ETV Bharat / bharat

দাউদের সঙ্গী দানিশ চিকনাকে গ্রেফতার করল এনসিবি

পুলিশ ও এনসিবি সূত্রে জানা গিয়েছে, চিকনা মাদক পাচারের কাজে যুক্ত হলেও তার বিরুদ্ধে 6টি খুনের মামলা রয়েছে ৷ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ওই খুনগুলি করা হয়েছে বলে অভিযোগ ৷

দাউদের সঙ্গী দানিশ চিকনাকে গ্রেফতার করল এনসিবি
দাউদের সঙ্গী দানিশ চিকনাকে গ্রেফতার করল এনসিবি
author img

By

Published : Apr 2, 2021, 4:25 PM IST

কোটা, 2 এপ্রিল : দাউদ ইব্রাহিমের এক সঙ্গী গ্রেফতার হল ৷ তার নাম দানিশ চিকনা৷ সে দাউদ ইব্রাহিমের হয়ে মহারাষ্ট্রের ডোংরি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ তাকে গ্রেফতার করে রাজস্থানের কোটা পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ পুলিশ জানিয়েছে, তার গাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ ও এনসিবি সূত্রে জানা গিয়েছে, চিকনা মাদক পাচারের কাজে যুক্ত হলেও তার বিরুদ্ধে 6টি খুনের মামলা রয়েছে ৷ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ওই খুনগুলি করা হয়েছে বলে অভিযোগ ৷

সূত্রের খবর, বৃহস্পতিবার এনসিবি খবর পায় যে রাজস্থানের দিকে যাচ্ছে চিকনা ৷ তখনই তারা কোটা পুলিশকে খবর দেয় ৷ পরে কোটা পুলিশ ও এনসিবির যৌথ অভিযানে ধরা হয় দানিশকে ৷

আরও পড়ুন : বাতিল অসমে নির্বাচনী প্রচার, সেল্ফ আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধি

এনসিবির তরফে জানা গিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ দানিশকে জেরা করে এই মাদক পাচারে আরও কারা কারা জড়িত, সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে ৷

কোটা, 2 এপ্রিল : দাউদ ইব্রাহিমের এক সঙ্গী গ্রেফতার হল ৷ তার নাম দানিশ চিকনা৷ সে দাউদ ইব্রাহিমের হয়ে মহারাষ্ট্রের ডোংরি এলাকায় মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করত বলে জানা গিয়েছে ৷ বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয় ৷ তাকে গ্রেফতার করে রাজস্থানের কোটা পুলিশ ও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ৷ পুলিশ জানিয়েছে, তার গাড়ি থেকে প্রচুর পরিমাণে মাদক বাজেয়াপ্ত করা হয়েছে ৷

পুলিশ ও এনসিবি সূত্রে জানা গিয়েছে, চিকনা মাদক পাচারের কাজে যুক্ত হলেও তার বিরুদ্ধে 6টি খুনের মামলা রয়েছে ৷ মুম্বইয়ের বিভিন্ন জায়গায় ওই খুনগুলি করা হয়েছে বলে অভিযোগ ৷

সূত্রের খবর, বৃহস্পতিবার এনসিবি খবর পায় যে রাজস্থানের দিকে যাচ্ছে চিকনা ৷ তখনই তারা কোটা পুলিশকে খবর দেয় ৷ পরে কোটা পুলিশ ও এনসিবির যৌথ অভিযানে ধরা হয় দানিশকে ৷

আরও পড়ুন : বাতিল অসমে নির্বাচনী প্রচার, সেল্ফ আইসোলেশনে প্রিয়াঙ্কা গান্ধি

এনসিবির তরফে জানা গিয়েছে, এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ দানিশকে জেরা করে এই মাদক পাচারে আরও কারা কারা জড়িত, সেই বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.