ETV Bharat / bharat

PM on NEP 2020: আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনেই নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে: মোদি

author img

By

Published : Apr 12, 2023, 7:10 PM IST

আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনীয়তা বিবেচনা করে নতুন জাতীয় শিক্ষানীতি বাস্তবায়িত হয়েছে ৷ বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

PM on NEP 2020 ETV bhrata
প্রধানমন্ত্রী মোদি

ভোপাল, 12 এপ্রিল: আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নতুন জাতীয় শিক্ষা নীতি প্রয়োগ করা হয়েছে । বুধবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন যে, এই নীতি শিশুদের সামগ্রিক বিকাশ, জ্ঞান, দক্ষতা, সংস্কৃতি এবং ভারতীয় মূল্যবোধের প্রচারের উপর জোর দেয় ।

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের রাজধানীতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ভিডিয়ো বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকার আধুনিক এবং উন্নত ভারতের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে নতুন জাতীয় শিক্ষা নীতি (এনইপি) কার্যকর করেছে ৷ তিনি বলেছেন যে, মধ্যপ্রদেশে যুবকদের সরকারি চাকরি দেওয়ার প্রচার দ্রুত গতিতে চলছে যেখানে বিভিন্ন জেলায় কর্মসংস্থান মেলার আয়োজন করে হাজার হাজার লোককে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে ৷

মোদি জানিয়েছেন যে, শিক্ষক পদে 22,400 জনেরও বেশি যুবক নিয়োগ করা হয়েছে । শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হওয়ার জন্য নিয়োগপত্র প্রাপ্ত যুবকদের তিনি অভিনন্দন জানান । এনইপি-র কার্যকরী বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, মধ্যপ্রদেশে ব্যাপক শিক্ষক নিয়োগ অভিযান এই দিকে একটি বড় পদক্ষেপ । মোদি আরও জানান যে, আজ নিয়োগ করা প্রায় অর্ধেক শিক্ষককে উপজাতীয় এলাকায় নিয়োগ করা হবে যার ফলে উপকৃত হবে শিশুরা ৷ তিনি আনন্দ প্রকাশ করে বলেছেন যে, মধ্যপ্রদেশ সরকার এই বছর 60,000 শিক্ষক-সহ সরকারি পদে এক লক্ষেরও বেশি নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রদেশ বিজ্ঞাপনে অর্থ ব্যয় না করেই 17 তম অবস্থান থেকে পঞ্চম অবস্থানে (এনএএস-এ) পৌঁছেছে । তিনি বলেন, সরকার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে দক্ষতা উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে । প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র খোলা হয়েছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন: এখন বিএ তৃতীয় বর্ষ, প্রধান বিচারপতি হতে চায় পঞ্চদশী; তাকে কী বলেছেন মোদি ?

ভোপাল, 12 এপ্রিল: আধুনিক ও উন্নত ভারতের প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে নতুন জাতীয় শিক্ষা নীতি প্রয়োগ করা হয়েছে । বুধবার এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি বলেন যে, এই নীতি শিশুদের সামগ্রিক বিকাশ, জ্ঞান, দক্ষতা, সংস্কৃতি এবং ভারতীয় মূল্যবোধের প্রচারের উপর জোর দেয় ।

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের রাজধানীতে নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ভিডিয়ো বার্তায় বলেন, কেন্দ্রীয় সরকার আধুনিক এবং উন্নত ভারতের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখে নতুন জাতীয় শিক্ষা নীতি (এনইপি) কার্যকর করেছে ৷ তিনি বলেছেন যে, মধ্যপ্রদেশে যুবকদের সরকারি চাকরি দেওয়ার প্রচার দ্রুত গতিতে চলছে যেখানে বিভিন্ন জেলায় কর্মসংস্থান মেলার আয়োজন করে হাজার হাজার লোককে বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে ৷

মোদি জানিয়েছেন যে, শিক্ষক পদে 22,400 জনেরও বেশি যুবক নিয়োগ করা হয়েছে । শিক্ষকতার মতো গুরুত্বপূর্ণ কাজে যুক্ত হওয়ার জন্য নিয়োগপত্র প্রাপ্ত যুবকদের তিনি অভিনন্দন জানান । এনইপি-র কার্যকরী বাস্তবায়নে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী ৷ তিনি বলেন, মধ্যপ্রদেশে ব্যাপক শিক্ষক নিয়োগ অভিযান এই দিকে একটি বড় পদক্ষেপ । মোদি আরও জানান যে, আজ নিয়োগ করা প্রায় অর্ধেক শিক্ষককে উপজাতীয় এলাকায় নিয়োগ করা হবে যার ফলে উপকৃত হবে শিশুরা ৷ তিনি আনন্দ প্রকাশ করে বলেছেন যে, মধ্যপ্রদেশ সরকার এই বছর 60,000 শিক্ষক-সহ সরকারি পদে এক লক্ষেরও বেশি নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আরও উল্লেখ করেন যে, মধ্যপ্রদেশ বিজ্ঞাপনে অর্থ ব্যয় না করেই 17 তম অবস্থান থেকে পঞ্চম অবস্থানে (এনএএস-এ) পৌঁছেছে । তিনি বলেন, সরকার কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের উন্নয়নে দক্ষতা উন্নয়নের উপর বিশেষ জোর দিচ্ছে । প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার অধীনে যুবকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য সারা দেশে দক্ষতা উন্নয়ন কেন্দ্র খোলা হয়েছে বলেও জানান তিনি ।

আরও পড়ুন: এখন বিএ তৃতীয় বর্ষ, প্রধান বিচারপতি হতে চায় পঞ্চদশী; তাকে কী বলেছেন মোদি ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.