ETV Bharat / bharat

#Sacche Din : মোদির 'আচ্ছে দিন'-এর পাল্টা তৃণমূলের 'সাচ্চে দিন'

গতকাল সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে #Sacche Din পোস্ট করেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তাঁর পোস্টে লেখা ছিল, কেন্দ্র সরকারের জুমলাকে হটিয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 'সাচ্চে দিন' নিয়ে আসতে পারেন ৷

Sacche Din
Sacche Din
author img

By

Published : Jul 30, 2021, 9:10 PM IST

কলকাতা, 30 জুলাই : যেদিন দিল্লি গেলেন সেদিন অর্থাৎ গত সোমবার রব উঠেছিল 'অব কি বার দিদি সরকার' ৷ খুব চেনা স্লোগান ৷ 'অব কি বার মোদি সরকার'-এর আদলে তৈরি সেই স্লোগানে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ আজ ফেরার দিনেও উঠল নতুন স্লোগান ৷ সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান 'সাচ্চে দিন' ৷ মোদির 'আচ্ছে দিন'-এর পাল্টা মমতার 'সাচ্চে দিন' ৷ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'সাচ্চে দিন' ৷

কেন সাচ্চে দিন ? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, "নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বর্তমান সরকার ভুল এবং ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলেছে ৷ যেসব প্রতিশ্রুতি কোনওদিনও বাস্তবের মুখ দেখে না ৷ যে কারণে এই সরকারকে বলা হয় জুমলা সরকার ৷ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিথ্যে প্রতিশ্রুতিগুলিকে সত্যিতে পরিণত করতে চাই ৷ আমরা ভুয়ো প্রতিশ্রুতি দিতে চাই না ৷" গতকাল সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে #Sacche Din পোস্ট করেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তাঁর পোস্টে লেখা ছিল, কেন্দ্র সরকারের জুমলাকে হটিয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 'সাচ্চে দিন' নিয়ে আসতে পারেন ৷

তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের মতো গোটা দেশ জুড়ে কৃষকবন্ধু প্রকল্পের অধীনে চাষিদের দশ হাজার টাকা করে দেওয়া হবে ৷ নরেন্দ্র মোদি সরকারের শাসনকালে কৃষকরা কষ্টের মধ্যে রয়েছে ৷ একমাত্র সরকারের পরিবর্তন তাঁদের মুখে হাসি ফোটাতে পারে ৷" রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা মা দুর্গার মতো এসে সব অসুরের বিনাশ করবেন এবং তাতেই হবে 'সাচ্চে দিন' ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : দেশের গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে মাসে দু’বার দিল্লি যাবেন মমতা

বিজেপির মতো সোশ্যাল মিডিয়াকে পুরোদমে কাজে লাগাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা ভার্চুয়াল জগতে বেশ সক্রিয় ৷ মনোজ তিওয়ারি, খগেশ্বর রায়, অসিত মজুমদাররাও নিজেরে টুইটার হ্যান্ডেলে হ্যাশট্যাগ দিয়ে দলের নতুন স্লোগান তুলে ধরেছেন ৷ এই বিষয়ে দলের বিধায়ক তাপস রায় বলেছেন, ‘‘একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হলেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে দাঁড়ানোর মতো মুখ ৷ দেশের মানুষ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ৷ নতুন সরকার ক্ষমতায় এলে জুমলার দিনও শেষ হবে ৷ মিথ্যে প্রতিশ্রুতির দিনের শেষ হল #Sacche Din ৷’’

কলকাতা, 30 জুলাই : যেদিন দিল্লি গেলেন সেদিন অর্থাৎ গত সোমবার রব উঠেছিল 'অব কি বার দিদি সরকার' ৷ খুব চেনা স্লোগান ৷ 'অব কি বার মোদি সরকার'-এর আদলে তৈরি সেই স্লোগানে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া ৷ আজ ফেরার দিনেও উঠল নতুন স্লোগান ৷ সোশ্যাল মিডিয়ায় তৃণমূল কংগ্রেসের নতুন স্লোগান 'সাচ্চে দিন' ৷ মোদির 'আচ্ছে দিন'-এর পাল্টা মমতার 'সাচ্চে দিন' ৷ হ্যাশট্যাগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'সাচ্চে দিন' ৷

কেন সাচ্চে দিন ? তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বলছে, "নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রের বর্তমান সরকার ভুল এবং ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলেছে ৷ যেসব প্রতিশ্রুতি কোনওদিনও বাস্তবের মুখ দেখে না ৷ যে কারণে এই সরকারকে বলা হয় জুমলা সরকার ৷ আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিথ্যে প্রতিশ্রুতিগুলিকে সত্যিতে পরিণত করতে চাই ৷ আমরা ভুয়ো প্রতিশ্রুতি দিতে চাই না ৷" গতকাল সন্ধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে #Sacche Din পোস্ট করেন সদ্য কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় ৷ তাঁর পোস্টে লেখা ছিল, কেন্দ্র সরকারের জুমলাকে হটিয়ে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় 'সাচ্চে দিন' নিয়ে আসতে পারেন ৷

তিনি লেখেন, "পশ্চিমবঙ্গের মতো গোটা দেশ জুড়ে কৃষকবন্ধু প্রকল্পের অধীনে চাষিদের দশ হাজার টাকা করে দেওয়া হবে ৷ নরেন্দ্র মোদি সরকারের শাসনকালে কৃষকরা কষ্টের মধ্যে রয়েছে ৷ একমাত্র সরকারের পরিবর্তন তাঁদের মুখে হাসি ফোটাতে পারে ৷" রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ লেখেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা মা দুর্গার মতো এসে সব অসুরের বিনাশ করবেন এবং তাতেই হবে 'সাচ্চে দিন' ৷"

আরও পড়ুন : Mamata Banerjee : দেশের গণতন্ত্র বাঁচানোর লক্ষ্যে মাসে দু’বার দিল্লি যাবেন মমতা

বিজেপির মতো সোশ্যাল মিডিয়াকে পুরোদমে কাজে লাগাতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস ৷ বর্তমানে তৃণমূল কংগ্রেসের নেতা, মন্ত্রীরা ভার্চুয়াল জগতে বেশ সক্রিয় ৷ মনোজ তিওয়ারি, খগেশ্বর রায়, অসিত মজুমদাররাও নিজেরে টুইটার হ্যান্ডেলে হ্যাশট্যাগ দিয়ে দলের নতুন স্লোগান তুলে ধরেছেন ৷ এই বিষয়ে দলের বিধায়ক তাপস রায় বলেছেন, ‘‘একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হলেন নরেন্দ্র মোদির বিরুদ্ধে দাঁড়ানোর মতো মুখ ৷ দেশের মানুষ তাঁকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ৷ নতুন সরকার ক্ষমতায় এলে জুমলার দিনও শেষ হবে ৷ মিথ্যে প্রতিশ্রুতির দিনের শেষ হল #Sacche Din ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.