নয়াদিল্লি, 9 জুন : কো-উইন অ্যাপ ও ওয়েবসাইট আপডেট করা হল ৷ এতে যোগ করা হল নতুন একটা ফিচার ৷ এই বিশেষ ফিচারটি হল ‘রেইজ অ্যান ইস্যু’ ৷ অর্থাৎ কোনও সমস্যা থাকলে জানানোর জন্য এই ব্যবস্থা করা হল ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই তথ্য দেওয়া হয়েছে ৷ তারা জানিয়েছে যে টিকাকরণের শংসাপত্রকে আরও নির্ভুল করার জন্য এই আপডেট করা হল ৷
এখন থেকে কো-উইন অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে ‘রেইজ অ্যান ইস্যু’ ক্যাটগরির মাধ্যমে যেকোনও ব্যবহারকারী টিকাকরণের শংসাপত্রে নিজের নাম, লিঙ্গ ও জন্ম সাল বদলে ফেলতে পারবেন ৷ এই নিয়ে একটি টুইট করেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব বিকাশ শীল ৷ তিনি লিখেছেন, ‘‘এখন কো-উইনকে আরও নাগরিক-বান্ধব করা হল ৷ এখন থেকে ব্যবহারকারীরা নিজেই টিকাকরণের শংসাপত্রের ভুল শুধরে নিতে পারবেন ৷’’
একই সঙ্গে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে যে মঙ্গলবার পর্যন্ত সারা দেশে 23.6 কোটি টিকাকরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ৷
আরও পড়ুন : ভারত বায়োটেকের ক্যাম্পাসের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী