ETV Bharat / bharat

NS Sidhu Seeks Time to Surrender : আত্মসমর্পণ করতে সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নভজ্যোৎ সিং সিধুর - Navjot Singh Sidhu

আত্মসমর্পণ করতে আরও সময় চাইলেন নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Seeks More Time to Surrender Due to His Health Issue) ৷ এ দিন সুপ্রিম কোর্টে সিধুর হয়ে সেই আবেদন করেন অভিষেক মুনু সিংভি ৷ তবে, বিচারপতি খানভিলকরের বেঞ্চ প্রধান বিচারপতির বেঞ্চে এর জন্য আবেদন করতে নির্দেশ দিয়েছে ৷

Navjot Singh Sidhu News
আত্মসমর্পণ করতে সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন নভজ্যোৎ সিং সিধুর
author img

By

Published : May 20, 2022, 1:35 PM IST

নয়াদিল্লি, 20 মে : গাড়ি দুর্ঘটনা মামলায় আত্মসমর্পণ করতে আরও কয়েক সপ্তাহ সময় চাইলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Seeks More Time to Surrender Due to His Health Issue) ৷ শারীরিক কারণে তিনি সময় চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে ৷ এ দিন সিধুর হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক মুনু সিংভি ৷ তিনি বিচারপতি এএম খানভিলকরের বেঞ্চে আবেদন করেছিলেন ৷ কিন্তু, বিচারপতি এএম খানভিলকর সিংভিকে প্রধান বিচারপতির বেঞ্চে যেতে নির্দেশ দিয়েছেন ৷

34 বছর আগে একটি মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় ৷ সেই মামলায় সিধু অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ বৃহস্পতিবার সেই মামলায় নভজ্যোৎ সিং সিধুকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলায় সিধুকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, এদিন সিধুর হয়ে অভিষেক মুনু সিংভি আদালতে সময় চেয়ে আবেদন করেছেন ৷ প্রথমে জানা গিয়েছিল, সিধু পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ করবেন ৷ এমনকি গতকাল এনিয়ে একটি টুইট করেছিলেন তিনি ৷ সেখানে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের আদেশ তিনি পালন করবেন ৷

তবে, সিধুর আজকের আবেদনের বিরোধিতা করেছেন পঞ্জাব সরকারের আইনজীবী ৷ তিনি বলেন, ‘‘34 বছর হয়ে গেছে মানে অপরাধের গুরুত্ব কমে যাবে ৷ এখন রায় বেরিয়ে গিয়েছে ৷ তারপরেও তাঁরা 3-4 সপ্তাহ সময় চাইছেন ৷’’ যার জবাবে সিংভি সিধুর আবেদনপত্রের লেখা উল্লেখ করে জানান, ‘‘আমি বলছি, আমি আত্মসমর্পণ করব ৷ কিন্তু, এক্ষেত্রে পুরোটাই আপনার বিবেচনাধীন ৷’’

আরও পড়ুন : NS Sidhu faces Imprisonment : তিন দশকের পুরনো মামলার শাস্তি, 1 বছরের কারাদণ্ড সিধুর

দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি খানভিলকর অভিষেক মুনু সিংভিকে নির্দেশ দেন, একটি অফিসিয়াল আবেদন করতে ৷ আর সেই আবদনপত্রটি প্রধান বিচারপতিকে উল্লেখ করে জমা দিতে নির্দেশ দিয়েছেন ৷ প্রসঙ্গত, 1988 সালে 27 ডিসেম্বর পাতিয়ালায় নভজ্যোৎ সিং সিধু গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে পার্কিং নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ অভিযোগ, সিধু এবং তাঁর বন্ধু রূপিন্দর সিং সান্ধু গুরনাম সিংকে তাঁর গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন এবং তাঁকে মারধর করা হয় ৷ পরবর্তী সময়ে হাসপাতালে গুরনাম সিংয়ের মৃত্যু হয় ৷ 35 বছর পরে সেই মামলায় সুধিকে দোষী সাব্যস্ত করে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

নয়াদিল্লি, 20 মে : গাড়ি দুর্ঘটনা মামলায় আত্মসমর্পণ করতে আরও কয়েক সপ্তাহ সময় চাইলেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু (Navjot Singh Sidhu Seeks More Time to Surrender Due to His Health Issue) ৷ শারীরিক কারণে তিনি সময় চেয়েছেন সুপ্রিম কোর্টের কাছে ৷ এ দিন সিধুর হয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন অভিষেক মুনু সিংভি ৷ তিনি বিচারপতি এএম খানভিলকরের বেঞ্চে আবেদন করেছিলেন ৷ কিন্তু, বিচারপতি এএম খানভিলকর সিংভিকে প্রধান বিচারপতির বেঞ্চে যেতে নির্দেশ দিয়েছেন ৷

34 বছর আগে একটি মারামারির ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় ৷ সেই মামলায় সিধু অন্যতম অভিযুক্ত ছিলেন ৷ বৃহস্পতিবার সেই মামলায় নভজ্যোৎ সিং সিধুকে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলায় সিধুকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছিল আদালত ৷ কিন্তু, এদিন সিধুর হয়ে অভিষেক মুনু সিংভি আদালতে সময় চেয়ে আবেদন করেছেন ৷ প্রথমে জানা গিয়েছিল, সিধু পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ করবেন ৷ এমনকি গতকাল এনিয়ে একটি টুইট করেছিলেন তিনি ৷ সেখানে জানিয়েছিলেন, সুপ্রিম কোর্টের আদেশ তিনি পালন করবেন ৷

তবে, সিধুর আজকের আবেদনের বিরোধিতা করেছেন পঞ্জাব সরকারের আইনজীবী ৷ তিনি বলেন, ‘‘34 বছর হয়ে গেছে মানে অপরাধের গুরুত্ব কমে যাবে ৷ এখন রায় বেরিয়ে গিয়েছে ৷ তারপরেও তাঁরা 3-4 সপ্তাহ সময় চাইছেন ৷’’ যার জবাবে সিংভি সিধুর আবেদনপত্রের লেখা উল্লেখ করে জানান, ‘‘আমি বলছি, আমি আত্মসমর্পণ করব ৷ কিন্তু, এক্ষেত্রে পুরোটাই আপনার বিবেচনাধীন ৷’’

আরও পড়ুন : NS Sidhu faces Imprisonment : তিন দশকের পুরনো মামলার শাস্তি, 1 বছরের কারাদণ্ড সিধুর

দু’পক্ষের সওয়াল-জবাবের পর বিচারপতি খানভিলকর অভিষেক মুনু সিংভিকে নির্দেশ দেন, একটি অফিসিয়াল আবেদন করতে ৷ আর সেই আবদনপত্রটি প্রধান বিচারপতিকে উল্লেখ করে জমা দিতে নির্দেশ দিয়েছেন ৷ প্রসঙ্গত, 1988 সালে 27 ডিসেম্বর পাতিয়ালায় নভজ্যোৎ সিং সিধু গুরনাম সিং নামে এক ব্যক্তির সঙ্গে পার্কিং নিয়ে তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন ৷ অভিযোগ, সিধু এবং তাঁর বন্ধু রূপিন্দর সিং সান্ধু গুরনাম সিংকে তাঁর গাড়ি থেকে টেনে হিঁচড়ে বের করে আনেন এবং তাঁকে মারধর করা হয় ৷ পরবর্তী সময়ে হাসপাতালে গুরনাম সিংয়ের মৃত্যু হয় ৷ 35 বছর পরে সেই মামলায় সুধিকে দোষী সাব্যস্ত করে 1 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.