ETV Bharat / bharat

New Education Policy: নয়া শিক্ষানীতির পাঠ্যক্রম তৈরি, বোর্ড পরীক্ষা বছরে 2 বার; জানাল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক - কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক জানিয়েছে, নতুন শিক্ষানীতি অনুযায়ী নতুন পাঠ্যক্রম কাঠামো প্রস্তুত ৷ শিক্ষার্থীদের সেরা স্কোরের বিকল্প দেওয়ার জন্য বছরে দু'বার বোর্ড পরীক্ষা নেওয়া হবে ।

New Education Policy
নয়া শিক্ষানীতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 23, 2023, 8:00 PM IST

Updated : Aug 23, 2023, 8:06 PM IST

নয়াদিল্লি, 23 অগস্ট: নতুন শিক্ষানীতি অনুযায়ী নতুন পাঠ্যক্রমের কাঠামো তৈরি হয়ে গিয়েছে ৷ 2024 শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তকগুলি সেই অনুযায়ী তৈরি করা হবে । বুধবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ শিক্ষা মন্ত্রকের নতুন পাঠ্যক্রমের কাঠামো অনুসারে বোর্ড পরীক্ষা বছরে দু'বার অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের সেরা স্কোর ধরে রাখার অনুমতি দেওয়া হবে ।

দুটি ভাষার একটি ভারতীয়: নতুন পাঠ্যক্রমের কাঠামোর অন্যান্য উল্লেখযোগ্য বিষয়গুলি হল, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের দুটি ভাষা পড়তে হবে ৷ এই দুটি ভাষার মধ্যে অন্তত একটি ভারতীয় হতে হবে । এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে ৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় পাশ রাজ্যের শিক্ষানীতি, সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ইংরেজি ও বাংলা ভাষা

আরও খুঁটিনাটি: শ্রেণিকক্ষে পাঠ্যপুস্তক কভার করার বর্তমান অভ্যাস এড়ানো হবে এবং শিক্ষা মন্ত্রকের নতুন পাঠ্যক্রমের কাঠামো অনুসারে প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের খরচ অপ্টিমাইজ করা হবে । বোর্ড পরীক্ষার পরীক্ষক, সংশ্লিষ্ট মূল্যায়নকারীদের সেই কাজটি করার আগে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফায়েড কোর্সের মধ্যে দিয়ে যেতে বলা হবে, নতুন পাঠ্যক্রমের কাঠামোতে এটাও স্পষ্ট করা হয়েছে ।

পছন্দের বিষয়: স্কুলের বোর্ডগুলি যাতে যথাসময়ে অন-ডিমান্ড পরীক্ষা নিতে পারে সে জন্য সক্ষমতা বিকাশ করতে বলা হবে ৷ নতুন কাঠামোয় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পছন্দের বিষয় স্ট্রিমগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না । সব শিক্ষার্থী বিষয় নির্বাচন করতে পারবে ৷ বোর্ড পরীক্ষাগুলি কোচিং এবং মুখস্থ বিদ্যার থেকে শিক্ষার্থীদের বোঝা ও দক্ষতা অর্জনের উপর অধিক মূল্যায়ন করবে । (সংবাদসংস্থা পিটিআই)

নয়াদিল্লি, 23 অগস্ট: নতুন শিক্ষানীতি অনুযায়ী নতুন পাঠ্যক্রমের কাঠামো তৈরি হয়ে গিয়েছে ৷ 2024 শিক্ষাবর্ষের জন্য পাঠ্যপুস্তকগুলি সেই অনুযায়ী তৈরি করা হবে । বুধবার এ কথা জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ৷ শিক্ষা মন্ত্রকের নতুন পাঠ্যক্রমের কাঠামো অনুসারে বোর্ড পরীক্ষা বছরে দু'বার অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের সেরা স্কোর ধরে রাখার অনুমতি দেওয়া হবে ।

দুটি ভাষার একটি ভারতীয়: নতুন পাঠ্যক্রমের কাঠামোর অন্যান্য উল্লেখযোগ্য বিষয়গুলি হল, একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের দুটি ভাষা পড়তে হবে ৷ এই দুটি ভাষার মধ্যে অন্তত একটি ভারতীয় হতে হবে । এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে ৷

আরও পড়ুন: মন্ত্রিসভায় পাশ রাজ্যের শিক্ষানীতি, সব স্কুলে বাধ্যতামূলক হচ্ছে ইংরেজি ও বাংলা ভাষা

আরও খুঁটিনাটি: শ্রেণিকক্ষে পাঠ্যপুস্তক কভার করার বর্তমান অভ্যাস এড়ানো হবে এবং শিক্ষা মন্ত্রকের নতুন পাঠ্যক্রমের কাঠামো অনুসারে প্রয়োজনীয় পাঠ্যপুস্তকের খরচ অপ্টিমাইজ করা হবে । বোর্ড পরীক্ষার পরীক্ষক, সংশ্লিষ্ট মূল্যায়নকারীদের সেই কাজটি করার আগে তাঁদের বিশ্ববিদ্যালয়ের সার্টিফায়েড কোর্সের মধ্যে দিয়ে যেতে বলা হবে, নতুন পাঠ্যক্রমের কাঠামোতে এটাও স্পষ্ট করা হয়েছে ।

পছন্দের বিষয়: স্কুলের বোর্ডগুলি যাতে যথাসময়ে অন-ডিমান্ড পরীক্ষা নিতে পারে সে জন্য সক্ষমতা বিকাশ করতে বলা হবে ৷ নতুন কাঠামোয় একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পছন্দের বিষয় স্ট্রিমগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে না । সব শিক্ষার্থী বিষয় নির্বাচন করতে পারবে ৷ বোর্ড পরীক্ষাগুলি কোচিং এবং মুখস্থ বিদ্যার থেকে শিক্ষার্থীদের বোঝা ও দক্ষতা অর্জনের উপর অধিক মূল্যায়ন করবে । (সংবাদসংস্থা পিটিআই)

Last Updated : Aug 23, 2023, 8:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.