ETV Bharat / bharat

Navjot Singh Sidhu resigns from Punjab Chief: সোনিয়ার নির্দেশ মেনে পঞ্জাব কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা সিধুর - ইস্তফা নভজ্যোত সিং সিধুর

সোনিয়া গান্ধির নির্দেশ মেনে পঞ্জাব কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu resigns from Punjab Chief)৷

Navjot Singh Sidhu resigns from Punjab Chief post "As Desired By Congress President"
সোনিয়ার নির্দেশ মেনে পঞ্জাব কংগ্রেসের প্রধানের পদ থেকে ইস্তফা সিধুর
author img

By

Published : Mar 16, 2022, 10:33 AM IST

Updated : Mar 16, 2022, 11:10 AM IST

অমৃতসর, 16 মার্চ: পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নির্দেশ মেনেই পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu resigns from Punjab Chief)৷

বুধবার সকালে টুইটে নিজের ইস্তফা পত্রের প্রতিলিপি তুলে ধরেন সিধু (Navjot Singh Sidhu news)৷ ক্যাপশনে জানান, "কংগ্রেস সভানেত্রীর ইচ্ছেতেই আমি ইস্তফা দিচ্ছি ৷"

মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়েছিলেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগ করতে বলেছেন ৷ প্রদেশ কংগ্রেসের পুনর্গঠন প্রক্রিয়া চালাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

  • Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.

    — Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Sonia Gandhi sacks 5 State Chiefs: দলের ভরাডুবির দায় চাপিয়ে 5 রাজ্যের কংগ্রেস প্রধানকে সরালেন সোনিয়া

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাত্র আট মাস আগে পঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নভজ্যোত সিং সিধুকে ৷ তবে সাফল্য আসেনি ৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হয়ে পঞ্জাবে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস (Sonia Gandhi fires 5 State Chiefs)৷ নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নির মধ্যে গত কয়েক মাস ধরে যে তীব্র দ্বন্দ্ব চলছিল, তাকেই কাজে লাগিয়েছে আপ ৷

আপের কাছে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় সিধু পঞ্জাবের মানুষের প্রশংসা করে বলেছিলেন, পরিবর্তন আনতে তাঁরা দুরন্ত সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রদেশ সভাপতি হিসেবে তিনি পরাজয়কে কীভাবে ব্যাখ্যা করবেন, এই প্রশ্নের জবাবে সিধু বলেছিলেন, জনগণ পরিবর্তন চেয়েছে, আর তারা কখনও ভুল হতে পারে না ৷

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury on CWC: পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে: অধীর

পঞ্জাবের 117টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি ৷ 2017 সালের থেকে এক লাফে অনেকটা পড়ে গিয়েছে কংগ্রেসের ভোটব্যাংক ৷ দলের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি আসনেই পরাজিত হয়েছেন ৷ অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন সিধুও ৷

অমৃতসর, 16 মার্চ: পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নির্দেশ মেনেই পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu resigns from Punjab Chief)৷

বুধবার সকালে টুইটে নিজের ইস্তফা পত্রের প্রতিলিপি তুলে ধরেন সিধু (Navjot Singh Sidhu news)৷ ক্যাপশনে জানান, "কংগ্রেস সভানেত্রীর ইচ্ছেতেই আমি ইস্তফা দিচ্ছি ৷"

মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়েছিলেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগ করতে বলেছেন ৷ প্রদেশ কংগ্রেসের পুনর্গঠন প্রক্রিয়া চালাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

  • Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.

    — Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Sonia Gandhi sacks 5 State Chiefs: দলের ভরাডুবির দায় চাপিয়ে 5 রাজ্যের কংগ্রেস প্রধানকে সরালেন সোনিয়া

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাত্র আট মাস আগে পঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নভজ্যোত সিং সিধুকে ৷ তবে সাফল্য আসেনি ৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হয়ে পঞ্জাবে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস (Sonia Gandhi fires 5 State Chiefs)৷ নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নির মধ্যে গত কয়েক মাস ধরে যে তীব্র দ্বন্দ্ব চলছিল, তাকেই কাজে লাগিয়েছে আপ ৷

আপের কাছে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় সিধু পঞ্জাবের মানুষের প্রশংসা করে বলেছিলেন, পরিবর্তন আনতে তাঁরা দুরন্ত সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রদেশ সভাপতি হিসেবে তিনি পরাজয়কে কীভাবে ব্যাখ্যা করবেন, এই প্রশ্নের জবাবে সিধু বলেছিলেন, জনগণ পরিবর্তন চেয়েছে, আর তারা কখনও ভুল হতে পারে না ৷

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury on CWC: পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে: অধীর

পঞ্জাবের 117টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি ৷ 2017 সালের থেকে এক লাফে অনেকটা পড়ে গিয়েছে কংগ্রেসের ভোটব্যাংক ৷ দলের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি আসনেই পরাজিত হয়েছেন ৷ অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন সিধুও ৷

Last Updated : Mar 16, 2022, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.