ETV Bharat / bharat

charchil alemao joins TMC : গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

দু’দিনের সফরে গোয়ায় তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানেই এনসিপি বিধায়ক তথা গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল আলেমাও তৃণমূলে যোগ দিলেন (charchil alemao joins TMC) ৷

ncp mla charchil alemao joins trinamool Congress today in goa
charchil alemao joins TMC : গোয়ায় পাওয়ারের দলের চার্চিল আবার মমতার তৃণমূলে
author img

By

Published : Dec 13, 2021, 4:11 PM IST

Updated : Dec 13, 2021, 8:49 PM IST

পানাজি, 13 ডিসেম্বর : আর মাসদু‘য়েক পরে গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তার আগে ওই রাজ্যে আরও একটি রাজনৈতিক পট পরিবর্তন হল ৷ শরদ পাওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি ছেড়ে দিলেন চার্চিল আলেমাও ৷ এবার তিনি যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে (ncp mla charchil alemao joins trinamool Congress today in goa) ৷

যদিও এই প্রথম নয় ৷ এর আগেও একবার তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি ৷ তখন মুকুল রায়ের হাত ধরে তিনি তৃণমূলে এসেছিলেন ৷ গোয়ার ভোটের লড়াই করেছিলেন তৃণমূলের হয়ে । পরে যোগ দেন শরদ পাওয়ার এর দল এনসিপিতে ।

গোয়ায় ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন । তারপর পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন থেকে তিনি সাংসদ হয়েছেন । এছাড়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার প্রথম গোয়া সফর চলাকালীন ।

এই পরিস্থিতিতে আলেমাও যোগ দেওয়ার ফলে তৃণমূল শিবিরের শক্তি বাড়বে বলে মনে করেছ ঘাসফুল শিবির । কারণ, গোয়ার রাজনীতিতে চার্চিলের প্রভাব যথেষ্ট । সেই প্রভাবও বিধানসভা ভোটে কাজে লাগবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

প্রসঙ্গত, আলেমাওয়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বহুদিনের । 2014 সালে লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন আলেমাও । লোকসভা ভোটে দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন । 2.91 শতাংশ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় তাঁর ।

এর পর তৃণমূল ছেড়ে শরদ পওয়ারের এনসিপিতে যোগ দেন তিনি । গত বিধানসভা নির্বাচনে এনসিপির টিকিটে জয়লাভ করেন । তৃণমূল সূত্রের খবর, লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দেওয়ার পরেই জোড়াফুল শিবিরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন আলেমাও । অবশেষে তিনি যোগদান করলেন তৃণমূলে ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোয়ার রাজনীতিতে চার্চিল পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে । একডাকে তাদের চেনে আমজনতা । আলেমাও যোগ দেওয়ায় তৃণমূল শিবিরের শক্তি অনেকটাই বাড়ল ।

গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

আরও পড়ুন : Tripura Government Advertisement Controversy: বিজেপির সরকার কপি করার মাস্টার, কটাক্ষ তৃণমূলের

তবে অন্য একটি আশঙ্কার কথাও বলছেন অনেকে । সম্প্রতি মুম্বই গিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে এসেছেন । তার কয়েকদিনের মধ্যে তৃণমূল এনসিপি ভাঙিয়ে দলভারী করলে শরদ-মমতা সম্পর্কে প্রভাব পড়তে পারে ।

পানাজি, 13 ডিসেম্বর : আর মাসদু‘য়েক পরে গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022) ৷ তার আগে ওই রাজ্যে আরও একটি রাজনৈতিক পট পরিবর্তন হল ৷ শরদ পাওয়ারের ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টি ছেড়ে দিলেন চার্চিল আলেমাও ৷ এবার তিনি যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসে (ncp mla charchil alemao joins trinamool Congress today in goa) ৷

যদিও এই প্রথম নয় ৷ এর আগেও একবার তৃণমূলে যোগ দিয়েছিলেন তিনি ৷ তখন মুকুল রায়ের হাত ধরে তিনি তৃণমূলে এসেছিলেন ৷ গোয়ার ভোটের লড়াই করেছিলেন তৃণমূলের হয়ে । পরে যোগ দেন শরদ পাওয়ার এর দল এনসিপিতে ।

গোয়ায় ঘর গোছানোর কাজ অনেক আগেই শুরু করেছে তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যেই গোয়ার আরও এক প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দিয়েছেন । তারপর পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন থেকে তিনি সাংসদ হয়েছেন । এছাড়া প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলিও তৃণমূলে যোগ দিয়েছেন মমতার প্রথম গোয়া সফর চলাকালীন ।

এই পরিস্থিতিতে আলেমাও যোগ দেওয়ার ফলে তৃণমূল শিবিরের শক্তি বাড়বে বলে মনে করেছ ঘাসফুল শিবির । কারণ, গোয়ার রাজনীতিতে চার্চিলের প্রভাব যথেষ্ট । সেই প্রভাবও বিধানসভা ভোটে কাজে লাগবে বলে মনে করেছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।

প্রসঙ্গত, আলেমাওয়ের সঙ্গে তৃণমূলের সম্পর্ক বহুদিনের । 2014 সালে লোকসভা ভোটের আগে মুকুল রায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন আলেমাও । লোকসভা ভোটে দক্ষিণ গোয়া লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থীও হয়েছিলেন । 2.91 শতাংশ ভোট পেয়ে জামানত বাজেয়াপ্ত হয় তাঁর ।

এর পর তৃণমূল ছেড়ে শরদ পওয়ারের এনসিপিতে যোগ দেন তিনি । গত বিধানসভা নির্বাচনে এনসিপির টিকিটে জয়লাভ করেন । তৃণমূল সূত্রের খবর, লুইজিনহো ফেলেইরো তৃণমূলে যোগ দেওয়ার পরেই জোড়াফুল শিবিরের সঙ্গে কথাবার্তা চালাচ্ছিলেন আলেমাও । অবশেষে তিনি যোগদান করলেন তৃণমূলে ৷

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গোয়ার রাজনীতিতে চার্চিল পরিবারের যথেষ্ট প্রভাব রয়েছে । একডাকে তাদের চেনে আমজনতা । আলেমাও যোগ দেওয়ায় তৃণমূল শিবিরের শক্তি অনেকটাই বাড়ল ।

গোয়ায় এবার পাওয়ারের দল ভাঙালেন মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রী চার্চিল তৃণমূলে

আরও পড়ুন : Tripura Government Advertisement Controversy: বিজেপির সরকার কপি করার মাস্টার, কটাক্ষ তৃণমূলের

তবে অন্য একটি আশঙ্কার কথাও বলছেন অনেকে । সম্প্রতি মুম্বই গিয়ে এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে এসেছেন । তার কয়েকদিনের মধ্যে তৃণমূল এনসিপি ভাঙিয়ে দলভারী করলে শরদ-মমতা সম্পর্কে প্রভাব পড়তে পারে ।

Last Updated : Dec 13, 2021, 8:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.