ETV Bharat / bharat

Punjab New Office Timing: নয়া নিয়মে সকাল সাড়ে 7টায় সরকারি অফিস খুলল পঞ্জাবে - পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

মঙ্গলবার থেকে পঞ্জাবের সরকারি অফিসগুলির সময় সকাল সাড়ে 7টা থেকে দুপুর 2 পর্যন্ত হয়ে গেল ৷ আগামী 15 জুলাই পর্যন্ত এই নিয়মেই চলবে সরকারি অফিসের কাজকর্ম ৷ এদিন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও নির্ধারিত সময়ে অফিসে চলে আসেন ৷

Punjab New Office Timing
Punjab New Office Timing
author img

By

Published : May 2, 2023, 1:57 PM IST

চণ্ডীগড়, 2 মে: মঙ্গলবার থেকে পঞ্জাবের সরকারি অফিসগুলিতে নতুন সময়ে কাজ শুরু হল ৷ এখন থেকে ওই রাজ্যের অফিস আর সকাল 9টায় শুরু হবে না ৷ সকাল সাড়ে 7টা থেকেই শুরু হবে কাজ ৷ এদিন সেই অনুযায়ী কাজ শুরু হয় ওই রাজ্যের সরকারি অফিসগুলিতে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্বয়ং নির্ধারিত সময়ে অফিসে চলে আসেন ৷ তিনি জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে ৷ তবে এই সিদ্ধান্তের ফলে আরও অনেক সুবিধা পাওয়া যাবে ৷

এতদিন পঞ্জাবে সরকারি অফিসগুলিতে কাজ শেষ হত বিকেল 5টাতে ৷ কিন্তু এখন থেকে তা শেষ হবে দুপুর 2টোয় ৷ আগামী 15 জুলাই পর্যন্ত এই নিয়ম মেনেই চলবে সরকারি অফিসগুলি ৷ এর ফলে ওই রাজ্যে 40 থেকে 42 কোটি টাকা সাশ্রয় হবে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতে, পঞ্জাবে বিদ্যুতের সমস্যা সবচেয়ে বড় ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত ৷ তবে এই নিয়ম বলবৎ করার আগে সরকারি আধিকারিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার অর্থ পঞ্জাবে বিদ্যুতের ঘাটতি রয়েছে, তেমনটা নয় ৷ পঞ্জাবে বিদ্যুতের কোনও ঘাটতি নেই ৷ তাঁর দাবি, বরং উচ্চ তাপমাত্রার আবহাওয়ায় সকাল সকাল সরকারি কর্মীরা সব কাজ দ্রুত শেষ করে বাড়ি ফিরতে পারবেন ৷ পড়ুয়াদের জন্য স্কুলের সময়ও বদল করা হয়েছে ৷ এতে অভিভাবকদেরও কোনও সমস্যা হবে না ৷

তিনি আরও জানান, সাত সকালে কর্মচারীরা একেবারে ফুরফুরে মেজাজে অফিসে আসতে পারবেন ৷ এতে কাজের গতি বাড়বে ৷ তাছাড়া ট্রাফিকের সমস্যাও অনেকটা কমবে৷ আর যে বিদ্যুতের সাশ্রয় হবে, তা চাষের কাজে ব্যবহার করা যাবে ৷ মানের আশা, পঞ্জাবের থেকে শিক্ষা নিয়ে অন্য রাজ্যগুলিও একই সিদ্ধান্ত নেবে ৷ এই ভাবে সারা দেশে বিদ্যুতের সাশ্রয় হবে ৷

একই সঙ্গে তিনি আরও জানান, নয়া নিয়মে কেমন চলছে সরকারি অফিসগুলি, এই নিয়ে সংশ্লিষ্ট সবপক্ষের প্রতিক্রিয়া নেওয়া হবে ৷ তার সিদ্ধান্ত নেওয়া হবে আগামী 15 জুলাই এই নিয়ম চালু রাখা হবে কি না !

আরও পড়ুন: সকাল 7.30 থেকে দুপুর 2টো কাজ সরকারি অফিসে, বিদ্যুৎ সাশ্রয়ে নয়া উদ্যোগ

চণ্ডীগড়, 2 মে: মঙ্গলবার থেকে পঞ্জাবের সরকারি অফিসগুলিতে নতুন সময়ে কাজ শুরু হল ৷ এখন থেকে ওই রাজ্যের অফিস আর সকাল 9টায় শুরু হবে না ৷ সকাল সাড়ে 7টা থেকেই শুরু হবে কাজ ৷ এদিন সেই অনুযায়ী কাজ শুরু হয় ওই রাজ্যের সরকারি অফিসগুলিতে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান স্বয়ং নির্ধারিত সময়ে অফিসে চলে আসেন ৷ তিনি জানিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয় করার জন্য এই সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে ৷ তবে এই সিদ্ধান্তের ফলে আরও অনেক সুবিধা পাওয়া যাবে ৷

এতদিন পঞ্জাবে সরকারি অফিসগুলিতে কাজ শেষ হত বিকেল 5টাতে ৷ কিন্তু এখন থেকে তা শেষ হবে দুপুর 2টোয় ৷ আগামী 15 জুলাই পর্যন্ত এই নিয়ম মেনেই চলবে সরকারি অফিসগুলি ৷ এর ফলে ওই রাজ্যে 40 থেকে 42 কোটি টাকা সাশ্রয় হবে ৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রীর মতে, পঞ্জাবে বিদ্যুতের সমস্যা সবচেয়ে বড় ৷ সেই কারণেই এই সিদ্ধান্ত ৷ তবে এই নিয়ম বলবৎ করার আগে সরকারি আধিকারিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন ৷

তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এই সিদ্ধান্ত নেওয়ার অর্থ পঞ্জাবে বিদ্যুতের ঘাটতি রয়েছে, তেমনটা নয় ৷ পঞ্জাবে বিদ্যুতের কোনও ঘাটতি নেই ৷ তাঁর দাবি, বরং উচ্চ তাপমাত্রার আবহাওয়ায় সকাল সকাল সরকারি কর্মীরা সব কাজ দ্রুত শেষ করে বাড়ি ফিরতে পারবেন ৷ পড়ুয়াদের জন্য স্কুলের সময়ও বদল করা হয়েছে ৷ এতে অভিভাবকদেরও কোনও সমস্যা হবে না ৷

তিনি আরও জানান, সাত সকালে কর্মচারীরা একেবারে ফুরফুরে মেজাজে অফিসে আসতে পারবেন ৷ এতে কাজের গতি বাড়বে ৷ তাছাড়া ট্রাফিকের সমস্যাও অনেকটা কমবে৷ আর যে বিদ্যুতের সাশ্রয় হবে, তা চাষের কাজে ব্যবহার করা যাবে ৷ মানের আশা, পঞ্জাবের থেকে শিক্ষা নিয়ে অন্য রাজ্যগুলিও একই সিদ্ধান্ত নেবে ৷ এই ভাবে সারা দেশে বিদ্যুতের সাশ্রয় হবে ৷

একই সঙ্গে তিনি আরও জানান, নয়া নিয়মে কেমন চলছে সরকারি অফিসগুলি, এই নিয়ে সংশ্লিষ্ট সবপক্ষের প্রতিক্রিয়া নেওয়া হবে ৷ তার সিদ্ধান্ত নেওয়া হবে আগামী 15 জুলাই এই নিয়ম চালু রাখা হবে কি না !

আরও পড়ুন: সকাল 7.30 থেকে দুপুর 2টো কাজ সরকারি অফিসে, বিদ্যুৎ সাশ্রয়ে নয়া উদ্যোগ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.