ্নে বাধা অর্থাভাব

দারিদ্রতার মাঝেও উচ্চমাধ্যমিকে 98 শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে। বাবার মৃত্যুর পর মামার বাড়িতেই মানুষ স্নেহা দাস। আগামিদিনে চাকরি করে মাকে সহযোগিতা করতে চায়। সেই সঙ্গে খুব ভাল আঁকার হাত তার। চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন সেই কোন ছোটবেলা থেকে। কিন্তু ওর কাছে সেটাও ব্যয়সাধ্য ব্যাপার।

9. Agnipath Scheme Protest in Bihar : লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ এ নিয়ে আজ তিন দিন ধরে নানা ভাবে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা (Agnipath Scheme Protest in Bihar) ৷

10. Mrs India World 2022-2023 : 2022-23 মিস ইন্ডিয়ার খেতাব উঠল যে কন্যের মাথায়...

2022-23 মরশুমের ভারত সুন্দরীর মুকুট জিতে নিলেন এই অনন্যা কন্যে ৷ গত 15 জুন ঘোষিত হয় এই প্রতিযোগিতার ফলাফল ৷ দেখুন নতুন ভারত সুন্দরীর রূপের ঝলক ৷

1. WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল, ব়্যাংক পেয়েছে 98.5%

প্রকাশিত হল জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল (WBJEE Result 2022)। ব়্যাংক পেয়েছে 98.5 শতাংশ পরীক্ষার্থী ৷

2. Agnipath Scheme: অগ্নিপথবিরোধী আন্দোলনের আঁচে উত্তাল বাংলা ! অবরোধ, বিক্ষোভে নাকাল আমজনতাI

কেন্দ্রের নয়া 'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর প্রতিবাদে আগেই বিক্ষোভ, আন্দোলন শুরু হয়েছে বিহার, উত্তরপ্রদেশে ৷ এবার সেই তালিকায় জুড়ে গেল পশ্চিমবঙ্গের নামও ৷ রাজ্য়ের নানা প্রান্তে চলছে অবরোধ, বিক্ষোভ ৷

3. Agnipath Scheme: বিক্ষোভের আগুন নেভাতে আসরে হেভিওয়েট মন্ত্রীরা, পরপর টুইট শাহ-রাজনাথ-সীতারমনদের

'অগ্নিপথ প্রকল্প' (Agnipath Scheme)-এর সমর্থনে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীদের ৷ এই প্রকল্প যুবসমাজের জন্য এক 'সুবর্ণ সুযোগ', দাবি কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Defence Minister Rajnath Singh) ৷ প্রকল্পের সমর্থনে টুইট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Minister of Home Affairs) অমিত শাহ (Amit Shah) এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনেরও (Finance Minister Nirmala Sitharaman) ৷

4. Agnipath Scheme Protest : অগ্নিপথে অগ্নিগর্ভ দেশ ! বিক্ষোভ থামাতে সেকেন্দ্রাবাদে পুলিশের গুলিতে মৃত 1, আহত 8

অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালিয়েছে তেলেঙ্গানা পুলিশ । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মৃত্যু হয়েছে এক বিক্ষোভকারীর । গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে 8 জনকে (One person killed and several injured) ।

5. Agnipath Scheme Protest: হাওড়া ব্রিজেও ‘অগ্নিপথ’ বিক্ষোভ, পুলিশি তৎপরতায় এড়াল যানজট

অগ্নিপথ (Agnipath Scheme Protest) প্রকল্পের প্রতিবাদে হাওড়া ব্রিজে বিক্ষোভ দেখালেন সেনায় ভর্তির পরীক্ষা দেওয়া অসংখ্য যুবক (Howrah Bridge Block by Protestors) ৷ পাশাপাশি, 3 বছর আগে যাঁরা আবেদন করেছিলেন, নিয়োগের ক্ষেত্রে তাঁদের গুরুত্ব দেওয়ার দাবিও জানানো হয় ৷

6. Suvendu Adhikari: এক বছরে 3 বার, শুভেন্দুর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ফের স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল বিধানসভায় (Suvendu Adhikari)৷ এই নিয়ে এক বছরে 3 বার স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনা হল বিরোধী দলনেতার বিরুদ্ধে (Privilege Motion against Suvendu Adhikari)৷

7. Agnipath Scheme Protest : অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ, বিক্ষোভ শান্তনু ঠাকুরের বাড়ির সামনে

অগ্নিপথ প্রত্যাহারের দাবিতে ঠাকুরনগরের রেল অবরোধ করলেন বিক্ষোভকারীরা (Agnipath Scheme Protest)৷ তাঁদের দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলতে চেয়ে তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা (Rail blocked in Thakurnagar station)৷

8. HS Result 2022 : উচ্চমাধ্যমিকে সাফল্যের চূড়ায় স্নেহা, চিত্রশিল্পী হওয়ার স্বপ্নে বাধা অর্থাভাব

দারিদ্রতার মাঝেও উচ্চমাধ্যমিকে 98 শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে সে। বাবার মৃত্যুর পর মামার বাড়িতেই মানুষ স্নেহা দাস। আগামিদিনে চাকরি করে মাকে সহযোগিতা করতে চায়। সেই সঙ্গে খুব ভাল আঁকার হাত তার। চিত্রশিল্পী হওয়ার স্বপ্ন সেই কোন ছোটবেলা থেকে। কিন্তু ওর কাছে সেটাও ব্যয়সাধ্য ব্যাপার।

9. Agnipath Scheme Protest in Bihar : লখিসরাই স্টেশনে ট্রেনে আগুন, অগ্নিপথের প্রতিবাদ জারি

কেন্দ্রীয় সরকারের অগ্নিপথ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ এ নিয়ে আজ তিন দিন ধরে নানা ভাবে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা (Agnipath Scheme Protest in Bihar) ৷

10. Mrs India World 2022-2023 : 2022-23 মিস ইন্ডিয়ার খেতাব উঠল যে কন্যের মাথায়...

2022-23 মরশুমের ভারত সুন্দরীর মুকুট জিতে নিলেন এই অনন্যা কন্যে ৷ গত 15 জুন ঘোষিত হয় এই প্রতিযোগিতার ফলাফল ৷ দেখুন নতুন ভারত সুন্দরীর রূপের ঝলক ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.