ETV Bharat / bharat

হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিহার জয় NDA-র, একক বৃহত্তম দল RJD

author img

By

Published : Nov 11, 2020, 3:10 AM IST

Updated : Nov 11, 2020, 6:53 AM IST

NDA শিবিরকে প্রতিমুহূর্তে কাঁটায় কাঁটায় কট্টর দিয়েছে RJD-বাম-কংগ্রেসের মহাজোট ৷ তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পার করে যায় NDA শিবির ৷ এদিকে বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখন তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷

Bihar Assembly Election
ছবি

পটনা, 11 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনী জয়ী NDA ৷ টানা 14 ঘণ্টারও বেশি সময় ধরে চলল ভোট গণনা ৷ টান টান উত্তেজনা ৷ দুপুর গড়িয়ে বিকেল, তখনও কোনও পরিষ্কার ইঙ্গিত নেই যে, কে আসতে চলেছে বিহারের মসনদে ৷ বিকেল গড়িয়ে রাত আরও গভীর থেকে গভীর হচ্ছে ৷ আর উত্তেজনাও ততই বাড়ছে বিহারে ৷ অবশেষে রাত 2 টা 57 মিনিট ৷ বিফলে গেল না নরেন্দ্র মোদির একের পর এক জনসভা ৷ 122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA জোট ৷

তখনও তিনটি আসেন ফল ঘোষণা হওয়া বাকি ৷ কিছু সময় পর ওই তিনটি আসনেরও ফলাফলও সামনে আসে ৷ তিনটিতেই জয়ী হয় NDA জোট ৷ সবমিলিয়ে NDA-র দখলে আসে 125 টি আসন, আর মহাজোট থমকে যায় 110 টি আসনেই ৷

নির্বাচন কমিশনের তথ্য বলছে BJP এককভাবে জিতেছে 74 টি আসন ৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র 43 টি আসন ৷ NDA শিবিরকে প্রতিমুহূর্তে কাঁটায় কাঁটায় কট্টর দিয়েছে RJD-বাম-কংগ্রেসের মহাজোট ৷ তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পার করে যায় NDA শিবির ৷

এদিকে বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখন তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷ বিহারে মহাজোটের পিছিয়ে পড়ার অন্যতম কারণ কংগ্রেস ৷ 90 টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ তার মধ্যে শেষ পর্যন্ত 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তাঁরা ৷

অন্যদিকে নির্বাচনী প্রচারে নীতীশকে বার বার আক্রমণ করা চিরাগ পেয়েছেন একটি মাত্র ভোট ৷ আসাউদ্দিন ওয়াইসির AIMIM -এর প্রার্থীরা জিতেছে পাঁচটি আসনে ৷

নীতীশ ব্রিগেডের জয়ের জন্য আরও একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি, দু'টি দলই চারটি করে আসন পাওয়া ৷

বিহারে NDA জোটে এতদিন পর্যন্ত JD(U)-ই ছিল প্রধান ৷ শক্তিও বেশি ছিল নীতীশের দলের ৷ কিন্তু এবারের ভোটে একেবারে মুখ থুবড়ে পড়ার অবস্থা JD(U)-এর ৷ এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোটের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা ৷ যদিও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে NDA-র মুখ ছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু বর্তমানে এককভাবে পাওয়া আসনের দিক থেকে জোটের মধ্যে এগিয়ে রয়েছে BJP ৷ এই পরিস্থিতিতে NDA কি নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার দিকে এগোবে ? সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ৷

পটনা, 11 নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনী জয়ী NDA ৷ টানা 14 ঘণ্টারও বেশি সময় ধরে চলল ভোট গণনা ৷ টান টান উত্তেজনা ৷ দুপুর গড়িয়ে বিকেল, তখনও কোনও পরিষ্কার ইঙ্গিত নেই যে, কে আসতে চলেছে বিহারের মসনদে ৷ বিকেল গড়িয়ে রাত আরও গভীর থেকে গভীর হচ্ছে ৷ আর উত্তেজনাও ততই বাড়ছে বিহারে ৷ অবশেষে রাত 2 টা 57 মিনিট ৷ বিফলে গেল না নরেন্দ্র মোদির একের পর এক জনসভা ৷ 122 টি আসন জিতে ম্যাজিক ফিগার স্পর্শ করল NDA জোট ৷

তখনও তিনটি আসেন ফল ঘোষণা হওয়া বাকি ৷ কিছু সময় পর ওই তিনটি আসনেরও ফলাফলও সামনে আসে ৷ তিনটিতেই জয়ী হয় NDA জোট ৷ সবমিলিয়ে NDA-র দখলে আসে 125 টি আসন, আর মহাজোট থমকে যায় 110 টি আসনেই ৷

নির্বাচন কমিশনের তথ্য বলছে BJP এককভাবে জিতেছে 74 টি আসন ৷ নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেড জিতেছে মাত্র 43 টি আসন ৷ NDA শিবিরকে প্রতিমুহূর্তে কাঁটায় কাঁটায় কট্টর দিয়েছে RJD-বাম-কংগ্রেসের মহাজোট ৷ তবে শেষ পর্যন্ত ম্যাজিক ফিগার পার করে যায় NDA শিবির ৷

এদিকে বিহারে একক দল হিসাবে সবথেকে বেশি আসন নিজেদের দখলে রাখন তেজস্বী যাদবের দল ৷ 75 টি আসন পেয়েছে RJD ৷ বিহারে মহাজোটের পিছিয়ে পড়ার অন্যতম কারণ কংগ্রেস ৷ 90 টি আসনে নিজেদের প্রার্থী দিয়েছিল কংগ্রেস ৷ তার মধ্যে শেষ পর্যন্ত 19 টি আসন নিজেদের দখলে রাখতে পেরেছে তাঁরা ৷

অন্যদিকে নির্বাচনী প্রচারে নীতীশকে বার বার আক্রমণ করা চিরাগ পেয়েছেন একটি মাত্র ভোট ৷ আসাউদ্দিন ওয়াইসির AIMIM -এর প্রার্থীরা জিতেছে পাঁচটি আসনে ৷

নীতীশ ব্রিগেডের জয়ের জন্য আরও একটি বড় ফ্যাক্টর হিসাবে কাজ করেছে প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝির হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং বিকাশশীল ইনসান পার্টি, দু'টি দলই চারটি করে আসন পাওয়া ৷

বিহারে NDA জোটে এতদিন পর্যন্ত JD(U)-ই ছিল প্রধান ৷ শক্তিও বেশি ছিল নীতীশের দলের ৷ কিন্তু এবারের ভোটে একেবারে মুখ থুবড়ে পড়ার অবস্থা JD(U)-এর ৷ এই পরিস্থিতিতে নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জোটের অন্দরে শুরু হয়েছে জোর জল্পনা ৷ যদিও মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে NDA-র মুখ ছিলেন নীতীশ কুমার ৷ কিন্তু বর্তমানে এককভাবে পাওয়া আসনের দিক থেকে জোটের মধ্যে এগিয়ে রয়েছে BJP ৷ এই পরিস্থিতিতে NDA কি নতুন কাউকে মুখ্যমন্ত্রী করার দিকে এগোবে ? সেই দিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল ৷

Last Updated : Nov 11, 2020, 6:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.