ETV Bharat / bharat

Sidhu's Wife Diagnoses Cancer: স্টেজ টু ক্যানসারে আক্রান্ত সিধুর স্ত্রী, স্বামীর উদ্দেশ্যে হৃদয় বিদারক বার্তা - ক্যানসার

জেলবন্দি নভজ্যোৎ সিং সিধুর উদ্দেশ্যে টুইট করলেন তাঁর ক্যানসার আক্রান্ত স্ত্রী (Sidhu's Wife Diagnoses Cancer) নভজ্যোৎ কৌর সিধু ৷ অপারেশন টেবিলে নিয়ে যাওয়ার আগে সেই আবেগঘন টুইটে স্বামীর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন স্ত্রী ৷

Sidhu's Wife Diagnoses Cancer ETV BHARAT
Sidhu's Wife Diagnoses Cancer
author img

By

Published : Mar 24, 2023, 10:49 AM IST

Updated : Mar 24, 2023, 11:02 AM IST

নয়াদিল্লি, 24 মার্চ: ক্যানসার আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর সিধু (Navjot Kaur Sidhu Diagnoses With Stage Two Cancer) ৷ তিনি স্টেজ টু ক্যানসারে আক্রান্ত ৷ বৃহস্পতিবারই তাঁর অস্ত্রোপচার হয়েছে ৷ অপারেশন টেবিলে যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন তিনি ৷ টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেছেন নভজ্যোৎ কৌর সিধু ৷ সেখানে জেলবন্দি স্বামীকে উল্লেখ করে একটি হৃদয় বিদারক বার্তা দিয়েছেন ৷ বর্তমানে পাতিয়ালা সেন্ট্রাল জেলে 1 বছরের কারাদন্ড ভোগ করছেন তিনি ৷ এক ব্যক্তিকে মারধর এবং তার জেরে মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সিধু ৷

স্বামীকে লেখা সেই বার্তায় নভজ্যোৎ কৌর সিধু দাবি করেছেন, স্বামীর অপেক্ষায় থাকা নভজ্যোৎ কৌর সিধু জেলের বাইরে থেকে স্বামীর চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন ৷ তিনি লেখেন, "তোমার জন্য বাইরে অপেক্ষা করছি ৷ আর হয়ত তোমার থেকেও বেশি কষ্ট সহ্য করছি ৷ আর সবসময়ের মতো তোমার সব কষ্ট দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ কষ্টটা ধীরে ধীরে বাড়ছে।"

এখানেই শেষ নয় ৷ তিনি লেখেন, "তোমার সঙ্গে বারবার অবিচার হয়েই চলেছে, তাও অপেক্ষা করে যাচ্ছি ৷ সত্যি সবসময় শক্তিশালী হয় ৷ কিন্তু, বারবার সেটা তোমার পরীক্ষা নিতে থাকে ৷ এটাই কলীযুগ ৷ ক্ষমা করো, অপেক্ষা করতে পারছি না কারণ, এটা স্টেজ টু ইনভেসিভ ক্যানসার ৷ আজকে অস্ত্রোপচার হবে ৷ এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই ৷ কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা । এটাই সঠিক ৷"

আরও পড়ুন: আগামী 1 এপ্রিল কি মুক্তি পাবেন সাজাপ্রাপ্ত নভজ্যোত সিং সিধু ?

উল্লেখ্য, মারধর এবং তার জেরে মৃত্যুর ঘটনা নিয়ে মামলা চলেছে গত তিন দশক ধরে । বিভিন্ন সময়ে একাধিক আদালতে সওয়াল জবাব চলেছে । এরপর গতবছর 19 মে নভজ্যোৎ সিং সিধুকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই রায় মেনে এখন জেলে রয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ।

নয়াদিল্লি, 24 মার্চ: ক্যানসার আক্রান্ত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর স্ত্রী নভজ্যোৎ কৌর সিধু (Navjot Kaur Sidhu Diagnoses With Stage Two Cancer) ৷ তিনি স্টেজ টু ক্যানসারে আক্রান্ত ৷ বৃহস্পতিবারই তাঁর অস্ত্রোপচার হয়েছে ৷ অপারেশন টেবিলে যাওয়ার আগে এমনটাই জানিয়েছেন তিনি ৷ টুইটারে এ নিয়ে একটি পোস্ট করেছেন নভজ্যোৎ কৌর সিধু ৷ সেখানে জেলবন্দি স্বামীকে উল্লেখ করে একটি হৃদয় বিদারক বার্তা দিয়েছেন ৷ বর্তমানে পাতিয়ালা সেন্ট্রাল জেলে 1 বছরের কারাদন্ড ভোগ করছেন তিনি ৷ এক ব্যক্তিকে মারধর এবং তার জেরে মৃত্যুর ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন সিধু ৷

স্বামীকে লেখা সেই বার্তায় নভজ্যোৎ কৌর সিধু দাবি করেছেন, স্বামীর অপেক্ষায় থাকা নভজ্যোৎ কৌর সিধু জেলের বাইরে থেকে স্বামীর চেয়ে বেশি কষ্ট পাচ্ছেন ৷ তিনি লেখেন, "তোমার জন্য বাইরে অপেক্ষা করছি ৷ আর হয়ত তোমার থেকেও বেশি কষ্ট সহ্য করছি ৷ আর সবসময়ের মতো তোমার সব কষ্ট দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি ৷ কষ্টটা ধীরে ধীরে বাড়ছে।"

এখানেই শেষ নয় ৷ তিনি লেখেন, "তোমার সঙ্গে বারবার অবিচার হয়েই চলেছে, তাও অপেক্ষা করে যাচ্ছি ৷ সত্যি সবসময় শক্তিশালী হয় ৷ কিন্তু, বারবার সেটা তোমার পরীক্ষা নিতে থাকে ৷ এটাই কলীযুগ ৷ ক্ষমা করো, অপেক্ষা করতে পারছি না কারণ, এটা স্টেজ টু ইনভেসিভ ক্যানসার ৷ আজকে অস্ত্রোপচার হবে ৷ এখানে কাউকে দোষ দিয়ে লাভ নেই ৷ কারণ এটা ঈশ্বরের পরিকল্পনা । এটাই সঠিক ৷"

আরও পড়ুন: আগামী 1 এপ্রিল কি মুক্তি পাবেন সাজাপ্রাপ্ত নভজ্যোত সিং সিধু ?

উল্লেখ্য, মারধর এবং তার জেরে মৃত্যুর ঘটনা নিয়ে মামলা চলেছে গত তিন দশক ধরে । বিভিন্ন সময়ে একাধিক আদালতে সওয়াল জবাব চলেছে । এরপর গতবছর 19 মে নভজ্যোৎ সিং সিধুকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ৷ সেই রায় মেনে এখন জেলে রয়েছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার ।

Last Updated : Mar 24, 2023, 11:02 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.