ETV Bharat / bharat

কর্নাটকে একদিনে করোনা আক্রান্ত দশ হাজারেরও বেশি - কর্নাটকের দৈনিক করোনা সংক্রমন

কর্নাটকে করোনা আক্রান্তের নয়া রেকর্ড ৷ শনিবার সেখানে দৈনিক করোনা সংক্রমণ অতিক্রম করল দশ হাজারের গণ্ডি ৷ এখনও পর্যন্ত এই রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন 10,65,290 জন ৷ বর্তমানে এই রাজ্যে করোনা পজিটিভের সংখ্যা 69,225 ৷

Covid cases in Karnataka
কর্নাটকে করোনার নয়া রেকর্ড
author img

By

Published : Apr 12, 2021, 4:04 PM IST

বেঙ্গালুরু, 12 এপ্রিল : কর্নাটকে এই প্রথমবার দৈনিক করোনা সংক্রমণ পার করল দশ হাজারের গণ্ডি ৷ আজ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা 10,250 ৷ যার মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরুতেই করোনা আক্রান্ত হয়েছেন 7,584 জন ৷

কর্নাটকের এমন ভয়াবহ পরিস্থিতির দিকে তাকালে বুঝতে কোনও অসুবিধা হবে না যে, এই রাজ্যে যে পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার সিংহভাগ মানুষই বেঙ্গালুরুর ৷ শনিবার পর্যন্ত কর্নাটকে করোনা পজিটিভের হার ছিল 7.72 শতাংশ এবং মৃত্যুর হার ছিল 0.39 শতাংশ ৷

আরও পড়ুন : দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লাখ

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, 'শনিবারে করোনা পজিটিভ সংখ্যাটি হল 10,250 ৷ এখনও পর্যন্ত এই রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন 10,65,290 জন এবং এখনও অবধি মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা 69,225 ৷ মোট সুস্থ হয়ে উঠেছেন 9,83,157 জন এবং আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,638 জন ৷'

24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 40 জনের ৷ যার মধ্যে 27 জনই বেঙ্গালুরুর ৷ গোটা এক বছরের নিরিখে এই রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে 4,185 জন ৷

তবে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ও একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে , তাতে কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের ৷

বেঙ্গালুরু, 12 এপ্রিল : কর্নাটকে এই প্রথমবার দৈনিক করোনা সংক্রমণ পার করল দশ হাজারের গণ্ডি ৷ আজ সেখানে করোনা আক্রান্তের সংখ্যা 10,250 ৷ যার মধ্যে শুধুমাত্র বেঙ্গালুরুতেই করোনা আক্রান্ত হয়েছেন 7,584 জন ৷

কর্নাটকের এমন ভয়াবহ পরিস্থিতির দিকে তাকালে বুঝতে কোনও অসুবিধা হবে না যে, এই রাজ্যে যে পরিমাণ মানুষ করোনা আক্রান্ত হয়েছেন তার সিংহভাগ মানুষই বেঙ্গালুরুর ৷ শনিবার পর্যন্ত কর্নাটকে করোনা পজিটিভের হার ছিল 7.72 শতাংশ এবং মৃত্যুর হার ছিল 0.39 শতাংশ ৷

আরও পড়ুন : দেশে প্রথমবার দৈনিক সংক্রমণ ছাড়াল দেড় লাখ

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, 'শনিবারে করোনা পজিটিভ সংখ্যাটি হল 10,250 ৷ এখনও পর্যন্ত এই রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন 10,65,290 জন এবং এখনও অবধি মোট করোনা পজিটিভ রোগীর সংখ্যা 69,225 ৷ মোট সুস্থ হয়ে উঠেছেন 9,83,157 জন এবং আজ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 2,638 জন ৷'

24 ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে 40 জনের ৷ যার মধ্যে 27 জনই বেঙ্গালুরুর ৷ গোটা এক বছরের নিরিখে এই রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছে 4,185 জন ৷

তবে যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে ও একের পর এক করোনা আক্রান্তের সংখ্যা রেকর্ড ভাঙছে , তাতে কপালে ভাঁজ পড়েছে বিশেষজ্ঞদের ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.