গাড়ওয়াল (উত্তরাখণ্ড), 31 অগস্ট : ফের করোনাভাইরাসের নতুন ধরনের খোঁজ মিলল ৷ এর নাম ডেল্টা প্লাস্ট এওয়াই-12 (Delta Plus AY-12) ৷ এই প্রথম করোনাভাইরাসের এমন সংক্রমণের খবর পাওয়া গেল পৌরি গাড়ওয়াল জেলায় (Pauri Garhwal) ৷ সোমবার উত্তরাখণ্ডে গাড়ওয়ালের কোতদ্বারে (Kotdwar) এক রোগী ডেল্টা প্লাসের এই ধরনে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে ৷
রাজ্যের স্বাস্থ্য দফতর অনুযায়ী, প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হয়েছে এবং রোগীকে বাড়িতে কোয়ারান্টিনে রাখা হয়েছে ৷ স্বাস্থ্য বিভাগের একটি দল সারাক্ষণ রোগীর অবস্থা পর্যবেক্ষণে রয়েছে ৷
আরও পড়ুন : Corona in India : একদিনে সংক্রমণ কমে 30 হাজারের ঘরে, কেরালা একাই সাড়ে 19 হাজার
এক আধিকারিক জানিয়েছেন, এই রোগীর সংস্পর্শে আসা অন্যদের খুঁজে বার করা হয়েছে ৷ গাড়ওয়াল জেলা প্রবেশের জায়গাগুলোতে কোভিড-19 পরীক্ষা করা হচ্ছে ৷ জেলায় নতুন করে 15 জন কোভিড সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৷
জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক ডাঃ মনোজ শর্মা বলেন, "করোনাভাইরাসের ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্ত ওই রোগী কোথায় কোথায় গিয়েছিলেন, সেই তথ্য নেওয়া হয়েছে ৷ পাশাপাশি, রোগীর সংস্পর্শে আসা আত্মীয় এবং অন্য মানুষদেরও সন্ধান পাওয়া গিয়েছে ৷"
ইতিমধ্যে, সোমবার এই নতুন সংক্রমণের সঙ্গে রুদ্রপ্রয়াগে ডেল্টা প্লাস ভ্যারিয়্যান্টে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে 15, জানিয়েছে জেলা স্বাস্থ্য দফতর ৷