মুম্বই, 11 নভেম্বর : মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের অন্যতম শীর্ষ বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবীশকে (Devendra Fadnavis) আইনি নোটিস পাঠালেন সমীর খান (Sameer Khan) ৷ সমীর রাজ্য মন্ত্রিসভার অন্যতম সদস্য তথা এনসিপি (Nationalist Congress Party) নেতা নবাব মালিকের (Nawab Malik) জামাই ৷ সমীরের দাবি, তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলেছিলেন দেবেন্দ্র ৷ তাই তাঁর বিরুদ্ধে মানহানির পাল্টা অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছেন সমীরের আইনজীবী ৷
আরও পড়ুন : Nawab Malik: মুম্বইয়ে আন্ডারওয়ার্ল্ডের বাড়বাড়ন্ত নিয়ে 'হাইড্রোজেন বোমা' নবাবের, ফুলঝুরি বলল বিজেপি
বিষয়টি নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন নবাব মালিকের মেয়ে নিলোফার মালিক খান (Nilofer Malik Khan) ৷ তাতে দেখা যাচ্ছে সমীরের হয়ে নোটিসটি পাঠিয়েছেন তাঁর আইনজীবী রহমত ইলাহি আনসারি ৷ উল্লেখ্য, ইতিমধ্যেই সমীরের বিরুদ্ধে মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে তদন্তও চলছে ৷ কিন্তু তার মধ্যেই গত 1 নভেম্বর দেবেন্দ্র ফড়নবীশ সমীরের কাছে মাদক থাকার অভিযোগ তোলেন ৷ এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন সমীরের আইনজীবী ৷ তাঁর বক্তব্য, এতে তাঁর মক্কেল-সহ পরিবারের বাকি সদস্যদের মানসিক শান্তি বিঘ্নিত হয়েছে ৷ পাশাপাশি, আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে খান পরিবারকে ৷ যার ক্ষতিপূরণ হিসাবে 5 কোটি টাকা দাবি করেছেন সমীরের আইনজীবী ৷
ফড়নবীশকে পাঠানো আইনি নোটিসে তাঁর উদ্দেশ্য়ে বলা হয়েছে, সমীরের বিরুদ্ধে তোলা যাবতীয় অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন ৷ এমনকী, এনসিবি সমীরের বিরুদ্ধে যে চার্জশিট জমা করেছে, তাতেও ফড়নবীশের তোলা অভিযোগের স্বপক্ষে কোনও প্রমাণ নেই ৷ বরং ওই চার্জশিটেই জানানো হয়েছে, গত 14 জানুয়ারি সমীরের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হলেও সেখান থেকে বা সমীরের হেফাজত থেকে কোনও সন্দেহজনক বা আপত্তিকর জিনিস উদ্ধার হয়নি ৷ এক্ষেত্রে ফড়নবীশের তোলা অভিযোগকে ভিত্তিহীন ও অতিরঞ্জিত বলে উল্লেখ করা হয়েছে আইনি নোটিসে ৷
আরও পড়ুন : Aryan Khan: আরিয়ানকে অপহরণ করে টাকা হাতানোই ছক ছিল সমীরের, মাস্টারমাইন্ড বিজেপি নেতা : নবাব
-
False accusations ruin lives. Before one accuses or condemns they must know what they are talking about. This defamation notice is for the false claims & statements which Mr. @Dev_Fadnavis has put on my family. We will not back down. pic.twitter.com/xsQYcgDhMb
— Nilofer Malik Khan (@nilofermk) November 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">False accusations ruin lives. Before one accuses or condemns they must know what they are talking about. This defamation notice is for the false claims & statements which Mr. @Dev_Fadnavis has put on my family. We will not back down. pic.twitter.com/xsQYcgDhMb
— Nilofer Malik Khan (@nilofermk) November 11, 2021False accusations ruin lives. Before one accuses or condemns they must know what they are talking about. This defamation notice is for the false claims & statements which Mr. @Dev_Fadnavis has put on my family. We will not back down. pic.twitter.com/xsQYcgDhMb
— Nilofer Malik Khan (@nilofermk) November 11, 2021
এদিকে, সমীরের বিরুদ্ধে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল (Sit) গঠন করা হয়েছে ৷ প্রসঙ্গত, মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে চলতি বছরেরই 13 জানুয়ারি সমীর খানকে গ্রেফতার করে এনসিবি (Narcotics Control Bureau) ৷ প্রায় আটমাস হাজতবাস করার পর গত 27 সেপ্টেম্বর জামিনে মুক্তি পান তিনি ৷ অন্যদিকে, মাদক কাণ্ডে নাম জড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ৷ তাঁকে পাকড়াও করেন এনসিবির আঞ্চলিক অধিকর্তা সমীর ওয়াংখেড়ে ৷ আর তারপর থেকেই আসরে নামেন নবাব মালিক ৷ সমীর ওয়াংখেড়ে ও এনসিবির সঙ্গে কার্যত সম্মুখ সমর শুরু হয় তাঁর ৷