ETV Bharat / bharat

অক্সিজেন চেয়ে যুব কংগ্রেসকে আবেদন নিউজিল্য়ান্ড দূতাবাসের ! - টুইট

অক্সিজেন চেয়ে যুব কংগ্রেসকে আবেদন নিউজিল্য়ান্ড দূতাবাসের ! রবিবার সকালে নিউজিল্য়ান্ড দূতাবাসের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে যুব কংগ্রেসের উদ্দেশ্যে একটি এসওএস (জরুরি) বার্তা দেয় তারা ৷ তাতে বলা হয়, ‘‘নিউজিল্য়ান্ড দূতাবাসে কি জরুরি ভিত্তিতে আপানারা অক্সিজেন সরবরাহ করতে পারবেন ? ধন্যবাদ ৷’’ পরে অবশ্য টুইটটি মুছে ফেলা হয় ৷

New Zealand High Commission appeals to Youth Congress for oxygen!
অক্সিজেন চেয়ে যুব কংগ্রেসকে আবেদন নিউজিল্য়ান্ড দূতাবাসের !
author img

By

Published : May 2, 2021, 2:10 PM IST

নয়াদিল্লি, 2 মে : দেশের চার রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে ভোটগণনা ৷ তারই মধ্যে খবরে উঠে এল দিল্লিতে অবস্থিত নিউজিল্য়ান্ড দূতাবাসের কর্তৃপক্ষ ৷ কোভিড আবহে অক্সিজেন চেয়ে সটান যুব কংগ্রেসের দ্বারস্থ হল তারা ! যা নিয়ে শুরু নয়া বিতর্ক ৷

রবিবার সকাল সোওয়া ন’টায় নিউজিল্য়ান্ড দূতাবাসের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে যুব কংগ্রেসের উদ্দেশ্যে একটি এসওএস (জরুরি) বার্তা দেয় তারা ৷ তাতে বলা হয়, ‘‘নিউজিল্য়ান্ড দূতাবাসে কি জরুরি ভিত্তিতে আপানারা অক্সিজেন সরবরাহ করতে পারবেন ? ধন্যবাদ ৷’’

স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে কৌতূহল প্রকাশ করেন টুইটারেত্তিরা ৷ প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সিলিন্ডারের জন্য আবেদন না করে কেন বিরোধী কংগ্রেসের দ্বারস্থ হতে হল কিউয়ি দূতাবাসকে ? যদিও বিতর্কের আঁচ পেতেই টুইটটি মুছে দেয় নিউজিল্য়ান্ড দূতাবাস কর্তৃপক্ষ ৷ কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সেই টুইটের স্ক্রিন শট ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কংগ্রেসের তরফেও সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷

New Zealand High Commission appeals to Youth Congress for oxygen!
এই টুইট ঘিরেই শুরু হয় বিতর্ক ৷ যা পরে মুছে দেওয়া হয় ৷

আরও পড়ুন : কোভিড মোকাবিলায় ভারতের পাশে ফ্রান্স

এই প্রেক্ষাপটে আরও একটি টুইট করে নিউজিল্য়ান্ড দূতাবাস ৷ সেখানে তারা জানায়, তারা নিজেরাই অক্সিজেন সিলিন্ডারের ব্য়বস্থা করছে ৷ তাদের আগের টুইটের ভুল ব্য়াখ্যা করা হয়েছে বলেও দাবি করেছে দূতাবাস কর্তৃপক্ষ ৷ এমনকী, তার জন্য ক্ষমাও চেয়ে নেয় তারা ৷

নয়াদিল্লি, 2 মে : দেশের চার রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলে চলছে ভোটগণনা ৷ তারই মধ্যে খবরে উঠে এল দিল্লিতে অবস্থিত নিউজিল্য়ান্ড দূতাবাসের কর্তৃপক্ষ ৷ কোভিড আবহে অক্সিজেন চেয়ে সটান যুব কংগ্রেসের দ্বারস্থ হল তারা ! যা নিয়ে শুরু নয়া বিতর্ক ৷

রবিবার সকাল সোওয়া ন’টায় নিউজিল্য়ান্ড দূতাবাসের তরফে একটি টুইট করা হয় ৷ সেখানে যুব কংগ্রেসের উদ্দেশ্যে একটি এসওএস (জরুরি) বার্তা দেয় তারা ৷ তাতে বলা হয়, ‘‘নিউজিল্য়ান্ড দূতাবাসে কি জরুরি ভিত্তিতে আপানারা অক্সিজেন সরবরাহ করতে পারবেন ? ধন্যবাদ ৷’’

স্বাভাবিকভাবেই এই পোস্ট দেখে কৌতূহল প্রকাশ করেন টুইটারেত্তিরা ৷ প্রশ্ন ওঠে, কেন্দ্রীয় সরকারকে অক্সিজেন সিলিন্ডারের জন্য আবেদন না করে কেন বিরোধী কংগ্রেসের দ্বারস্থ হতে হল কিউয়ি দূতাবাসকে ? যদিও বিতর্কের আঁচ পেতেই টুইটটি মুছে দেয় নিউজিল্য়ান্ড দূতাবাস কর্তৃপক্ষ ৷ কিন্তু এই অল্প সময়ের মধ্যেই সেই টুইটের স্ক্রিন শট ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ কংগ্রেসের তরফেও সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷

New Zealand High Commission appeals to Youth Congress for oxygen!
এই টুইট ঘিরেই শুরু হয় বিতর্ক ৷ যা পরে মুছে দেওয়া হয় ৷

আরও পড়ুন : কোভিড মোকাবিলায় ভারতের পাশে ফ্রান্স

এই প্রেক্ষাপটে আরও একটি টুইট করে নিউজিল্য়ান্ড দূতাবাস ৷ সেখানে তারা জানায়, তারা নিজেরাই অক্সিজেন সিলিন্ডারের ব্য়বস্থা করছে ৷ তাদের আগের টুইটের ভুল ব্য়াখ্যা করা হয়েছে বলেও দাবি করেছে দূতাবাস কর্তৃপক্ষ ৷ এমনকী, তার জন্য ক্ষমাও চেয়ে নেয় তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.