ETV Bharat / bharat

New Indian Navy chief: ভারতীয় নৌসেনার নয়া প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার

author img

By

Published : Nov 30, 2021, 4:50 PM IST

Updated : Nov 30, 2021, 6:35 PM IST

নৌসেনার নয়া প্রধানের দায়িত্বে এলেন অ্যাডমিরাল আর হরি কুমার (Chief of Naval Staff R Hari Kumar) ৷ 39 বছর ধরে ভারতীয় নৌসেনায় কর্মরত তিনি ৷ একাধিক যুদ্ধ জাহাজের কমান্ডারের দায়িত্ব সামলেছেন তিনি ৷

New Chief of Naval Staff Admiral Hari Kumar
ভারতীয় নৌসেনার নয়া প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার

নয়াদিল্লি, 30 নভেম্বর : ভারতীয় নৌসেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অ্যাডমিরাল আর হরি কুমার (Chief of Naval Staff R Hari Kumar) ৷ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করলেন ৷ সেই সঙ্গে বর্তমান নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং অবসর নিলেন ৷ অ্যাডমিরাল আর হরি কুমার পশ্চিম নৌসেনা কমান্ডের Flag Officer Commanding-in-Chief এর দায়িত্বে ছিলেন ৷ আজ নৌসেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন অ্যাডমিরাল আর হরি কুমার ৷ 1962 সালের 12 এপ্রিল তাঁর জন্ম ৷ নৌসেনার যোগ দিয়েছিলেন 1983 সালের 1 জানুয়ারি ৷

দীর্ঘ এই 39 বছরের কর্মজীবনে একাধিক কমান্ডে এবং স্টাফ ও নির্দেশনামূলক পদে নিযুক্ত হয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার ৷ তিনি ভারতীয় নৌসেনার এয়ারক্রাফ্ট কেরিয়ার আইএনএস বিরাটের কমান্ডের দায়িত্বে ছিলেন ৷ আইএনএস নিশাঙ্কের সামুদ্রিক কমান্ডের দায়িত্বে ছিলেন ৷ সেই সঙ্গে মিসাইল কোরভেট আইএনএস কোরার এবং গাইডেড মিসাইল ডেসট্রয়ার আইএনএস রণবীরের কমান্ডের দায়িত্বও সামলেছেন নয়া নৌসেনা প্রধান (Chief of Naval Staff) অ্যাডমিরাল আর হরি কুমার ৷

আরও পড়ুন : Submarine INS Vela: নৌসেনাতে অন্তর্ভুক্ত হল সাবমেরিন আইএনএস ভেলা

পশ্চিম ফ্লিটের অপারেশনস অফিসারের দায়িত্বও সামলেছেন তিনি ৷ অ্যাডমিরাল কুমার আমেরিকার নাভাল ওয়ার কলেজ, আর্মি ওয়ার কলেজ মাউ এবং যুক্তরাজ্যের রয়্যাল চ্যালেঞ্জ অফ ডিফেন্স স্টাডিস থেকে একাধিক কোর্স করেছেন ৷ অ্যাডমিরাল আর হরি কুমার পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল অর্জন করেছেন ৷

নয়াদিল্লি, 30 নভেম্বর : ভারতীয় নৌসেনার প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অ্যাডমিরাল আর হরি কুমার (Chief of Naval Staff R Hari Kumar) ৷ মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করলেন ৷ সেই সঙ্গে বর্তমান নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিং অবসর নিলেন ৷ অ্যাডমিরাল আর হরি কুমার পশ্চিম নৌসেনা কমান্ডের Flag Officer Commanding-in-Chief এর দায়িত্বে ছিলেন ৷ আজ নৌসেনা প্রধানের দায়িত্ব নেওয়ার পর মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন অ্যাডমিরাল আর হরি কুমার ৷ 1962 সালের 12 এপ্রিল তাঁর জন্ম ৷ নৌসেনার যোগ দিয়েছিলেন 1983 সালের 1 জানুয়ারি ৷

দীর্ঘ এই 39 বছরের কর্মজীবনে একাধিক কমান্ডে এবং স্টাফ ও নির্দেশনামূলক পদে নিযুক্ত হয়েছেন অ্যাডমিরাল আর হরি কুমার ৷ তিনি ভারতীয় নৌসেনার এয়ারক্রাফ্ট কেরিয়ার আইএনএস বিরাটের কমান্ডের দায়িত্বে ছিলেন ৷ আইএনএস নিশাঙ্কের সামুদ্রিক কমান্ডের দায়িত্বে ছিলেন ৷ সেই সঙ্গে মিসাইল কোরভেট আইএনএস কোরার এবং গাইডেড মিসাইল ডেসট্রয়ার আইএনএস রণবীরের কমান্ডের দায়িত্বও সামলেছেন নয়া নৌসেনা প্রধান (Chief of Naval Staff) অ্যাডমিরাল আর হরি কুমার ৷

আরও পড়ুন : Submarine INS Vela: নৌসেনাতে অন্তর্ভুক্ত হল সাবমেরিন আইএনএস ভেলা

পশ্চিম ফ্লিটের অপারেশনস অফিসারের দায়িত্বও সামলেছেন তিনি ৷ অ্যাডমিরাল কুমার আমেরিকার নাভাল ওয়ার কলেজ, আর্মি ওয়ার কলেজ মাউ এবং যুক্তরাজ্যের রয়্যাল চ্যালেঞ্জ অফ ডিফেন্স স্টাডিস থেকে একাধিক কোর্স করেছেন ৷ অ্যাডমিরাল আর হরি কুমার পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, বিশিষ্ট সেবা মেডেল অর্জন করেছেন ৷

Last Updated : Nov 30, 2021, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.