ETV Bharat / bharat

Indians in Ukraine : ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সীমান্তে না যাওয়ার পরামর্শ দূতাবাসের - Indians in Ukraine

ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের দূতাবাসের সঙ্গে আগাম আলোচনা ছাড়া সীমান্তের দিকে যেতে নিষেধ করল দূতাবাস (News advisory issued by GOI for Indians in Ukraine) ৷

Russia Ukraine Conflict
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সীমান্তে না যেতে পরামর্শ দূতাবাসের
author img

By

Published : Feb 26, 2022, 9:25 AM IST

Updated : Feb 26, 2022, 10:02 AM IST

কিয়েভ, 26 ফেব্রুয়ারি : ক্রমশ জটিল আকার ধারণ করছে ইউক্রেন পরিস্থিতি ৷ এই অবস্থায় সে দেশে আটকে পড়া ভারতীয়দের, দূতাবাসের সঙ্গে আগাম আলোচনা ছাড়া ইউক্রেনের সীমান্তগুলির দিকে যেতে নিষেধ করল বিদেশমন্ত্রক ৷ এই মর্মে শনিবার নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে (News advisory issued by GOI for Indians in Ukraine) ৷

ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন প্রতিবেশী দেশ সংলগ্ন ইউক্রেন সীমান্তের চেকপোস্টগুলিতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ভারতীয় দূতাবাস প্রতিবেশী দেশগুলির দূতাবাস আধিকারীকদের সঙ্গে উদ্ধারকার্যের বিষয়ে আলোচনা চালাচ্ছে ৷ কিন্তু আতঙ্কে আগাম না জানিয়ে এত সংখ্যক ভারতীয় দেশে ফেরার তাগিদে চেকপোস্টগুলিতে পৌঁছচ্ছেন যে সমস্যা হচ্ছে ৷

নির্দেশিকায় বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিম প্রান্তের শহরগুলিতে যাঁরা আছেন তাঁরা তুলনামূলক ভাবে নিরাপদ অবস্থানে আছেন ৷ জল, খাদ্যের যোগানও সেখানে রয়েছে ৷ যাঁরা পূর্ব প্রান্তে রয়েছেন এবং সীমান্তে আসতে চাইছেন তাঁদের অনুরোধ করা হয়েছে পরবর্তী নির্দেশ ছাড়া তাঁরা যেন নিজেদের বর্তমান জায়গা ছেড়ে না নড়েন ৷ ঘরের ঘিতরে, নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস ৷ নির্দেশিকায় বলা হয়েছে, "শান্ত থাকুন, ভয় পাবেন না ৷ সতর্ক থাকুন ৷ চারপাশে কী ঘটছে সে বিষয়ে সজাগ থাকুন ৷"

আরও পড়ুন : ইউক্রেনে রাশিয়ার হামলার পাল্টা, পুতিনের সম্পত্তি জব্দের তোড়জোড়

অন্যদিকে, শুক্রবার রাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের প্রথম দল রোমানিয়ায় পৌঁছেছে ৷ এবার তাঁদের সেখান থেকে ভারতে ফেরার ব্যবস্থা করা হবে ৷

কিয়েভ, 26 ফেব্রুয়ারি : ক্রমশ জটিল আকার ধারণ করছে ইউক্রেন পরিস্থিতি ৷ এই অবস্থায় সে দেশে আটকে পড়া ভারতীয়দের, দূতাবাসের সঙ্গে আগাম আলোচনা ছাড়া ইউক্রেনের সীমান্তগুলির দিকে যেতে নিষেধ করল বিদেশমন্ত্রক ৷ এই মর্মে শনিবার নয়া নির্দেশিকা দেওয়া হয়েছে ভারত সরকারের তরফে (News advisory issued by GOI for Indians in Ukraine) ৷

ইউক্রেনে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, বিভিন্ন প্রতিবেশী দেশ সংলগ্ন ইউক্রেন সীমান্তের চেকপোস্টগুলিতে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে ৷ ভারতীয় দূতাবাস প্রতিবেশী দেশগুলির দূতাবাস আধিকারীকদের সঙ্গে উদ্ধারকার্যের বিষয়ে আলোচনা চালাচ্ছে ৷ কিন্তু আতঙ্কে আগাম না জানিয়ে এত সংখ্যক ভারতীয় দেশে ফেরার তাগিদে চেকপোস্টগুলিতে পৌঁছচ্ছেন যে সমস্যা হচ্ছে ৷

নির্দেশিকায় বলা হয়েছে, ইউক্রেনের পশ্চিম প্রান্তের শহরগুলিতে যাঁরা আছেন তাঁরা তুলনামূলক ভাবে নিরাপদ অবস্থানে আছেন ৷ জল, খাদ্যের যোগানও সেখানে রয়েছে ৷ যাঁরা পূর্ব প্রান্তে রয়েছেন এবং সীমান্তে আসতে চাইছেন তাঁদের অনুরোধ করা হয়েছে পরবর্তী নির্দেশ ছাড়া তাঁরা যেন নিজেদের বর্তমান জায়গা ছেড়ে না নড়েন ৷ ঘরের ঘিতরে, নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় দূতাবাস ৷ নির্দেশিকায় বলা হয়েছে, "শান্ত থাকুন, ভয় পাবেন না ৷ সতর্ক থাকুন ৷ চারপাশে কী ঘটছে সে বিষয়ে সজাগ থাকুন ৷"

আরও পড়ুন : ইউক্রেনে রাশিয়ার হামলার পাল্টা, পুতিনের সম্পত্তি জব্দের তোড়জোড়

অন্যদিকে, শুক্রবার রাতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র টুইট করে জানিয়েছেন, ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের প্রথম দল রোমানিয়ায় পৌঁছেছে ৷ এবার তাঁদের সেখান থেকে ভারতে ফেরার ব্যবস্থা করা হবে ৷

Last Updated : Feb 26, 2022, 10:02 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.