কলকাতা, 9 অগস্ট : ত্রিপুরার মাটিতে নতুন স্লোগান নিয়ে এবার ময়দানে নামছে তৃণমূল । বলা যেতে পারে, এটা তৃণমূলের এক নয়া কৌশল । এই স্লোগান হল ‘জিতবে ত্রিপুরা’ ৷ যার মাধ্যমে ত্রিপুরাবাসীর কাছে তৃণমূল জানাতে চাইছে, তাদের ত্রিপুরা জয় কতটা নিশ্চিত । উল্লেখ্য, এই মুহূর্তে ত্রিপুরার মাটিতে বিরোধী দল সিপিএম ৷ কিন্তু, সেভাবে তারা সেখানে বিরোধীর জায়গাটা যেন নিতে পারছে না ৷ কংগ্রেসের মধ্যেও সেই ব্যাপরটা নেই ৷ সেখানে মাত্র দুই থেকে তিন সপ্তাহেই তৃণমূল এখানে বিজেপিকে টক্কর দেওয়ার মতো একটা প্রধান শক্তি হিসেবে উঠে এসেছে ৷ আর সেখান থেকেই কোথাও যেন একটা আত্মবিশ্বাস জন্মেছে ঘাসফুল শিবিরে । ‘জিতবে ত্রিপুরা’ স্লোগানের মাধ্যমে রাজ্যের মানুষের কাছে সেটাকেই তুলে ধরতে চাইছে তারা ৷
![ত্রিপুরা](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:26:48:1628513808_tmcnewsloganintripura_09082021180657_0908f_1628512617_884.jpg)
গত সপ্তাহে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতে এসেছিলেন, সেই সময় তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিয়েছিল তাদের টার্গেট ত্রিপুরা । তখন স্লোগান ছিল এবার ত্রিপুরা । এক সপ্তাহের মধ্যে যে ধরনের রাজনৈতিক কর্মসূচি তৃণমূল এখানে চালিয়েছে, তাতে তাদের স্লোগান বদলে ফেলেছে পশ্চিমবঙ্গের শাসকদল । শুধু তাই নয়, এখন তাদের সাংবাদিক সম্মেলনের সময় ব্যাকড্রপেও থাকছে নয়া স্লোগান । এখন যে স্লোগান তৃণমূল কংগ্রেস সামনে রেখে এগোচ্ছে তার নাম 'জিতবে ত্রিপুরা'। অর্থাৎ তৃণমূল কংগ্রেস আত্মবিশ্বাসী আগামী দিনে এই রাজ্যে তারা সরকার গড়তে পারবে । তৃণমূল নেতৃত্বের বক্তব্য অনুযায়ী, গত কয়েকদিন ধরে বিভিন্ন জায়গা থেকে তাদের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, মারধর করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কিন্তু তারপরও উৎসাহ নিয়ে প্রচুর ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তারা সুদীপ রায়বর্মন, বিপ্লব দেবের পদত্যাগ চাইছেন। সুনীল দেওধর বিপ্লব দেবকে পছন্দ করেন না । বিজেপির মধ্যে থেকেও বিপ্লব দেবের বিরোধিতার আওয়াজ উঠছে । তাই তৃণমূল মনে করছে, তাদের পক্ষে ত্রিপুরায় সরকার গঠন করা সম্ভব । আর তাই স্লোগান বদল করে নতুন স্লোগান জিতবে ত্রিপুরা ব্যবহার করতে শুরু করেছে তৃণমূল ।
আরও পড়ুন, TMC Protests : ত্রিপুরায় তৃণমূলের ছাত্র-যুবদের উপর হামলার প্রতিবাদ, ধরনা দলীয় সাংসদদের
এদিন এপ্রসঙ্গে রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘’আগে ছিল এবার ত্রিপুরা, এখন দেখছেন জিতবে ত্রিপুরা । আগামীতে দেখবেন জিতল ত্রিপুরা । মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখানে ভূমিপুত্রদের উদ্যোগে মানুষের মহাজোটের সরকারের নেতৃত্ব দেবে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস । সেক্ষেত্রে এরাজ্যে বিপ্লব দেবের সরকারের পতন শুধু সময়ের অপেক্ষা ।’’