ETV Bharat / bharat

Indians in Ukraine : পড়ুয়াদের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার পরামর্শ বিদেশ মন্ত্রকের - new advisory from indian embassy in poland

উদ্ধারকাজ তদারকি করতে পোল্যান্ড সীমান্তে ভারতীয় দূতাবাসের কর্মীরা (Indian Embassy in Poland)

Russia Ukraine Conflict
ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা
author img

By

Published : Mar 2, 2022, 8:41 AM IST

নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনের মাটিতে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক ৷ পোল্যান্ডের ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Poland) তরফে জারি করা ওই নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেনের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার জন্য ৷ এর পরিবর্তে বুডোমিয়ার্জ সীমান্ত দিয়ে ভারতীয়দের পোল্যান্ডে আসার অনুরোধ করা হয়েছে ৷

নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, "পশ্চিম ইউক্রেনের লেভিভ, টের্নোপিল-সহ অন্যান্য জায়গায় যে ভারতীয়রা রয়েছেন তাঁদের অনুরোধ করা হচ্ছে পোল্যান্ড যাওয়ার জন্য বুডোমিয়ার্জ সীমান্ত ব্যবহারের জন্য ৷ দক্ষিণে হাঙ্গেরি ও রোমানিয়া হয়েও তাঁরা আসতে পারেন ৷ শেহনি-মেডিকা সীমান্তে ভিড থাকায় এই পথ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন : কিভে আটকে নেই কোনও ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পোল্যান্ডের দূতাবাসের কর্মীরা সংশ্লিষ্ট মেডিকা ও বুডোমিয়ার্জ সীমান্তের চেক পয়েন্টে রয়েছেন ৷ যেসব চেক পয়েন্টে ভারতীয় দূতাবাসের কর্মীরা নেই সেখান দিয়ে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের কোন কোন হোটেলে উঠতে হবে, তাও বলা হয়েছে এই নয়া নির্দেশিকায় ৷

নয়াদিল্লি, 2 মার্চ : ইউক্রেনের মাটিতে আটকে পড়া ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করল বিদেশ মন্ত্রক ৷ পোল্যান্ডের ভারতীয় দূতাবাসের (Indian Embassy in Poland) তরফে জারি করা ওই নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে ইউক্রেনের শেহনি-মেডিকা সীমান্ত এড়িয়ে চলার জন্য ৷ এর পরিবর্তে বুডোমিয়ার্জ সীমান্ত দিয়ে ভারতীয়দের পোল্যান্ডে আসার অনুরোধ করা হয়েছে ৷

নির্দেশিকায় পরামর্শ দেওয়া হয়েছে, "পশ্চিম ইউক্রেনের লেভিভ, টের্নোপিল-সহ অন্যান্য জায়গায় যে ভারতীয়রা রয়েছেন তাঁদের অনুরোধ করা হচ্ছে পোল্যান্ড যাওয়ার জন্য বুডোমিয়ার্জ সীমান্ত ব্যবহারের জন্য ৷ দক্ষিণে হাঙ্গেরি ও রোমানিয়া হয়েও তাঁরা আসতে পারেন ৷ শেহনি-মেডিকা সীমান্তে ভিড থাকায় এই পথ এড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে ৷"

আরও পড়ুন : কিভে আটকে নেই কোনও ভারতীয়, জানাল বিদেশ মন্ত্রক

ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পোল্যান্ডের দূতাবাসের কর্মীরা সংশ্লিষ্ট মেডিকা ও বুডোমিয়ার্জ সীমান্তের চেক পয়েন্টে রয়েছেন ৷ যেসব চেক পয়েন্টে ভারতীয় দূতাবাসের কর্মীরা নেই সেখান দিয়ে সীমান্ত পেরিয়ে পোল্যান্ডের কোন কোন হোটেলে উঠতে হবে, তাও বলা হয়েছে এই নয়া নির্দেশিকায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.