ETV Bharat / bharat

Navjot Singh Sidhu : পঞ্জাব কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর - Rahul Gandhi

গত 18 জুলাই পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি করা হয় নভজ্যোত সিং সিধুকে ৷ আজ, মঙ্গলবার তিনি ওই পদ থেকে ইস্তফা দিলেন ৷

navjot-singh-sidhu-resign-from-panjab-congress-president-post
Navjot Singh Sidhu : পঞ্জাবে কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা সিধুর
author img

By

Published : Sep 28, 2021, 3:45 PM IST

Updated : Sep 28, 2021, 5:47 PM IST

চণ্ডিগড়, 28 সেপ্টেম্বর : পঞ্জাবের রাজনীতিতে নয়া মোড় ৷ সেখানকার প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ মঙ্গলবার দুপুরে টুইট করে নিজেই এই ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার ৷

গত 18 জুলাই তাঁকে এই পদে বসানো হয়েছিল ৷ সেই হিসেবে মাত্র তিন মাসের মধ্যেই তিনি পদ ছেড়ে দিলেন ৷ স্বাভাবিক ভাবে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : Captain Amrinder Singh : নয়াদিল্লির পথে কংগ্রেসের ক্যাপ্টেন, দেখা করতে পারেন অমিত-নাড্ডার সঙ্গে

এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো চিঠিতে সিধু লিখেছেন, ‘‘যখন আপোস করার পরিস্থিতি তৈরি হয়, তখন একজন পুরুষের চরিত্র ভঙ্গুর হয়ে যায় ৷ আমি পঞ্জাবের ভবিষ্যত ও কল্যাণমূলক কাজের অ্যাজেন্ডার সঙ্গে কখনও আপোস করিনি ৷ তাই আমি পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা দিলাম ৷ কংগ্রেসে সেবা করার কাজ চালিয়ে যাব ৷’’

আরও পড়ুন : Kanhaiya Kumar : বামপন্থী কানহাইয়া কুমার আজই যোগ দিচ্ছেন কংগ্রেসে

প্রসঙ্গত, সিধু পঞ্জাব কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানে হাত-শিবিরের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে ৷ সিধুর অনুগামীরা বিদ্রোহ করে বসেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে ৷ যার জেরে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷ পরিবর্তে মুখ্যমন্ত্রী করা হয় চরণজিৎ সিং চন্নিকে ৷

যদিও পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত জানিয়েছিলেন, 2022-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস লড়াই করবে সিধুর নেতৃত্বে ৷ এই নিয়েও ক্ষোভ তৈরি হয় দলের মধ্যে৷ তার উপর মুখ্যমন্ত্রিত্ব ছেড়েই ক্যাপ্টেন সিধুর বিরুদ্ধে তোপ দাগেন ৷ সিধুকে মুখ্যমন্ত্রী করা হলে, তা জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস হয়ে যাবে বলে দাবি করেন তিনি ৷ এর কারণ, হিসেবে ক্য়াপ্টেন জানিয়েছিলেন, সিধুর বন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

আরও পড়ুন : JP Nadda : মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে উদাসীন বঙ্গ-সরকার, অভিযোগ নাড্ডার

সব মিলিয়ে সভাপতি হওয়ার পরও চাপে ছিলেন প্রাক্তন ক্রিকেটার ৷ তারই ফল এদিনের ইস্তফা বলে মনে করছেন অনেকে ৷ এদিন সিধুর ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই টুইট করেন ক্যাপ্টেন ৷ তিনি লেখেন, ‘‘আমি বলেছিলাম...তিনি একজন স্থিতিশীল মানুষ নন এবং সীমান্তবর্তী পঞ্জাবের জন্য উপযুক্ত নন ৷’’

চণ্ডিগড়, 28 সেপ্টেম্বর : পঞ্জাবের রাজনীতিতে নয়া মোড় ৷ সেখানকার প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন নভজ্যোত সিং সিধু (Navjot Singh Sidhu) ৷ মঙ্গলবার দুপুরে টুইট করে নিজেই এই ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন ওপেনার ৷

গত 18 জুলাই তাঁকে এই পদে বসানো হয়েছিল ৷ সেই হিসেবে মাত্র তিন মাসের মধ্যেই তিনি পদ ছেড়ে দিলেন ৷ স্বাভাবিক ভাবে নিয়ে এই জল্পনা তৈরি হয়েছে ৷

আরও পড়ুন : Captain Amrinder Singh : নয়াদিল্লির পথে কংগ্রেসের ক্যাপ্টেন, দেখা করতে পারেন অমিত-নাড্ডার সঙ্গে

এদিন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) পাঠানো চিঠিতে সিধু লিখেছেন, ‘‘যখন আপোস করার পরিস্থিতি তৈরি হয়, তখন একজন পুরুষের চরিত্র ভঙ্গুর হয়ে যায় ৷ আমি পঞ্জাবের ভবিষ্যত ও কল্যাণমূলক কাজের অ্যাজেন্ডার সঙ্গে কখনও আপোস করিনি ৷ তাই আমি পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে ইস্তফা দিলাম ৷ কংগ্রেসে সেবা করার কাজ চালিয়ে যাব ৷’’

আরও পড়ুন : Kanhaiya Kumar : বামপন্থী কানহাইয়া কুমার আজই যোগ দিচ্ছেন কংগ্রেসে

প্রসঙ্গত, সিধু পঞ্জাব কংগ্রেসের দায়িত্ব নেওয়ার পর থেকেই সেখানে হাত-শিবিরের অন্তর্কলহ প্রকাশ্যে চলে আসে ৷ সিধুর অনুগামীরা বিদ্রোহ করে বসেন মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের বিরুদ্ধে ৷ যার জেরে মুখ্যমন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন অমরিন্দর সিং ৷ পরিবর্তে মুখ্যমন্ত্রী করা হয় চরণজিৎ সিং চন্নিকে ৷

যদিও পঞ্জাবে কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা হরিশ রাওয়াত জানিয়েছিলেন, 2022-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস লড়াই করবে সিধুর নেতৃত্বে ৷ এই নিয়েও ক্ষোভ তৈরি হয় দলের মধ্যে৷ তার উপর মুখ্যমন্ত্রিত্ব ছেড়েই ক্যাপ্টেন সিধুর বিরুদ্ধে তোপ দাগেন ৷ সিধুকে মুখ্যমন্ত্রী করা হলে, তা জাতীয় সুরক্ষার সঙ্গে আপোস হয়ে যাবে বলে দাবি করেন তিনি ৷ এর কারণ, হিসেবে ক্য়াপ্টেন জানিয়েছিলেন, সিধুর বন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷

আরও পড়ুন : JP Nadda : মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধে উদাসীন বঙ্গ-সরকার, অভিযোগ নাড্ডার

সব মিলিয়ে সভাপতি হওয়ার পরও চাপে ছিলেন প্রাক্তন ক্রিকেটার ৷ তারই ফল এদিনের ইস্তফা বলে মনে করছেন অনেকে ৷ এদিন সিধুর ইস্তফার খবর প্রকাশ্যে আসতেই টুইট করেন ক্যাপ্টেন ৷ তিনি লেখেন, ‘‘আমি বলেছিলাম...তিনি একজন স্থিতিশীল মানুষ নন এবং সীমান্তবর্তী পঞ্জাবের জন্য উপযুক্ত নন ৷’’

Last Updated : Sep 28, 2021, 5:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.