ETV Bharat / bharat

Sidhu Not Released: পাতিয়ালা সংশোধনাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন না সিধু, জানালেন তাঁর স্ত্রী - নভজ্যোত কৌর সিধু

পাতিয়ালা সংশোধনাগার থেকে আজ মুক্তি পাচ্ছেন না নভজ্যোত সিং সিধু (Sidhu Not Released)৷ এই নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে এই খবর নিশ্চিত করলেন তাঁর স্ত্রী নভজ্যোত কৌর সিধু (Navjot Kaur Sidhu)৷

Navjot Singh Sidhu Not Released ETV Bharat
নভজ্যোত সিং সিধু
author img

By

Published : Jan 26, 2023, 11:29 AM IST

চণ্ডীগড়, 26 জানুয়ারি: আজ কি আদৌ সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন নভজ্যোত সিং সিধু ? এই নিয়ে জোর জল্পনা চলছিল তাঁর অনুরাগীদের মধ্যে ৷ তবে সেই জল্পনার অবসান ঘটালেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু (Navjot Kaur Sidhu)৷ তিনি জানিয়ে দিলেন যে, আজ মুক্তি পাচ্ছেন না প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন সিধুর স্ত্রী (Navjot Singh Sidhu Not Released Today)৷

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু ৷ তিনি তীব্র কটাক্ষের সুরে টুইটে লিখেছেন যে, "নভজ্যোত সিং সিধু হিংস্র পশুর ক্যাটাগরিতে পড়েন ৷ তাই সরকার চায় না 75তম স্বাধীনতায় তিনি স্বস্তি পান ৷ তাই সিধুর থেকে দূরে থাকুন ।"

Navjot Singh Sidhu Not Released ETV Bharat
সিধুর স্ত্রীর টুইট

গতকাল সিধুর স্ত্রী একটি রোডম্যাপ প্রকাশ করেছিলেন ৷ তারপরই পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিং সিধুর মুক্তি নিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হয় বুধবার ৷ নভজ্যোত সিধু ফেসবুকে তাঁর মুক্তির জন্য একটি রোডম্যাপ প্রকাশ করেছিলেন । রোডম্যাপ প্রকাশ করার সময় লেখা হয় যে, "জনপ্রিয় নেতা নভজ্যোত সিধুকে স্বাগত জানাতে নির্দিষ্ট জায়গায় জড়ো হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে ।"

Navjot Singh Sidhu Not Released ETV Bharat
এই টুইটে তৈরি হয় জল্পনা

এই বার্তা শুনেই সিধুর সমর্থকরা মনে করেন যে, আজ, সাধারণতন্ত্র দিবসেই হয়তো মুক্তি দেওয়া হতে পারে নভজ্যোত সিং সিধুকে ৷ তবে, সেই জল্পনার অবসান ঘটিয়ে স্ত্রী নভজ্যোত কৌর সিধু জানান যে, তাঁর স্বামী আজ পাতিয়ালা সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন না ৷

আরও পড়ুন: লুধিয়ানা আদালতের পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারে সিধু

সিধুকে 1988 সালের রোড রেজ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং 2022 সালের 20 মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন । খবর রটেছিল যে, সাধারণতন্ত্র দিবসে মুক্তি দেওয়ার জন্য আসামিদের ফাইল জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে । কারাগারে সিধুর ব্যবহৃত ব্যায়াম মেশিনগুলিও বুধবার তাঁর প্রত্যাশিত মুক্তির একদিন আগে সরিয়ে নেওয়া হয়েছিল ৷ পাতিয়ালা সংশোধনাগারে এক বছরের সাজা ভোগ করছেন সিধু ৷ তাঁর অকাল মুক্তির বিষয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, তাঁর সমর্থকরা তাঁর যাদবীন্দ্র এনক্লেভের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিলেন এবং তাঁকে স্বাগত জানাতে পোস্টার এবং ব্যানারও লাগানো হয় ৷

চণ্ডীগড়, 26 জানুয়ারি: আজ কি আদৌ সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন নভজ্যোত সিং সিধু ? এই নিয়ে জোর জল্পনা চলছিল তাঁর অনুরাগীদের মধ্যে ৷ তবে সেই জল্পনার অবসান ঘটালেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু (Navjot Kaur Sidhu)৷ তিনি জানিয়ে দিলেন যে, আজ মুক্তি পাচ্ছেন না প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা ৷ নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই তথ্য জানিয়েছেন সিধুর স্ত্রী (Navjot Singh Sidhu Not Released Today)৷

এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিধুর স্ত্রী নভজ্যোত কৌর সিধু ৷ তিনি তীব্র কটাক্ষের সুরে টুইটে লিখেছেন যে, "নভজ্যোত সিং সিধু হিংস্র পশুর ক্যাটাগরিতে পড়েন ৷ তাই সরকার চায় না 75তম স্বাধীনতায় তিনি স্বস্তি পান ৷ তাই সিধুর থেকে দূরে থাকুন ।"

Navjot Singh Sidhu Not Released ETV Bharat
সিধুর স্ত্রীর টুইট

গতকাল সিধুর স্ত্রী একটি রোডম্যাপ প্রকাশ করেছিলেন ৷ তারপরই পঞ্জাব কংগ্রেসের প্রাক্তন সভাপতি নভজ্যোত সিং সিধুর মুক্তি নিয়ে তীব্র জল্পনার সৃষ্টি হয় বুধবার ৷ নভজ্যোত সিধু ফেসবুকে তাঁর মুক্তির জন্য একটি রোডম্যাপ প্রকাশ করেছিলেন । রোডম্যাপ প্রকাশ করার সময় লেখা হয় যে, "জনপ্রিয় নেতা নভজ্যোত সিধুকে স্বাগত জানাতে নির্দিষ্ট জায়গায় জড়ো হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে ।"

Navjot Singh Sidhu Not Released ETV Bharat
এই টুইটে তৈরি হয় জল্পনা

এই বার্তা শুনেই সিধুর সমর্থকরা মনে করেন যে, আজ, সাধারণতন্ত্র দিবসেই হয়তো মুক্তি দেওয়া হতে পারে নভজ্যোত সিং সিধুকে ৷ তবে, সেই জল্পনার অবসান ঘটিয়ে স্ত্রী নভজ্যোত কৌর সিধু জানান যে, তাঁর স্বামী আজ পাতিয়ালা সংশোধনাগার থেকে মুক্তি পাচ্ছেন না ৷

আরও পড়ুন: লুধিয়ানা আদালতের পরোয়ানার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারে সিধু

সিধুকে 1988 সালের রোড রেজ মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছিল এবং 2022 সালের 20 মে তিনি আদালতে আত্মসমর্পণ করেন । খবর রটেছিল যে, সাধারণতন্ত্র দিবসে মুক্তি দেওয়ার জন্য আসামিদের ফাইল জেল কর্তৃপক্ষের কাছে পৌঁছেছে । কারাগারে সিধুর ব্যবহৃত ব্যায়াম মেশিনগুলিও বুধবার তাঁর প্রত্যাশিত মুক্তির একদিন আগে সরিয়ে নেওয়া হয়েছিল ৷ পাতিয়ালা সংশোধনাগারে এক বছরের সাজা ভোগ করছেন সিধু ৷ তাঁর অকাল মুক্তির বিষয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, তাঁর সমর্থকরা তাঁর যাদবীন্দ্র এনক্লেভের পৈতৃক বাড়িতে জড়ো হয়েছিলেন এবং তাঁকে স্বাগত জানাতে পোস্টার এবং ব্যানারও লাগানো হয় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.