ETV Bharat / bharat

Navjot Singh Sidhu resigns from Punjab Chief: সোনিয়ার নির্দেশ মেনে পঞ্জাব কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা সিধুর

সোনিয়া গান্ধির নির্দেশ মেনে পঞ্জাব কংগ্রেস প্রধানের পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu resigns from Punjab Chief)৷

Navjot Singh Sidhu resigns from Punjab Chief post "As Desired By Congress President"
সোনিয়ার নির্দেশ মেনে পঞ্জাব কংগ্রেসের প্রধানের পদ থেকে ইস্তফা সিধুর
author img

By

Published : Mar 16, 2022, 10:33 AM IST

Updated : Mar 16, 2022, 11:10 AM IST

অমৃতসর, 16 মার্চ: পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নির্দেশ মেনেই পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu resigns from Punjab Chief)৷

বুধবার সকালে টুইটে নিজের ইস্তফা পত্রের প্রতিলিপি তুলে ধরেন সিধু (Navjot Singh Sidhu news)৷ ক্যাপশনে জানান, "কংগ্রেস সভানেত্রীর ইচ্ছেতেই আমি ইস্তফা দিচ্ছি ৷"

মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়েছিলেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগ করতে বলেছেন ৷ প্রদেশ কংগ্রেসের পুনর্গঠন প্রক্রিয়া চালাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

  • Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.

    — Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Sonia Gandhi sacks 5 State Chiefs: দলের ভরাডুবির দায় চাপিয়ে 5 রাজ্যের কংগ্রেস প্রধানকে সরালেন সোনিয়া

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাত্র আট মাস আগে পঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নভজ্যোত সিং সিধুকে ৷ তবে সাফল্য আসেনি ৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হয়ে পঞ্জাবে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস (Sonia Gandhi fires 5 State Chiefs)৷ নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নির মধ্যে গত কয়েক মাস ধরে যে তীব্র দ্বন্দ্ব চলছিল, তাকেই কাজে লাগিয়েছে আপ ৷

আপের কাছে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় সিধু পঞ্জাবের মানুষের প্রশংসা করে বলেছিলেন, পরিবর্তন আনতে তাঁরা দুরন্ত সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রদেশ সভাপতি হিসেবে তিনি পরাজয়কে কীভাবে ব্যাখ্যা করবেন, এই প্রশ্নের জবাবে সিধু বলেছিলেন, জনগণ পরিবর্তন চেয়েছে, আর তারা কখনও ভুল হতে পারে না ৷

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury on CWC: পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে: অধীর

পঞ্জাবের 117টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি ৷ 2017 সালের থেকে এক লাফে অনেকটা পড়ে গিয়েছে কংগ্রেসের ভোটব্যাংক ৷ দলের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি আসনেই পরাজিত হয়েছেন ৷ অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন সিধুও ৷

অমৃতসর, 16 মার্চ: পদত্যাগ করার নির্দেশ দিয়েছিলেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সেই নির্দেশ মেনেই পঞ্জাব কংগ্রেসের সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu resigns from Punjab Chief)৷

বুধবার সকালে টুইটে নিজের ইস্তফা পত্রের প্রতিলিপি তুলে ধরেন সিধু (Navjot Singh Sidhu news)৷ ক্যাপশনে জানান, "কংগ্রেস সভানেত্রীর ইচ্ছেতেই আমি ইস্তফা দিচ্ছি ৷"

মঙ্গলবার কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা টুইট করে জানিয়েছিলেন, "কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরের প্রদেশ কংগ্রেস সভাপতিদের পদত্যাগ করতে বলেছেন ৷ প্রদেশ কংগ্রেসের পুনর্গঠন প্রক্রিয়া চালাতেই এই নির্দেশ দেওয়া হয়েছে ৷"

  • Congress President, Smt. Sonia Gandhi has asked the PCC Presidents of Uttar Pradesh, Uttarakhand, Punjab, Goa & Manipur to put in their resignations in order to facilitate reorganisation of PCC’s.

    — Randeep Singh Surjewala (@rssurjewala) March 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: Sonia Gandhi sacks 5 State Chiefs: দলের ভরাডুবির দায় চাপিয়ে 5 রাজ্যের কংগ্রেস প্রধানকে সরালেন সোনিয়া

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মাত্র আট মাস আগে পঞ্জাব কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় নভজ্যোত সিং সিধুকে ৷ তবে সাফল্য আসেনি ৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির কাছে পর্যুদস্ত হয়ে পঞ্জাবে ক্ষমতা হারিয়েছে কংগ্রেস (Sonia Gandhi fires 5 State Chiefs)৷ নভজ্যোত সিং সিধুর সঙ্গে প্রবীণ কংগ্রেস নেতা অমরিন্দর সিং ও চরণজিৎ সিং চান্নির মধ্যে গত কয়েক মাস ধরে যে তীব্র দ্বন্দ্ব চলছিল, তাকেই কাজে লাগিয়েছে আপ ৷

আপের কাছে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়ায় সিধু পঞ্জাবের মানুষের প্রশংসা করে বলেছিলেন, পরিবর্তন আনতে তাঁরা দুরন্ত সিদ্ধান্ত নিয়েছেন ৷ প্রদেশ সভাপতি হিসেবে তিনি পরাজয়কে কীভাবে ব্যাখ্যা করবেন, এই প্রশ্নের জবাবে সিধু বলেছিলেন, জনগণ পরিবর্তন চেয়েছে, আর তারা কখনও ভুল হতে পারে না ৷

আরও পড়ুন: Adhir Ranjan Chowdhury on CWC: পদ ছাড়তে চাইলেও ওয়ার্কিং কমিটির বাধায় সোনিয়ারা ফের স্বপদে: অধীর

পঞ্জাবের 117টি বিধানসভা আসনের মধ্যে 92টিতে জয়লাভ করেছে আম আদমি পার্টি ৷ 2017 সালের থেকে এক লাফে অনেকটা পড়ে গিয়েছে কংগ্রেসের ভোটব্যাংক ৷ দলের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নি দুটি আসনেই পরাজিত হয়েছেন ৷ অমৃতসর পূর্ব কেন্দ্র থেকে হেরে গিয়েছেন সিধুও ৷

Last Updated : Mar 16, 2022, 11:10 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.