ETV Bharat / bharat

Maoists Kill BJP Leader: পরিবারের সামনেই মুণ্ডচ্ছেদ, বিজাপুরে বিজেপি নেতাকে নৃশংস হত্যা মাওবাদীদের - Naxalites kill BJP leader

বিজাপুরে বিজেপি নেতাকে নৃশংস ভাবে হত্যা করল মাওবাদীরা (Maoists Kill BJP Leader)৷ পরিবারের সামনেই মুণ্ডচ্ছেদ করা হল উসুর মণ্ডলের বিজেপি সভাপতি ছিলেন নীলকান্ত কাক্কেমের (Naxalites kill BJP leader)৷

BJP leader Neelkanth Kakkem ETV Bharat
বিজেপি নেতা নীলকান্ত কাক্কেম
author img

By

Published : Feb 5, 2023, 7:39 PM IST

বিজাপুর, 5 ফেব্রুয়ারি: বিজাপুরে বড়সড় হামলা মাওবাদীদের (Naxalites kill BJP leader)৷ পরিবারের সামনে গলা কেটে হত্যা করা হল বিজেপি নেতা নীলকান্ত কাক্কেমকে (Naxalites kill BJP leader)। উসুর মণ্ডলের বিজেপি সভাপতি ছিলেন নীলকান্ত (Maoists Kill BJP Leader)। গত 15 বছর ধরে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন । এই ঘটনার পর মাওবাদীরা একটি পত্রিকা ছড়িয়ে দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছে । এ ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷

পরিবারের সামনে বিজেপি নেতার মুণ্ডচ্ছেদ: রবিবার এই হামলা চালায় মাওবাদীরা ৷ জানা গিয়েছে, নীলকান্ত কাক্কেম (Murder of BJP leader Neelkanth Kakkem) তাঁর শ্যালিকার বিয়ে উপলক্ষে নিজের গ্রাম আওয়াপল্লিতে গিয়েছিলেন । সেই সময় মাওবাদীরা তাঁর উপর অতর্কিতে হামলা চালায় এবং পরিবারের সামনেই ওই বিজেপি নেতাকে নৃশংস ভাবে হত্যা করে । মাওবাদীরা কুড়ুল দিয়ে বিজেপি নেতার মুণ্ডচ্ছেদ করেছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

খুনের পর দায় স্বীকার মাওবাদীদের: বিজেপি নেতাকে হত্যা করার পর ঘটনাস্থলে পত্রিকা ছুড়ে দিয়ে যায় মাওবাদীরা । তাতে এই হত্যাকাণ্ডের দায় তারা নিজেদের কাঁধে নিয়েছে ৷ এর আগেও মাওবাদীরা উসুরের বিজেপি সভাপতি নীলকান্ত কাক্কেমকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ রবিবার তাঁকে সর্বসমক্ষে খুন করে মাওবাদীরা । মাওবাদীরা প্রথমে আওয়াপল্লি গ্রামে পৌঁছয়, তারপর নীলকান্ত কাক্কেমকে বাড়ি থেকে বের করে এনে কুড়ুল ও ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে । এর পরে মাওবাদীরা ঘটনাস্থলে লিফলেট এবং প্যাম্ফলেট ছড়িয়ে দিয়ে এই হত্যার দায় নেয় ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারে বনধের ডাক, স্থানীয় দুষ্কৃতীদের কাজ বলে দাবি পুলিশের

ভয়ে কাঁটা আওয়াপল্লি: এই হত্যাকাণ্ডের পর আওয়াপল্লিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন । পুলিশ বিজেপি নেতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে । ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে । পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । দুই বছর আগে বিজাপুরে মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন বিজেপি নেতা মাজ্জি । এ ছাড়াও দু বছর আগে বিজেপির যুব নেতা জগদীশ কোন্দ্রাকেও হত্যা করে মাওবাদীরা ৷

বিজাপুর, 5 ফেব্রুয়ারি: বিজাপুরে বড়সড় হামলা মাওবাদীদের (Naxalites kill BJP leader)৷ পরিবারের সামনে গলা কেটে হত্যা করা হল বিজেপি নেতা নীলকান্ত কাক্কেমকে (Naxalites kill BJP leader)। উসুর মণ্ডলের বিজেপি সভাপতি ছিলেন নীলকান্ত (Maoists Kill BJP Leader)। গত 15 বছর ধরে তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন । এই ঘটনার পর মাওবাদীরা একটি পত্রিকা ছড়িয়ে দিয়ে এই হত্যার দায় স্বীকার করেছে । এ ঘটনার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে ৷

পরিবারের সামনে বিজেপি নেতার মুণ্ডচ্ছেদ: রবিবার এই হামলা চালায় মাওবাদীরা ৷ জানা গিয়েছে, নীলকান্ত কাক্কেম (Murder of BJP leader Neelkanth Kakkem) তাঁর শ্যালিকার বিয়ে উপলক্ষে নিজের গ্রাম আওয়াপল্লিতে গিয়েছিলেন । সেই সময় মাওবাদীরা তাঁর উপর অতর্কিতে হামলা চালায় এবং পরিবারের সামনেই ওই বিজেপি নেতাকে নৃশংস ভাবে হত্যা করে । মাওবাদীরা কুড়ুল দিয়ে বিজেপি নেতার মুণ্ডচ্ছেদ করেছে । ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ।

খুনের পর দায় স্বীকার মাওবাদীদের: বিজেপি নেতাকে হত্যা করার পর ঘটনাস্থলে পত্রিকা ছুড়ে দিয়ে যায় মাওবাদীরা । তাতে এই হত্যাকাণ্ডের দায় তারা নিজেদের কাঁধে নিয়েছে ৷ এর আগেও মাওবাদীরা উসুরের বিজেপি সভাপতি নীলকান্ত কাক্কেমকে প্রাণনাশের হুমকি দিয়েছিল বলে জানা গিয়েছে ৷ রবিবার তাঁকে সর্বসমক্ষে খুন করে মাওবাদীরা । মাওবাদীরা প্রথমে আওয়াপল্লি গ্রামে পৌঁছয়, তারপর নীলকান্ত কাক্কেমকে বাড়ি থেকে বের করে এনে কুড়ুল ও ছুরি দিয়ে কুপিয়ে তাঁকে হত্যা করে । এর পরে মাওবাদীরা ঘটনাস্থলে লিফলেট এবং প্যাম্ফলেট ছড়িয়ে দিয়ে এই হত্যার দায় নেয় ।

আরও পড়ুন: ঝাড়গ্রামে মাওবাদী পোস্টারে বনধের ডাক, স্থানীয় দুষ্কৃতীদের কাজ বলে দাবি পুলিশের

ভয়ে কাঁটা আওয়াপল্লি: এই হত্যাকাণ্ডের পর আওয়াপল্লিতে তীব্র আতঙ্ক ছড়িয়েছে । স্থানীয়রা সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন । পুলিশ বিজেপি নেতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে । ময়নাতদন্তের পর দেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে । পুলিশ হত্যা মামলা রুজু করে তদন্ত শুরু করেছে । দুই বছর আগে বিজাপুরে মাওবাদীদের হাতে খুন হয়েছিলেন বিজেপি নেতা মাজ্জি । এ ছাড়াও দু বছর আগে বিজেপির যুব নেতা জগদীশ কোন্দ্রাকেও হত্যা করে মাওবাদীরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.