সীতাপুর (উত্তরপ্রদেশ), 19 অগস্ট: উত্তরপ্রদেশের সীতাপুরে এক প্রৌঢ় দম্পতিকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে ৷ শুক্রবার হারগাওঁ থানা এলাকার ঘটনায় আব্বাস আলি (55) এবং কামরুল নিশা (53)-র মৃত্যু হয়েছে ৷ অভিযোগ ধারাল অস্ত্র এবং লাঠি দিয়ে তাঁদের আঘাত করে হত্যা করা হয়েছে ৷ পুলিশ জানিয়েছে, মৃত দম্পতির ছেলে প্রতিবেশীর মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছেন ৷ সেই রাগেই এই খুন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছেন সীতাপুরের পুলিশ সুপার ৷
জানা গিয়েছে, ভিন্ন ধর্মের হওয়ায় আব্বাস আলির ছেলে শওকতের সঙ্গে প্রতিবেশী রামপাল তাঁর মেয়ের সম্পর্ক মেনে নেননি ৷ অভিযোগ সেই রাগেই রামপাল এবং তাঁর পরিবারের সদস্যরা আব্বাস আলি এবং তাঁর স্ত্রীর উপরে হামলা চালায় ৷ তাঁদের লাঠি, রড ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে অভিযুক্তরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের ৷ খবর পেয়ে সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্রের নেতৃত্বে বিশাল বাহিনী এলাকায় পৌঁছায় ৷ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এলাকায় ৷
সীতাপুরের পুলিশ সুপার চক্রেশ মিশ্র জানিয়েছেন, মৃত দম্পতির ছেলে এ নিয়ে মোট তিনবার রামপালের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছেন ৷ প্রথমবার 2020 সালে রামপালের মেয়ে রুবিকে নিয়ে পালিয়ে যান শওকত ৷ কিন্তু, সেই সময় রুবি নাবালিকা ছিলেন ৷ সেই কারণে তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ জেল থেকে ছাড়াও পেয়ে যান শওকত ৷ কিন্তু, 3 বছর কোনও সাড়াশব্দ করেননি তিনি ৷ 2023 সালের জুন মাসে ফের রুবিকে নিয়ে পালিয়ে যায় শওকত ৷ তখন ফের একবার রামপাল এবং তাঁর পরিবার পুলিশের দ্বারস্থ হন ৷
কিন্তু, এবারে আর তাঁদের অভিযোগ গ্রাহ্য হয় না ৷ কারণ, রুবি পুলিশকে জানান তিনি প্রাপ্তবয়স্ক এবং নিজের ইচ্ছেয় শওকতের সঙ্গে গিয়েছেন ৷ এক্ষেত্রে রামপালের অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ ৷ কিন্তু, অন্য একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে শওকতকে জেলে পাঠায় রামপাল ৷ সেই মামলাতেও সম্প্রতি ছাড়া পেয়ে যান শওকত ৷ আর জেল থেকে ছাড়া পেয়েই রুবিকে নিয়ে তৃতীয়বার পালিয়ে যান ৷ এবার আর পুলিশের দ্বারস্থ হননি রামপাল এবং তাঁর পরিবার ৷ অভিযোগ লাঠি, রড ও ধারাল অস্ত্র নিয়ে শওকতের বাবা আব্বাস আলি এবং মা কামরুল নিশার উপর হামলা চালায় তাঁরা ৷
আরও পড়ুন: ভিন রাজ্যে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্য মৃত্যু, সিবিআই তদন্তের দাবি পরিবারের
পুলিশ দু’জনের দেহ উদ্ধার করেছে ৷ ঘটনার সময়ে সেখানে উপস্থিত আব্বাস এবং কামরুল নিশানার অন্যান্য সন্তান ও প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷ তাঁরা সবাই রামপাল এবং তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ করেছেন ৷ ঘটনার সময় অনেকেই সেখানে উপস্থিত ছিলেন ৷ তাঁরা প্রত্যক্ষদর্শী হিসেবে পুলিশকে ঘটনা সম্পর্কে জানিয়েছেন বলে দাবি পুলিশ সুপারের ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ৷