ETV Bharat / bharat

NS Sidhu Seeks Time to Surrender : আত্মসমর্পণ করতে সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নভজ্যোৎ সিং সিধুর

আত্মসমর্পণ করতে আরও সময় চাইলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Seeks More Time to Surrender Due to His Health Issue) ৷ এ দিন সুপ্রিম কোর্টে সিধুর হয়ে সেই আবেদন করেন অভিষেক মুনু সিংভি ৷ তবে, বিচারপতি খানভিলকরের বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চে এর জন্য আবেদন করতে নির্দেশ দিয়েছে ৷

Navjot Singh Sidhu News
আত্মসমর্পণ করতে সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নভজ্যোৎ সিং সিধুর
author img

By

Published : May 20, 2022, 1:35 PM IST

নয়াদিল্লি, 20 মে : গাড়ি দুর্ঘটনা মামলায় আত্মসমর্পণ করতে আরও কয়েক সপ্তাহ সময় চাইলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Seeks More Time to Surrender Due to His Health Issue) ৷ শারীরিক কারণে তিনি সময় চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে ৷ এ দিন সিধুর হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক মুনু সিংভি ৷ তিনি বিচারপতি এএম খানভিলকরের বেঞ্চে আবেদন করেছিলেন ৷ কিন্তু, বিচারপতি এএম খানভিলকর সিংভিকে প্রধান বিচারপতির বেঞ্চে যেতে নির্দেশ দিয়েছেন ৷

34 বছর আগে একটি মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় ৷ সেই মামলায় সিধু অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ বৃহস্পতিবার সেই মামলায় নভজ্যোৎ সিং সিধুকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলায় সিধুকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, এদিন সিধুর হয়ে অভিষেক মুনু সিংভি আদালতে সময় চেয়ে আবেদন করেছেন ৷ প্রথমে জানা গিয়েছিল, সিধু পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ করবেন ৷ এমনকি গতকাল এনিয়ে একটি টুইট করেছিলেন তিনি ৷ সেখানে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের আদেশ তিনি পালন করবেন ৷

তবে, সিধুর আজকের আবেদনের বিরোধিতা করেছেন পঞ্জাব সরকারের আইনজীবী ৷ তিনি বলেন, ‘‘34 বছর হয়ে গেছে মানে অপরাধের গুরুত্ব কমে যাবে ৷ এখন রায় বেরিয়ে গিয়েছে ৷ তারপরেও তাঁরা 3-4 সপ্তাহ সময় চাইছেন ৷’’ যার জবাবে সিংভি সিধুর আবেদনপত্রের লেখা উল্লেখ করে জানান, ‘‘আমি বলছি, আমি আত্মসমর্পণ করব ৷ কিন্তু, এক্ষেত্রে পুরোটাই আপনার বিবেচনাধীন ৷’’

আরও পড়ুন : NS Sidhu faces Imprisonment : তিন দশকের পুরনো মামলার শাস্তি, 1 বছরের কারাদণ্ড সিধুর

দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি খানভিলকর অভিষেক মুনু সিংভিকে নির্দেশ দেন, একটি অফিসিয়াল আবেদন করতে ৷ আর সেই আবদনপত্রটি প্রধান বিচারপতিকে উল্লেখ করে জমা দিতে নির্দেশ দিয়েছেন ৷ প্রসঙ্গত, 1988 সালে 27 ডিসেম্বর পাতিয়ালায় নভজ্যোৎ সিং সিধু গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে পার্কিং নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ অভিযোগ, সিধু এবং তাঁর বন্ধু রূপিন্দর সিং সান্ধু গুরনাম সিংকে তাঁর গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন এবং তাঁকে মারধর করা হয় ৷ পরবর্তী সময়ে হাসপাতালে গুরনাম সিংয়ের মৃত্যু হয় ৷ 35 বছর পরে সেই মামলায় সুধিকে দোষী সাব্যস্ত করে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 20 মে : গাড়ি দুর্ঘটনা মামলায় আত্মসমর্পণ করতে আরও কয়েক সপ্তাহ সময় চাইলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Seeks More Time to Surrender Due to His Health Issue) ৷ শারীরিক কারণে তিনি সময় চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে ৷ এ দিন সিধুর হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক মুনু সিংভি ৷ তিনি বিচারপতি এএম খানভিলকরের বেঞ্চে আবেদন করেছিলেন ৷ কিন্তু, বিচারপতি এএম খানভিলকর সিংভিকে প্রধান বিচারপতির বেঞ্চে যেতে নির্দেশ দিয়েছেন ৷

34 বছর আগে একটি মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় ৷ সেই মামলায় সিধু অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ বৃহস্পতিবার সেই মামলায় নভজ্যোৎ সিং সিধুকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলায় সিধুকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, এদিন সিধুর হয়ে অভিষেক মুনু সিংভি আদালতে সময় চেয়ে আবেদন করেছেন ৷ প্রথমে জানা গিয়েছিল, সিধু পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ করবেন ৷ এমনকি গতকাল এনিয়ে একটি টুইট করেছিলেন তিনি ৷ সেখানে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের আদেশ তিনি পালন করবেন ৷

তবে, সিধুর আজকের আবেদনের বিরোধিতা করেছেন পঞ্জাব সরকারের আইনজীবী ৷ তিনি বলেন, ‘‘34 বছর হয়ে গেছে মানে অপরাধের গুরুত্ব কমে যাবে ৷ এখন রায় বেরিয়ে গিয়েছে ৷ তারপরেও তাঁরা 3-4 সপ্তাহ সময় চাইছেন ৷’’ যার জবাবে সিংভি সিধুর আবেদনপত্রের লেখা উল্লেখ করে জানান, ‘‘আমি বলছি, আমি আত্মসমর্পণ করব ৷ কিন্তু, এক্ষেত্রে পুরোটাই আপনার বিবেচনাধীন ৷’’

আরও পড়ুন : NS Sidhu faces Imprisonment : তিন দশকের পুরনো মামলার শাস্তি, 1 বছরের কারাদণ্ড সিধুর

দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি খানভিলকর অভিষেক মুনু সিংভিকে নির্দেশ দেন, একটি অফিসিয়াল আবেদন করতে ৷ আর সেই আবদনপত্রটি প্রধান বিচারপতিকে উল্লেখ করে জমা দিতে নির্দেশ দিয়েছেন ৷ প্রসঙ্গত, 1988 সালে 27 ডিসেম্বর পাতিয়ালায় নভজ্যোৎ সিং সিধু গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে পার্কিং নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ অভিযোগ, সিধু এবং তাঁর বন্ধু রূপিন্দর সিং সান্ধু গুরনাম সিংকে তাঁর গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন এবং তাঁকে মারধর করা হয় ৷ পরবর্তী সময়ে হাসপাতালে গুরনাম সিংয়ের মৃত্যু হয় ৷ 35 বছর পরে সেই মামলায় সুধিকে দোষী সাব্যস্ত করে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.