গয়া (বিহার), 22 নভেম্বর : গয়ায় গুলির লড়াইয়ে মৃত্যু হল এক মাওবাদীর । মাধুরী গ্রামে 205 CoBRA কম্য়ান্ডোদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তার ৷
মৃতের নাম অলোক ৷ গয়ার মাধুরী জেলায় একটি মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান চলার সময় দু'জনকে খুন করে সে ৷ এরপর CoBRA বাহিনীর সঙ্গে গুলির লড়াই শুরু হয় ৷ সেখানেই মৃত্যু হয় তার ৷
আরও পড়ুন : দলের ক্যাডারদের হাতেই খুন ছত্তিশগড়ের মাওবাদী নেতা, দাবি পুলিশের
উদ্ধার হয়েছে একটি AK-47 রাইফেল, একটি INSAS রাইফেল ও একটি ম্যাগাজিন ৷ এলাকায় তল্লাশি জারি রয়েছে ৷