ETV Bharat / bharat

Gujarat Hospital Model: একরাতে ভোল পাল্টে গিয়েছে মোরবি সিভিল হাসপাতালের, কেন্দ্রকে তোপ এনসিপির

author img

By

Published : Nov 2, 2022, 1:03 PM IST

Updated : Nov 2, 2022, 1:31 PM IST

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসার আগে রাতভর কাজ করেছে গুজরাত সরকার এবং মোরবি হাসপাতাল কর্তৃপক্ষ ৷ ভোল পাল্টে দিয়েছে সিভিল হাসপাতালের ৷ তাহলে তো সারা দেশেই এটা হতে পারে ? প্রশ্ন এনসিপির (NCP asks Centre to replicate Morbi Civil Hospital) ৷

Morbi Hospital Makeover Plan
ETV Bharat

মুম্বই, 2 নভেম্বর: মোরবির দুর্ঘটনায় জখমদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার তাঁর যাওয়ার আগে সারারাত মোরবি সিভিল হাসপাতালে মেরামতি, রঙ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলেছে৷ এমন ছবি প্রকাশ্যে এসেছে ৷ এ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি (Lets replicate Morbi hospital overnight makeover plan nationwide NCP tells Centre) ৷

শরদ পাওয়ারের এনসিপি কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, 'গুজরাত হাসপাতাল মডেল' যেন ভারতের সব সরকারি হাসপাতালগুলিতে এই কার্যকর করা হয় ৷ 30 অক্টোবর গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে (Morbi Bridge Collapse) 135 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন ৷ বহু মানুষ এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনার সময় প্রধানমন্ত্রী গুজরাতেই ছিলেন ৷ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করতে যান তিনি ৷

তাঁর এই আচমকা হাসপাতাল সফর ঘিরে তড়িঘড়ি তুলকালাম কাণ্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতালের সর্বত্র পরিষ্কার করা, রং করা, পাশাপাশি ভাঙাচোরা জায়গা মেরামত করে একেবারে ঝকঝকে করে তোলার উদ্যোগ নেয় মোরবি সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকী কাজ না করা জলের কলগুলি বদলে নতুন ওয়াটার কুলার বসানো হয় রাতারাতি । এমনটাই দাবি এনসিপি মুখপাত্র ক্লাইড ক্রাস্তোর (NCP Spokesman Clyde Castro) ৷ তিনি আরও জানান, এতটাই মন দিয়ে কাজ করা হয়েছে যে হাসপাতালটি একেবারে নতুনের মতো লাগছে ৷

আরও পড়ুন: মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণে বেঁচেও অনাথ হয়ে গেল 4 বছরের জিয়াংশ

তিনি বলেন, "ভবিষ্যতে যে সব মানুষেরা হাসপাতালে আসবেন, এই মেকওভার তাঁদের নিশ্চয় সাহায্য করবে ৷ তাহলে গুজরাতের সরকার এবং পৌর কর্তৃপক্ষ যদি একরাতে হাসপাতালের ভোল পালটে দিতে পারে, তাহলে এই এক কাজ রাজ্যের সব হাসপাতালগুলির জন্য কেন হতে পারে না ?" তিনি আরও জানান, কর্তৃপক্ষ এটা প্রমাণ করে দেখিয়েছেন, তাঁরা চাইলে হাসপাতালে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সাজাতে পারেন ৷ আর সেটা যে কোনও সময় হতে পারে ৷"

আর যদি গুজরাত সরকার রাজ্যের সব হাসপাতালগুলির ক্ষেত্রে এটা না করে, তাহলে প্রমাণিত হবে মোরবি সেতু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় ৷ এমনকী রাজ্যের মানুষও গুরুত্বপূর্ণ নয় ৷ এই হাসপাতাল ঠিকঠাক করার ব্যাপারটিও শুধুমাত্র প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্যই ৷ তিনি বলেন, "যদি তাই হয়, তাহল সেটা সত্যিই খুব লজ্জার এবং অসংবেদনশীল কাজ৷ কেন্দ্রীয় সরকার মোরবি সিভিল হাসপাতালের রাতভর সাজানোর পরিকল্পনাটি দেশের সব সরকারি হাসপাতালের জন্য করুক৷ তার নাম দেওয়া হোক, 'গুজরাত হাসপাতাল মডেল' (Gujarat Hospital Model) ৷"

আরও পড়ুন: মোরবির ব্রিজ বিপর্যয়ের ঘটনায় ধৃত 9, আপাতত বন্ধ উদ্ধারকাজ

মুম্বই, 2 নভেম্বর: মোরবির দুর্ঘটনায় জখমদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মঙ্গলবার তাঁর যাওয়ার আগে সারারাত মোরবি সিভিল হাসপাতালে মেরামতি, রঙ করে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলেছে৷ এমন ছবি প্রকাশ্যে এসেছে ৷ এ নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করল ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি বা এনসিপি (Lets replicate Morbi hospital overnight makeover plan nationwide NCP tells Centre) ৷

শরদ পাওয়ারের এনসিপি কেন্দ্রকে পরামর্শ দিয়েছে, 'গুজরাত হাসপাতাল মডেল' যেন ভারতের সব সরকারি হাসপাতালগুলিতে এই কার্যকর করা হয় ৷ 30 অক্টোবর গুজরাতের মোরবিতে ঝুলন্ত সেতু ভেঙে গিয়ে (Morbi Bridge Collapse) 135 জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন ৷ বহু মানুষ এখনও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন ৷ এই ঘটনার সময় প্রধানমন্ত্রী গুজরাতেই ছিলেন ৷ মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে চিকিৎসাধীন আহতদের সঙ্গে দেখা করতে যান তিনি ৷

তাঁর এই আচমকা হাসপাতাল সফর ঘিরে তড়িঘড়ি তুলকালাম কাণ্ড করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ হাসপাতালের সর্বত্র পরিষ্কার করা, রং করা, পাশাপাশি ভাঙাচোরা জায়গা মেরামত করে একেবারে ঝকঝকে করে তোলার উদ্যোগ নেয় মোরবি সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ ৷ এমনকী কাজ না করা জলের কলগুলি বদলে নতুন ওয়াটার কুলার বসানো হয় রাতারাতি । এমনটাই দাবি এনসিপি মুখপাত্র ক্লাইড ক্রাস্তোর (NCP Spokesman Clyde Castro) ৷ তিনি আরও জানান, এতটাই মন দিয়ে কাজ করা হয়েছে যে হাসপাতালটি একেবারে নতুনের মতো লাগছে ৷

আরও পড়ুন: মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণে বেঁচেও অনাথ হয়ে গেল 4 বছরের জিয়াংশ

তিনি বলেন, "ভবিষ্যতে যে সব মানুষেরা হাসপাতালে আসবেন, এই মেকওভার তাঁদের নিশ্চয় সাহায্য করবে ৷ তাহলে গুজরাতের সরকার এবং পৌর কর্তৃপক্ষ যদি একরাতে হাসপাতালের ভোল পালটে দিতে পারে, তাহলে এই এক কাজ রাজ্যের সব হাসপাতালগুলির জন্য কেন হতে পারে না ?" তিনি আরও জানান, কর্তৃপক্ষ এটা প্রমাণ করে দেখিয়েছেন, তাঁরা চাইলে হাসপাতালে পরিষ্কার, পরিচ্ছন্ন এবং আধুনিক সরঞ্জাম দিয়ে সাজাতে পারেন ৷ আর সেটা যে কোনও সময় হতে পারে ৷"

আর যদি গুজরাত সরকার রাজ্যের সব হাসপাতালগুলির ক্ষেত্রে এটা না করে, তাহলে প্রমাণিত হবে মোরবি সেতু দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তরা সরকারের কাছে গুরুত্বপূর্ণ নয় ৷ এমনকী রাজ্যের মানুষও গুরুত্বপূর্ণ নয় ৷ এই হাসপাতাল ঠিকঠাক করার ব্যাপারটিও শুধুমাত্র প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্যই ৷ তিনি বলেন, "যদি তাই হয়, তাহল সেটা সত্যিই খুব লজ্জার এবং অসংবেদনশীল কাজ৷ কেন্দ্রীয় সরকার মোরবি সিভিল হাসপাতালের রাতভর সাজানোর পরিকল্পনাটি দেশের সব সরকারি হাসপাতালের জন্য করুক৷ তার নাম দেওয়া হোক, 'গুজরাত হাসপাতাল মডেল' (Gujarat Hospital Model) ৷"

আরও পড়ুন: মোরবির ব্রিজ বিপর্যয়ের ঘটনায় ধৃত 9, আপাতত বন্ধ উদ্ধারকাজ

Last Updated : Nov 2, 2022, 1:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.